নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলোপড়া চশমার কাঁচ, শার্টের কোনা দিয়ে বুলিয়ে;পৃথিবীকে দেখি রোজ, কথা বলি প্রতিদিন, কাঁদি আর হাসি মাথা দুলিয়ে।

রিয়াজ দ্বীন নূর

ভাসিয়ে দিয়েছি তরী;আকুল হয়ে দিশার খোঁজে পাথার দিয়েছি পাড়ি।

রিয়াজ দ্বীন নূর › বিস্তারিত পোস্টঃ

নগরীর গল্প

২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৪

আজকে যে শহরময় ছোটাছুটি-
মোটরযান, রিকশার হুড়োহুড়ি-
সব কিছু ছাপিয়ে, একটি কথাই সত্য।
কলের নগরীর আকাশে বাতাসে
আজ শুধুই ব্যস্ততা।

আজ কেউ শরতের আকাশে মেঘমালা দেখে না।
রাতের আকাশে আজ চাঁদের হাহাকার, তারাদের বিলাপ।

ধুসর নগরীতে বাঁধা পড়েছে প্রাণ,
চৈত্রের দুপুরে ঘেমে নেয়ে একাকার হয়ে
হন্তদন্ত হয়ে হেঁটে যাওয়া।
আর
যানজটের মিছিলে আটকা পড়ে-
মহাকালের খাতায় মহাকাব্য লিখে যাওয়া।
আর
শূণ্য ঘরে, গৃহিনীর অপেক্ষা।

একটা সময়, সবাই ঘরে ফেরে।
অফিসের বড় কর্তা,
বিশ্ববিদ্যালয়ের ছাত্র,
রিকসাওয়ালা, কুলি, মুটে, মজুর।
সবাই।

নির্জন রাতে এ শহরের প্রতিটি ঘরে-
সৃষ্টি হয় একেকটি কবিতার পটভূমি,
একেকটি গল্প; একেকটি উপন্যাস।
কিন্তু ভোর হওয়ার আগেই;
মহাগ্রন্থের পাতা থেকে সব মুছে যায়।

ফাগুন হাওয়া বয়।
কালান্তরেও তার রঙ বদলায় না।
বৈশাখ, আঁষাঢ়, ফাল্গুন;
এ শহরের গল্পকে, কেউ বদলাতে পারে না।

এ যেন শৃঙখল চক্রে আটকে যাওয়া
কোন এক দাসত্ব গাঁথা।

আজ

একবিংশ নগরীতে ঢাকা পড়েছে-
একবিংশ নাগরিকের সকল অস্তিত্ত্ব।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩১

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।

২| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে...............

৩| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২১

সিগনেচার নসিব বলেছেন: ভাল লাগছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.