নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলোপড়া চশমার কাঁচ, শার্টের কোনা দিয়ে বুলিয়ে;পৃথিবীকে দেখি রোজ, কথা বলি প্রতিদিন, কাঁদি আর হাসি মাথা দুলিয়ে।

রিয়াজ দ্বীন নূর

ভাসিয়ে দিয়েছি তরী;আকুল হয়ে দিশার খোঁজে পাথার দিয়েছি পাড়ি।

রিয়াজ দ্বীন নূর › বিস্তারিত পোস্টঃ

আশার কালো মেঘ

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

ক্ষণিক বর্ষণের প্রতিক্ষায় বেলা কাটে।
ক্ষণকালের সকল ব্যাস্ততার পর আসবে সেই বর্ষণ।
নির্লজ্জ অপেক্ষার প্রহর শেষ হবে কবে?
এ বেলায় উত্তপ্ত পৃথিবীর মৃত্তিকা একটু আর্দ্র হবে না?
এ বেলায় মৃত্তিকার সকল আবর্জনার কপালে একটু ভাঁজ পড়বে না?
এ বেলায় বাতাসে ভাসা দুর্গন্ধের সলিল সমাধি হবে না?
এ বেলায় কাঠখোট্টা নীল আকাশে রংধনু আসবে না?
এ বেলায় পরিস্কার আকাশ ছেয়ে যাবে না কালো মেঘে?
আর কতকাল?
কতকাল ঐ বিরস বৃক্ষের পাতায় ধুলো জমতে থাকবে?
কতকাল?
সে অনেক আগের কথা।
একদিন এই বিবর্ন ধরনীতে নেমেছিল বৃষ্টির রিম ঝিম ধারা।
ক্ষণকালের সেই বর্ষণে ফুসে উঠেছিল সমুদ্র।
শুকনো নদীর বুকে জলকাব্যের আসর বসেছিল।
শুকনো মেঠোপথে জেগেছিল নতুন কাদার উল্লাস।
ক্ষণকালের সেই বর্ষনে ভূপৃষ্ঠের সকল কুৎসিত আবর্জনা নিয়েছিল অশ্রুসিক্ত বিদায়।
ক্ষণকাল।শুধুমাত্র ক্ষণকালের জন্য।
অতঃপর মিষ্টি রোদ ওঠে।
মিষ্টি সোনালী রোদ প্রখর থেকে আরো প্রখর হয়।
আস্তে আস্তে জন্ম নেয় নতুন আবর্জনা।
মৃত্তিকার মায়ায় ছুটে আসে
অগণিত ধুলিকনা।
অগণিত দুঃখ
অগণিত হতাশা,
অগণিত ঘৃণা।
উত্তপ্ত বাতাসে ছড়াতে থাকে বিষ।
কিন্তু সেই অতি আকাংক্ষিত বর্ষণ আর আসে না।

ক্ষণকালের সেই বর্ষণের জন্য অপেক্ষার পালা শেষ হবে কবে?
আকাশ জুড়ে দেখা যাবে নতুন আশার কালো মেঘ।
কবে?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৭

ঋতো আহমেদ বলেছেন: সহজ সাবলীল ভাবে চমৎকার একটা কবিতা লিখেছেন । খুব ভাল লাগল ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২২

রিয়াজ দ্বীন নূর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১০

ধ্রুবক আলো বলেছেন: অপেক্ষার শেষ হবে এবং বর্ষন হবেই
সুন্দর কবিতা খুব ভালো লাগছে,,, শুভ কামনা
+++

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫২

রিয়াজ দ্বীন নূর বলেছেন: আশ্বাস দেওয়ার জন্য ধন্যবাদ।আর-
বর্ষন ঘটতেই হবে।
মানুষের মনের সকল কালিমা মুছতেই হবে।
এভাবে আর চলতে পারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.