নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলোপড়া চশমার কাঁচ, শার্টের কোনা দিয়ে বুলিয়ে;পৃথিবীকে দেখি রোজ, কথা বলি প্রতিদিন, কাঁদি আর হাসি মাথা দুলিয়ে।

রিয়াজ দ্বীন নূর

ভাসিয়ে দিয়েছি তরী;আকুল হয়ে দিশার খোঁজে পাথার দিয়েছি পাড়ি।

রিয়াজ দ্বীন নূর › বিস্তারিত পোস্টঃ

তুমি জানবে না

১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৯

অনেক ভেবেছি আমি-
নিরব জোছনা রাতে,
একদিন তোমার হাতে,
গোলাপ গুঁজে দেব।
অনেক ভেবেছি আমি-
নীলাভ খামের সাথে,
একদিন তোমার হাতে,
চিঠি তুলে দেব।
অনেক ভেবেছি আমি-
শ্রাবণ ধারার মাঝে,
তোমার পাশে বসে,
গান গেয়ে যাব।
অনেক ভেবেছি আমি-
ফাগুন হাওয়ার তোড়ে,
তোমার হাতটি ধরে,
দূরে চলে যাব।
অনেক ভেবেছি আমি-
কুয়াশা ধূসর প্রাতে,
তোমায় সাথে নিয়ে,
রোদ পোহাব।

ভেবেছি নিরব রাতে।
ভেবেছি শীতল প্রাতে।
ফাগুন হাওয়ার মাঝে।
শ্রাবণ ধারায় ভিজে।
একাই তোমায় ভেবে,
স্বপ্ন দেখে যাব।

যতই স্বপনে ডুবি,
যতই স্বপনে ভাসি,
কখনো জানবে না-
তুমি জানবে না।
কোনোদিন জানবে না।
আমি ভালোবাসি;
তোমায়, ভালোবাসি।

কখনো জানবে না।
কোনোদিনও না।
.............................................

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: বেশ ভাল লিখেছেন।

২| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.