নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলোপড়া চশমার কাঁচ, শার্টের কোনা দিয়ে বুলিয়ে;পৃথিবীকে দেখি রোজ, কথা বলি প্রতিদিন, কাঁদি আর হাসি মাথা দুলিয়ে।

রিয়াজ দ্বীন নূর

ভাসিয়ে দিয়েছি তরী;আকুল হয়ে দিশার খোঁজে পাথার দিয়েছি পাড়ি।

রিয়াজ দ্বীন নূর › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন হে উদর

২৭ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫০

আজ আমার জন্মদিন।
চারপাশে তাই উৎসব লেগেছে।
উৎসবে সমারোহে উদযাপিত হলো,
আমার আরেকটি জন্মদিন।
আমার জন্মদিনে আনন্দের বাঁধ ভেঙে গেছে সকলের।
আনন্দে উদ্ভাসিত অন্তরীক্ষের শুক্র তারা।
আনন্দে উদ্ভাসিত আঁধারের জোনাকী পোকা।
যেন গৃহের চারপাশে লেগেছে উৎসব বাতি।
জ্বলছে আর নিভছে।

আমার জন্মদিন উপলক্ষে দূর-দূরান্ত থেকে
পবন গাড়ী চেপে এসেছে হীমশীতল আবেশ।
ভালোবাসার গান গেয়ে যায় নদীর স্রোত।
কী রোমান্টিক! তাই না?
কানফাটা আওয়াজের ব্যান্ড সংগীতও আছে।
পপ গানের মূর্ছনা ছড়িয়ে যাচ্ছে ঝিঁ ঝিঁ পোকার দল।
একটু চিন্তা করে দেখ তো।
এমন সমারোহ আগে কেউ কোনোদিন দেখেছে কি?

অতঃপর-
একমুঠো চাঊল ফুটিয়ে নিয়ে,
আধপুরা উদরে হাত বুলাই আর বলি,
শুভ জন্মদিন, শুভ জন্মদিন হে উদর।
হে দুর্ভাগা উদর।
তোমার স্বর্ণ কুঠুরীর শূণ্যতা
আরেকদিন ঘোঁচাব।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৪৬

জাহিদ অনিক বলেছেন: সত্যিই কি আজ আপনার জন্মদিন ? তাই যদি হয় তবে বেশ একটা ব্যাপার আছে । আজ আমারও জন্মদিন

২| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৬

ধ্রুবক আলো বলেছেন: কবিতা সুন্দর লিখেছেন +।

জাহিদ অনিক ভাই আর আপনাকে শুভ জন্মদিন।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২০

রিয়াজ দ্বীন নূর বলেছেন: ধন্যবাদ আপনাদের দুজনকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.