নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলোপড়া চশমার কাঁচ, শার্টের কোনা দিয়ে বুলিয়ে;পৃথিবীকে দেখি রোজ, কথা বলি প্রতিদিন, কাঁদি আর হাসি মাথা দুলিয়ে।

রিয়াজ দ্বীন নূর

ভাসিয়ে দিয়েছি তরী;আকুল হয়ে দিশার খোঁজে পাথার দিয়েছি পাড়ি।

রিয়াজ দ্বীন নূর › বিস্তারিত পোস্টঃ

বাড়ি ফেরা

২৬ শে জুন, ২০১৭ রাত ১০:২৮



মাগো, আমি পৌঁছে গেছি দ্বারে।
আর কিছুখন বাদে তোমায়-
দেখব দুচোখ ভরে।

মাগো, আমি পৌঁছে গেছি দ্বারে।
স্বপ্ন নিয়ে আসছি আমি-
তোমার কোলে ফিরে।

মাগো, আমি পৌঁছে গেছি দ্বারে।
এক মুঠো চাউল সেদ্ধ দিও-
আমার জন্য ভোরে।

গত ঈদে একটা ছেড়া শাড়ি পড়েছিলে।
বাবার সেই একরঙা সাদা পাঞ্জাবিও পড়া যায় না।
ছোট ভাইটাও অনেকদিন ধরে -
একটি বাহারি শার্টের আবদার করে আসছিল।

ছোট বোনের খেলার পুতুল, মাথার বেণীর ফুল,
কৌটো ভরা প্রসাধনী, দুটি কানের দুল।

আরো আছে লাল রঙা এক প্রজাপতির পাখা,
পরী হয়ে ছুটবে কত, নাচবে গাছের শাখা।
সবই আছে আমার কাছে যত্ন করে রাখা।
ভাই বলে বোন ডাকবে আবার,গাইবে আদর মাখা।

আর কিছু ক্ষন বাদে তোমার ছেলের মুখটি দেখে,
আঁচল দিয়ে মুছবে আমার ঘাম যা আছে মুখে।
দূরে বসে এই দেখে আজ কাঁদবে বাবা সুখে।
এবার বাড়ি আসতে আমায় কেইবা আবার রোখে।

স্বপ্ন নিয়ে আসছি আমি, চলছে আমার গাড়ি,
বছর জুড়ে গুনছি প্রহর,ফিরব আবার বাড়ি।
এবার আছে অনেককিছু, দিচ্ছি পাথার পাড়ি।
বাবার জন্য পাঞ্জাবী আর তোমার জন্য শাড়ি।

চলছে গাড়ি, বইছে হাওয়া, দিগন্তে আজ মেঘ।
উড়ালপংখী নায়ের আমার বাড়ছে ক্ষনে বেগ।

এইতো মা, আসছি আমি, আর কিছুখন রোসো।
তোমার কাছে ফিরব আমি, হয়েও মরা লাশও।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৭ রাত ১০:৩৯

শূন্যনীড় বলেছেন: দারুণ, সুন্দর কবিতা

২| ২৬ শে জুন, ২০১৭ রাত ১১:২৮

নাদিম আহসান তুহিন বলেছেন: চরম বাস্তবতা,,, এবারেও এমনটা ঘটেছে,,,প্রতি বছরই ঘটছে,,,

৩| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমজনতা জীবন দিয়েও মন্ত্রীদের মিথ্যা বিবৃতি মিথ্যা প্রতিপন্ন করতে পারে না!!!

নিরাপদ সড়কের দায়হীন মিডিয়াবাজিতে ব্যাস্ত মিথ্যুকদের কাছৈ আমজনতার জীবন সদাই বিপন্ন!!!!!

টাচি কাব্যে +++++++

৪| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩০

বিজন রয় বলেছেন: এভাবে কেউ কবিতা লেখে!! চোখে জল চলে এলো।
কত সন্ত্বান তার পরিবারের জন্য সারাবছর ধরে অনেক কষ্ট করে/নিয়ে অপেক্ষা করে।
তারপর ঘটে এক হৃদয় বিদারক ঘটনা।

কবিতার বিষয়টি অনেক কষ্টের।
অনেক ভাল লেগেছে।

শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.