নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলোপড়া চশমার কাঁচ, শার্টের কোনা দিয়ে বুলিয়ে;পৃথিবীকে দেখি রোজ, কথা বলি প্রতিদিন, কাঁদি আর হাসি মাথা দুলিয়ে।

রিয়াজ দ্বীন নূর

ভাসিয়ে দিয়েছি তরী;আকুল হয়ে দিশার খোঁজে পাথার দিয়েছি পাড়ি।

রিয়াজ দ্বীন নূর › বিস্তারিত পোস্টঃ

এই যে আমি

১৪ ই মার্চ, ২০২০ রাত ১২:২৪

এই যে আমি
হাসনাহেনার গল্প বলি।
লিখতে গিয়ে ফুরোয় কালি।
তাকে নিয়েই কথার ডালি
সাজাই দিবারাতি।

কথায় কথায় পদ্য সাজে।
পাণ্ডুলিপির পাতার ভাঁজে
তাকেই শুধু আঁকি।

এই যে আমি
হাজার হাজার কথা বলি।
কত কথা বলি, কত কথা।
রাষ্ট্র নিয়ে, বিশ্ব নিয়ে।
পথ-ঘাট-হাট নিয়ে।
নদী-পাহাড়-পাথার নিয়ে।
মানুষ-পাখি-পশু নিয়ে।
কত কথা।

এই যে আমি, হ্যাঁ আমিই।
হাসি-খুশি-রসিক আমি।
খুশির তোড়ে হেঁড়ে গলায়
হঠাৎ ধরি গান।
এই আমিই,
ভেতরে এক ধুসর নিস্প্রাণ।

এই আমিই
অন্ধকারে বদ্ধ ঘরে,
চোখের জলে বালিশ ভেজাই।
আগামি দিনের চিত্রনাট্য
আগের রাতে সবটা সাজাই।

এই আমিই
সেই কাপুরুষ দুর্বল সৈনিক।
যে না পারে লড়তে,
না পারে ময়দান থাকে পালাতে,
না পারে রক্তাক্ত হয়ে
বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে।
এই আমিই
আজ চেঁচিয়ে বলতে চাই,
আমি সর্বংসহা নই।
আমি ভেঙেচুরে চৌচির
এক ছোট্ট আয়না।
টুকরো টুকরো আমার হৃদয়।
রক্তাক্ত আমার মেধা।

এই যে, এই আমার,
আজ বড় ইচ্ছে হয়,
কেউ একজন খেয়াল করে একটু দেখুক।
গুমরে মরা ভেতরটাকে একটু বুঝুক।
দরদ মাখা কণ্ঠ নিয়ে জিগেস করুক,
"তোমার মুখটা এত শুকনো কেন?
খাওনি কিছু?"
যাবার বেলা মুচকি হেসে একটুখানি,
ডাকতো পিছু?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২০ রাত ১২:৩৩

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব উপস্থাপন । পাঠে মুগ্ধ হলাম।

১৪ ই মার্চ, ২০২০ রাত ১২:৩৫

রিয়াজ দ্বীন নূর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ১৪ ই মার্চ, ২০২০ রাত ২:৩৪

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: জনাব,এতোটা মাধুর্যতা নিয়ে সুন্দর করে কবিতায় যে রূপ দেন আমি মন্তব্য করতে ভয় পাই!
ভালো থাকবেন সর্বদা,আপনার অনবদ্য সৃষ্টির জন্য শুভেচ্ছা নিরন্তর

৩| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.