নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলোপড়া চশমার কাঁচ, শার্টের কোনা দিয়ে বুলিয়ে;পৃথিবীকে দেখি রোজ, কথা বলি প্রতিদিন, কাঁদি আর হাসি মাথা দুলিয়ে।

রিয়াজ দ্বীন নূর

ভাসিয়ে দিয়েছি তরী;আকুল হয়ে দিশার খোঁজে পাথার দিয়েছি পাড়ি।

রিয়াজ দ্বীন নূর › বিস্তারিত পোস্টঃ

ভাবনার ডানায় হয়েছে ক্ষত

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১:৪৫

অনেক দিন পরে আজ মাঝরাতে বসেছি লিখতে।
অনেক দিন পরে এই গুমোট অন্ধকারে –
টিমটিমে বাতি জ্বেলে, আজ বসেছি ভাবতে।
বেশ অনেক দিন পরে।

আজ লিখতে গিয়ে অসার হয়ে আসে হাত।
কারণ, আজ আমার ভাবনার ডানায় হয়েছে ক্ষত।
যে ভাবনায় ভর করে আগে ছুটে বেড়াতাম
ঈশান থেকে নৈঋৎ, পশ্চিম থেকে পূর্ব।
যার অহংকারের রঙ দিয়ে কল্পনায় দিতাম আল্পনা।
যার অলৌকিকতায়, মেঘে ঢাকা ধুসর আকাশ
এক নিমিষেই হয়ে যেত ঝকঝকে নীল।
রাতের আকাশে হাজার রঙের সাজতো মেলা।
বাদামি ঘোলা জলেও পড়ত হাসনাহেনার ছায়া।
কিন্তু, ওই যে বললাম,
“আজ আমার ভাবনার ডানায় হয়েছে ক্ষত।“
উড়তে গিয়েও শক্ত মাটিতে পড়তে হয় মুখ থুবড়ে।
হাঁটতে গিয়েও হোঁচট খেতে হয় বারবার।

অনেক দিন পরে আজ আবার বসেছি লিখতে।
চেয়েছিলাম, শব্দে শব্দে বয়ে যাবে ছন্দের ঝর্ণাধারা।
চরণে চরণে ছড়াবে হাসনাহেনার ঘ্রাণ।
কিন্তু ওই যে বললাম, সে যাকগে।

আমার হাসনাহেনা গাছটির মাটি আজ শুকনো খটখটে।
তার সবুজ পাতায় পড়েছে বাদামি রঙের আভা।
শুভ্র ফুলের আলোয় আর রাঙায় না আমার হৃদয়।
গন্ধ তার ছন্দ হয়ে দোলায় না আর মন।

আমার হাসনাহেনা গাছটি ,
মনে হয় মরে যাচ্ছে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ২:৫৩

চাঁদগাজী বলেছেন:



অনেক সময় বয়ে গেছে, ভাবনাগুলো রয়ে গেছে মনের মাঝে।

২| ২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ৮:৪৫

খায়রুল আহসান বলেছেন: ভাবনার ডানার ক্ষত সেরে উঠুক, ভাবনারা আবার কল্পনার উন্মুক্ত আকাশে পাখা মেলুক! হাস্নাহেনার মাটিতে জলসিঞ্চিত হোক, কবিতার সুঘ্রাণ আবার চারিদিকে ছড়িয়ে পড়ুক!

৩| ২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা ভাল হয়েছে।

৪| ২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: ভালো। পড়লাম।

৫| ২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৪২

ফুয়াদের বাপ বলেছেন: আড়মোড়া দিয়ে জেগে উঠুক ভাবনারা
ডানা মেলুক মুক্ত-শুভ্র নীলাকাশে
কল্পনাতে আল্পনায় হোক বৈশাখী মেলা
হাসনাহেনার শিকড়ে বয়ে যাক ভালোবাসার ছোঁয়া
ফুটন্ত ফুলের ঘ্রাণে মৌ মৌ করুক হৃদবাগান।

অস্বাধারন হয়েছে আপনার কবিতা। আপনার আবেগ অনুভব করে একা একা আবৃত্তি করলাম ২/৩ বার। ভালোলাগার স্পর্শ রেখে গেলাম কবিতায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.