নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্যাসী

িযাজ

মানুষ

িযাজ › বিস্তারিত পোস্টঃ

বিচার চাই

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

আমি রাজাকারের বিচার চাই।

আমি খুনিদের বিচার চাই।

পদ্মা সেতুর দূর্নীতিবাজদের বিচার চাই।

জামাত শিবিরের তান্ডবের বিচার চাই।

যে পুলিশ চোখ তুলে নিলো তার ও বিচার চাই।

যে পুলিশ গুলো শিবিরের ছেলেদের পিস্তল ঠেকিয়ে মেরে ফেললো

ওদের ও বিচার চাই



খুনি গুন্ডাদের বিচার চাই।

যারা বিশ্বজিৎ হত্যাকারীদের পাশে রেখে

শুধু রাজাকারের বিচার চান, তাদেরও বিচার চাই।

আমি কালো চশমা ওয়ালা প্রগতিবাদীদের বিচার চাই।

সমাজতন্তের কথা বলা পুঁজিবাদীদের বিচার চাই।

আমি আবুলদের বিচার চাই, আমি বাজার চোরদের বিচার চাই।



বিচার চাই আমি কালো বিড়ালের, সাদা বিড়ালের।

নিজের মতো করে নিজের জন্য সাজিয়ে নেয়া,

সংবিধান সন্তাসীদের ও বিচার চাই।



আমি টেন্ডারবাজদের বিচার চাই।

লাকী আখতারের উপর হামলাকারীর বিচার চাই।

যারা রাস্তা বন্দ্ধ করে আন্দোলন করে তাদেরও,

যারা সুবিধাবাদী, প্রশ্রয়দাতা, মতোলববাজ তাদের বিচার চাই।



বিচার চাই, বিচার চাই।

যুদ্ধাপরাদীর বিচারচাই।

প্রহশনের বিচারের ও বিচার চাই।

আমি আমজনতা ! আমি বিচার চাই।

আমি স্বাধীন দেশের স্বাধীন সন্তান, আমি বিচার চাই।

আমি বিচার চাই।।









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.