![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা। মানুষকে সাহায্য করাটা নেশা। পছন্দ করিনা অসততা। স্বচ্ছতা নিয়ে পথচলা। সমাজের জন্য কিছু একটা করার চেষ্ঠা। সুখি সমৃদ্ধ একটি দেশের স্বপ্ন দেখা।
এমনিতেই পাকিস্তান বিভিন্ন ব্যাপারে বেশ শিরোনাম হচ্ছে। ড্রোন হামলা, সামরিক ক্যু, পররাষ্ট্রমন্ত্রীর হিনার কুটনীতি, ইমরানের দলে তরুনদের ভীড়, বেনজীর ভুট্টোর হত্যার দায়ে পারবেজ মোশাররফের গ্রেফতার আশঙ্কা ইত্যাদি। এসব শিরোনামের ভেতরে ভিন্ন একটি শিরোনামও বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে। তা হলো ইন্টারনেটে পর্ণোগ্রাফী বা সেক্স খুজতে সবচেয়ে এগিয়ে পাকিস্তান। ২০১১ সালে সব দেশকে হটিয়ে পাকিস্তান শীর্ষে আসে। দখল করে প্রথম স্থান। পরের স্থানে আছে ভারত। আরও মজার ব্যাপার হলো সেক্স বিষয়ক ভিডিও, ছবি বা অন্য কিছু খোজার সেরা বা শীর্ষ ১০ শহরের মধ্যে ৮টি ভারতের! পাকিস্তানের দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন ফক্স নিউজের বরাত দিয়ে জানায়, ২০১০ সালে পাকিস্তানে প্রায় ২ কোটি ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলে পর্নোগ্রাফি খুজেছেন। তবে ২০১১ সালের সংখ্যাটি প্রকাশ না হলেও ধারনা করা হচ্ছে এটি অতীতের রেকর্ড ছাড়িয়ে যাবে। পাকিরা যে কতদিক দিয়ে এগিয়ে তা বলাবাহুল্য...
২| ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:০৮
ইফতেখার ভূইয়া বলেছেন: পাকিদের প্রতি আমার এক ধরনের ঘৃণা কাজ করে, যার কারণগুলো ঠিক হয়তো আমি গুছিলে বলতে পারবোনা। বেশ কিছুদিনের পরিচিত একজন "এনআরবি" কে গতকাল রাতেই আদ-বিদা বলে দিলাম শুধুমাত্র পাকি-প্রীতির কারণেই। বলে দেয়া হলো যেন সে আর কোনদিন আমাকে ফোন না করে।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:২২
চেয়ারম্যান০০৭ বলেছেন: ফাকিস্তান লুইচচার দেশ
ছিড়ে বসে গুপ্তকেশ।
সবাই বলেন আহা বেশ বেশ বেশ..
৪| ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৯
নীল সুমন বলেছেন: বিশ্বাসযোগ্য পোষ্ট। কিন্তু সূত্র উল্লেখ করলে বেশি ভালো হত।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:০৬
ইলুসন বলেছেন: এগুলার কথা বাদ দিলাম, পাকিস্তানের ক্রিকেটারগুলা ডোপ কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারিতে আর বেটিং এ বেশি জড়িত। তাও অনেকে কইব মুসলিম দেশ বইলা পাকিস্তানরে সাপোর্ট করি! আহারে!