নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

হুদা কামে টানা টানি

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

মেজাজ বিগড়াইয়া গেল ফেবু মেসেজ আর ফোন কল পেয়ে । /:)



ভাব নিয়া না । লজ্জাই লাগছে ।



কোম্পানীর ব্রাঞ্চ পরিবর্তন লইয়া কেচাল লাগি গেছে ।



হেতে কয় এর কাছে আহ, ওতে কয় মোর কাছে আহ !

কই যাই ! :||

দুইটাই ভাল , যদিও কারউ ভাল লাগে বা কারউ খারাপ লাগে । =p~



ব্যাপারটা এরকম যে, আমার কাছে লাগে প্রত্যেক মানুষের কাছে ভাল খারাপ দিক আছে, তাই বেছে ভাল দিক গুলি সাজেস্ট করে সেটা বুঝে চলার চেষ্টা করি ।



খারাপ দিক গুলি এড়িয়ে চলি । যদিও এটা ভাল কোন গুন না । মাঝে মাঝেই প্যাচ এ পরতে হয় । :|



এই কোম্পানীতে জয়েনই করতাম না, চিন্তা কইরা বেকার ভাতা খাওয়ার প্ল্যান করছিলাম কারন বেতন এখন যেরকম ঐ দিক দিয়ে এমনই মানে ৭০% বেকার ভাতা আর যদি আর বহুত অসুবিধা নাজিল থক্কু বাহির করতে পারি তাহলে ৮০-৯০% হইতে পারে......



তাই অনেক অকাল কুষ্মান্ড বেকার থাকাকেই শ্রেয় মনে করে , কিন্তু বরফের প্রান্তরে হিমুগিরি অচলই ! তাই ঢাক্কাই হিমুরা হা হুতাস ফেলিও না ! :P তোমাদের জন্য মাতৃভূমিই শ্রেষ্ঠ চারণ ভূমি । :)



কিন্তু নিজেকে মেনলী জাহির করতে জবের তুলনা নাই । :):):D



মানুষ বুলায় নিড টু ডু সামথিং বেটার , গো এংলান্ড , স্পাইস্ত বিত্তে ভাস বেসারে জব !



আমি কই এইখানে যে ফেসিলিটি দেওয়ায় সেইখানে দিবে না, আর দিলেও হাই এন্ড জব লাগিবে এতটুকু কোয়ালি মই নই । তবে হইতেছি ধীরে ধীরে ।



তবে জবে ইচ্ছা নাই,পারলে পয়সা থাকলে নিজের কোম্পানী খুলাই ;)



ব্যবসায়ী অর্থ ইনকামের চাবিকাঠি ! সেইটাই বিশ্বাস করি ।



বন্ধু জিগায় কিসে বিনিয়োগ করিবা । আমি কই কিসে না করিবাম !



যাই হোক মূল বক্তব্যে যাই । এখন লজ্জাই লাগবে তাদের সাথে গিয়ে পার্টিতে কথা বলিতে । :#>



বলিয়াছিল দেশে মানে ... তাদের পিতৃভূমিতে আগমন করিলে কল না দিও একটু ফেবু আপডেটাইও । আমরা তোমাকে কোলে করিয়া নিয়া আসিব !



আমি কই এক সাধারন মাত্র ।



যাউগ্গা দেখা করিতে হইবে লজ্জা জনক পরিস্থিতির জন্য রেডী হউ রিফাইত্তা ...



ইটস পার্টি টাইম.............

হেপী ক্রিসমাস , যদিও ফিনিতো কিন্তু কোম্পানী একটু দেরীতে আয়োজন করিয়াছে । এতে নাকি বোনাস বেশী আসিয়াছে ... তাই সবাই বলে প্রতি বছর দেরীতেই আয়োজন করা হোক ! =p~ =p~ =p~







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.