নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুম খুবই অল্প আয় এই মাসে চলতে কষ্ট হবে বৈকি ।
ব্যবসায়ে বিনিয়োগ করার ইচ্ছা নাই, খুবই সামান্য । তাই মাথায় ঘুর ঘুর করতেছে একটা নতুন ফুন বা প্যাড কিনার ।
কারন আমার রাতে ঘুমাইতে ঘুমাইতে মুভি দেখার বা অনলাইনে ভাষা শেখা বা কোন কিছু করা নিয়ে গুতাগুতির বদ অভ্যাস আছে ।
ছোট্ট মোবাইলটা কাজের কিন্তু গ্যালাক্সি জিও টা এসটু বা এস থ্রি এর পরিপূরক নয় । চার্জ তো থাকেই না স্পিড ও কম লাগে । আর কত ওভার ক্লক করব ?
বাজেট বেশী না ২০ হাজার এর বেশী আপাইব না ।
এখন কথা হল বাজেট নিয়ে না বাজেট আগে পিছে ধার দুর করে করা যাবে ব্যাংক থেকে ।
গ্যালাক্সি ২ টেব লইব নাকি আরেকটা ফুন নিব এসটু বা থ্রি টাইপের কিছু নিব , বুঝতাছি না ।
নিজের প্রয়োজনটা নিজেকেই বুঝাইতে পারতেছি না । আবার গেমসও গেমানো হয় ।
কারন এখন বাজারে যাইব দ্রব্যদি কিনিতে ।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
আদার ব্যাপারি বলেছেন: nokia 1100 নিয়া লন এক্ষুনি। স্টক সীমিত।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
রিফাত হোসেন বলেছেন: Asoly akta doorkar tab samsu na onno jani na
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আল্লাহ আল্লাহ করেন যেন পকেটমার হয় , তাইলে কিভাবে খরচ করবো হেইটার চিন্তা অই ব্যাটাই করবো ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
রিফাত হোসেন বলেছেন: হেহেহে কুফা দিয়েন না ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
রিফাত হোসেন বলেছেন: মেজাজটা গরম কইরা দিল SAMSUNG Galaxy Tab 2 7.0 WiFi P3110 8GB silber এটার কোন ৩ জি কানেকশন নাই ।দাম এইটাই নাগালে ছিল ।