নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকালে নগদ পয়সা দিয়ে অর্ডার দিয়ে আসি । আজই নিতাম কিন্তু এক্সট্রা একটা বীমা করার পয়সা ছিল না , ব্যাংক থেকে নিব আজকে ।
দেখি দেয় কিনা ।
তবে ওয়েবে ফ্লিক হেন তেন দেখে নেক্সাস ৭ ৩২জিবি ৩জি নেবার সাহস করতে পারছি না , যদিও অর্ডার হয়ে গিয়েছে তবে পরিবর্তন করার চান্স আছে আজ.... যেহেতু এখনো নেই নাই ।
দাম অনেক বেশী বুঝতে পারছি কিন্তু ভাল কিনলে একবারের ভালর জন্যই কিনতে চাই । গ্যারান্টি পন্ডিতরা দিবে না বেশী । ১২ মাস শুধু !
৭ ইঞ্চি তে ব্লগ পড়ে যুত সই হইল না. তবে লাইট লাগল ধরে ।
গেলাক্সি টেবটার দাম বেশী কাম অত বেশী না যদিও কিন্তু টেগরা ৩ এর লোভটা সামলাইতে কষ্টই হল !
ছবি দিব ইনশাল্লাহ ।
আমার একটা বদ অভ্যাস খেয়ে না খেয়ে টেকী জিনিসের জন্য টাকা জমাই । বড়ই সখ ।
তবে আইপেড হাতড়াইয়া আরাম পাইছিলাম .
কিন্তু আই ও এস বজ্জাত মিয়া ।
আইচ্ছা নেক্সাস এই থাকমু না গেলাক্সী ২ ৭ই, তে যামু ?
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭
রিফাত হোসেন বলেছেন: কাম করেন পয়সা জমান, আর জমান কাম করেন , কাম করেন পয়সা জমান,
খাইয়অ না খাইয়া জমান, জেমনে পারেন জমান ।
তবে সত পথে
নিজে কষ্ট করে কিছু কিনলে মায়া থাকে ও ভাল লাগে । যদিও আমি মায়া করি না এত.. আর সেলফিস বলে কাউকে দেই না.. পুরনো হলেও দেই না.. সেখানেই মায়াটা কাজ করে হালকা
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৫
উৎস১৯৮৯ বলেছেন: আপনের আর কয়টা দিন ওয়েট করা উচিত ছিল। টেগরা ৪ চইলা আইছে। কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০১৩ তে অলরেডি দেখায় ফেলছে।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৫
রিফাত হোসেন বলেছেন: কইলেন কিিিিিিি ?
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৪
রামন বলেছেন:
samsung galaxy tab 2 আমার কছে আছে। গত নবেম্বরে UE46 sangung 7000, 800hz টেলিভিশনটি কেনার জন্য সামসুন কোম্পানি বিনামূল্যে galaxy tab ২ বাসায় পাঠিয়ে দিয়েছে। এটা সহজে বহনযোগ্য এবং জ্যাকেটের পকেটে নিয়েই চলাফেরা করা যায়। কাজের ফাঁকে ব্লগে ঢু মারতে এটি আমাকে যথেষ্ট সাহায্য করে
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৪
রিফাত হোসেন বলেছেন: সাহেব তো মাশাল্লাহ ..........হেহেহেহ টিভি দেখার পাগল নই গেইম এর পাগল. টিভি দেখি না অনেক বছর হল ! মানে এক লাগাড়ে ।
Samsung UE 46 D 7000
46 Zoll Full HD 3D-Fernseher যদি এই ডি মডেলটা হয় তাহলে ঝাক্কাস একটি আছে আপনার বাসায়
পোলাপান থাকলে গেমায়া মজা পাইবে
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: পার্টি খামু
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৮
রিফাত হোসেন বলেছেন: হাতে না আসতেই পার্টি !
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২
কালোপরী বলেছেন: কিছু একটা কিনেছেন বুঝলাম কিন্তু কি কিনলেন বুঝলাম না
দিন দিন গাধাতে পরিণত হইতেসি বলে মনে হচ্ছে, দিন দুনিয়ার কোন খোজই রাখি না
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
রিফাত হোসেন বলেছেন: আপনি পড়াশুনায় মনযোগ দেন ।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬
এহসান সাবির বলেছেন: ছবি দিতে ভুইলেন না কিন্তু।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১
রিফাত হোসেন বলেছেন: জ্বী ।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮
রামন বলেছেন:
হ, মডেল ঠিক আছে। সাথে ২ টা চশমাও দিছে 3D দেখার জন্য। আমিও tv দেখি না তেমন একটা, আমার ছোট ছেলে ও তার মা দেখে।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১
রিফাত হোসেন বলেছেন: লোল । যখন অফার আসে......... ইয়া মাবুদ... তখন সবাই হাফ প্রাইসে খিচ্চা কিনার জন্য দৌড়ায় মার্কেট এ !
আমার পরিচিত তেমনি ১লক্ষ টাকার জিনিস ৬০ হাজার টাকায় কিনেছে ।
অফারে আমিও ডি এস এল আর কিনেছি । জটিলই ।
তবে মনে হয় আপনি অফার ছাড়া কিনছেন .. বহুত খরচ হল ।
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২
পথহারা সৈকত বলেছেন: মুর ও মুন্চায়।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
রিফাত হোসেন বলেছেন: same to me .... amaroo
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২২
ফাটা বাশঁ বলেছেন: সেল করলে জানাইয়েন কিন্তু ভাই এক্সপেরিয়া জেডটা দেখার পর থেকে মাথা খারাপ হয়ে গেছে। ট্যাব এর খায়েস মিটাই দিল এই সেটটা। আগে ইউজ করতাম এক্সপেরিয়া আর্ক এস। ৪ মাসের মাথায় চেঞ্জ করে এক্সপেরিয়া এস কিনেছিলাম। সনি হালারা কইদিন পর পরই নতুন সেট বাইর করে। ২ মাস আগের এক্সপেরিয়া টি এর রেশই কাতল না এখন। যাই হোক, টেগরা ডিভাইস গুল আলাদা মর্যাদা রাখে।
টেগরা ৪ ডিভাইস বাজারে আসতে কমে আরও ৪ মাস লাগবে। দামও কম হওয়ার সম্ভাবনা নাই।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
রিফাত হোসেন বলেছেন: তাইলে ভালা ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
রিফাত হোসেন বলেছেন: আঙুর ফল টক
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল।শেয়ার করার জন্য ধন্যবাদ।
বেকার মানুষ।টাকা নাই।
টাকা হলে কেনার ইচ্ছে আছে।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১
রিফাত হোসেন বলেছেন: নো বেকা বেকী, জব করেন , খুজেন,, লুঙ্গি কুস্তা মাইরা খুজেন . বিলিভ মি , পাইবেন
বইয়া থাকলে কেউ কাম দিব না ।
বিলিভ মি, বিলিভ ইট.. ইউ কেন ডু ইট ব্রো ।
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: আইপ্যাড না কেন?
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
রিফাত হোসেন বলেছেন: কারন হইল দাম বেশী ......... যদিও রেঞ্জের একেবারে বাইরে না ।
আর একই দামে এর থেকে ভাল কোয়ালিটির জিনিস পাচ্ছি তাই না !
মানে আই পেড এর কথা বলছেন ..... হাহাহ , আমি স্বপ্নেও আইপেডের চিন্তা করি না কারন । আমাকে যদি কিনতেই হয় ৩ বা ৪র্থ জেনারেশনের আইপেডেরটা কিনতাম যা লক্ষ টাকার কাছাকাছি ।
এত পয়সা নাই , যতটুকু আছে ততটুকুই সবুর করি ।
আর আই পেড এ কাস্টমাইজড করা যায় না ভাল ।
আর এন্ড্রুকে ঘুম পাতাবো নাকি .. হাহাহাহাহা পুরাই কেরফা দিব ঘরে আনার পর....... কি করব না বলতে পারেন ।
পুরাই জেলি বিনকে রিফাত বিন বানাব হেহেহহেহে
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
মাক্স বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: পার্টি খামু
লাইনে খাড়াইলাম
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
রিফাত হোসেন বলেছেন: আই লাইক টু মুভ ইন মুভ ইট ।............... নেক্স টার্গেট নেক্স ইয়ার ৪ বা ৫ প্রজন্ম মোবাইল................
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
আধখানা চাঁদ বলেছেন: নিজে কষ্ট করে কিছু কিনলে মায়া থাকে ও ভাল লাগে । যদিও আমি মায়া করি না এত.. আর সেলফিস বলে কাউকে দেই না.. পুরনো হলেও দেই না.. সেখানেই মায়াটা কাজ করে হালকা
এক্কেবারে আমার কথা।
তবে ভাই,পৃথিবীর ১ নম্বর বিজনেস হল টেকি বিজনেস। ভালোর কোন শেষ নাই। আসতেই থাকবে, আসতেই থাকবে।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
রিফাত হোসেন বলেছেন: +++++++++++++++++++++++++
মনে ধরছে...
এক্কেবারে আমার কথা।
তবে ভাই,পৃথিবীর ১ নম্বর বিজনেস হল টেকি বিজনেস। ভালোর কোন শেষ নাই। আসতেই থাকবে, আসতেই থাকবে।
80 thousand Taka jola falaisi ai nokia 96n kina ja aj kau monao rakhe na !!!
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জানিনা। আমার কিনতে মন চায়।