নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

দিলাম তো সাহস কইরা অর্ডার ... একটু ডরাইতাছি :-*

০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৭

আজ সকালে নগদ পয়সা দিয়ে অর্ডার দিয়ে আসি । আজই নিতাম কিন্তু এক্সট্রা একটা বীমা করার পয়সা ছিল না , ব্যাংক থেকে নিব আজকে ।

দেখি দেয় কিনা । :(



তবে ওয়েবে ফ্লিক হেন তেন দেখে নেক্সাস ৭ ৩২জিবি ৩জি নেবার সাহস করতে পারছি না :( , যদিও অর্ডার হয়ে গিয়েছে তবে পরিবর্তন করার চান্স আছে আজ.... যেহেতু এখনো নেই নাই ।

দাম অনেক বেশী বুঝতে পারছি কিন্তু ভাল কিনলে একবারের ভালর জন্যই কিনতে চাই । গ্যারান্টি পন্ডিতরা দিবে না বেশী । :( ১২ মাস শুধু !



৭ ইঞ্চি তে ব্লগ পড়ে যুত সই হইল না. তবে লাইট লাগল ধরে ।



গেলাক্সি টেবটার দাম বেশী কাম অত বেশী না যদিও কিন্তু টেগরা ৩ এর লোভটা সামলাইতে কষ্টই হল !



ছবি দিব ইনশাল্লাহ ।



আমার একটা বদ অভ্যাস খেয়ে না খেয়ে টেকী জিনিসের জন্য টাকা জমাই । বড়ই সখ ।



তবে আইপেড হাতড়াইয়া আরাম পাইছিলাম . :D

কিন্তু আই ও এস বজ্জাত মিয়া ।



আইচ্ছা নেক্সাস এই থাকমু না গেলাক্সী ২ ৭ই, তে যামু ?

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জানিনা। আমার কিনতে মন চায়।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭

রিফাত হোসেন বলেছেন: কাম করেন পয়সা জমান, আর জমান কাম করেন , কাম করেন পয়সা জমান,
খাইয়অ না খাইয়া জমান, জেমনে পারেন জমান ।

তবে সত পথে :)

নিজে কষ্ট করে কিছু কিনলে মায়া থাকে ও ভাল লাগে । যদিও আমি মায়া করি না এত.. =p~ আর সেলফিস বলে কাউকে দেই না.. পুরনো হলেও দেই না.. সেখানেই মায়াটা কাজ করে হালকা :(

২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৫

উৎস১৯৮৯ বলেছেন: আপনের আর কয়টা দিন ওয়েট করা উচিত ছিল। টেগরা ৪ চইলা আইছে। কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০১৩ তে অলরেডি দেখায় ফেলছে। :| :| :| :|

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৫

রিফাত হোসেন বলেছেন: কইলেন কিিিিিিি ? |-) :|| :| :-* :( :(( :(( :(( :(( :((

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৪

রামন বলেছেন:
samsung galaxy tab 2 আমার কছে আছে। গত নবেম্বরে UE46 sangung 7000, 800hz টেলিভিশনটি কেনার জন্য সামসুন কোম্পানি বিনামূল্যে galaxy tab ২ বাসায় পাঠিয়ে দিয়েছে। এটা সহজে বহনযোগ্য এবং জ্যাকেটের পকেটে নিয়েই চলাফেরা করা যায়। কাজের ফাঁকে ব্লগে ঢু মারতে এটি আমাকে যথেষ্ট সাহায্য করে :)

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৪

রিফাত হোসেন বলেছেন: সাহেব তো মাশাল্লাহ ..........হেহেহেহ টিভি দেখার পাগল নই গেইম এর পাগল. টিভি দেখি না অনেক বছর হল ! মানে এক লাগাড়ে ।

Samsung UE 46 D 7000
46 Zoll Full HD 3D-Fernseher যদি এই ডি মডেলটা হয় তাহলে ঝাক্কাস একটি আছে আপনার বাসায় ;)

পোলাপান থাকলে গেমায়া মজা পাইবে ;)

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: পার্টি খামু B-))

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৮

রিফাত হোসেন বলেছেন: হাতে না আসতেই পার্টি !

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

কালোপরী বলেছেন: কিছু একটা কিনেছেন বুঝলাম কিন্তু কি কিনলেন বুঝলাম না :| :| :| /:) /:) /:)

দিন দিন গাধাতে পরিণত হইতেসি বলে মনে হচ্ছে, দিন দুনিয়ার কোন খোজই রাখি না

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

রিফাত হোসেন বলেছেন: আপনি পড়াশুনায় মনযোগ দেন । ;)

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬

এহসান সাবির বলেছেন: ছবি দিতে ভুইলেন না কিন্তু।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

রিফাত হোসেন বলেছেন: জ্বী ।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮

রামন বলেছেন:
হ, মডেল ঠিক আছে। সাথে ২ টা চশমাও দিছে 3D দেখার জন্য। আমিও tv দেখি না তেমন একটা, আমার ছোট ছেলে ও তার মা দেখে।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

রিফাত হোসেন বলেছেন: লোল । যখন অফার আসে......... ইয়া মাবুদ... তখন সবাই হাফ প্রাইসে খিচ্চা কিনার জন্য দৌড়ায় মার্কেট এ !

আমার পরিচিত তেমনি ১লক্ষ টাকার জিনিস ৬০ হাজার টাকায় কিনেছে ।

অফারে আমিও ডি এস এল আর কিনেছি । জটিলই ।

তবে মনে হয় আপনি অফার ছাড়া কিনছেন .. বহুত খরচ হল । :(

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

পথহারা সৈকত বলেছেন: মুর ও মুন্চায়।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

রিফাত হোসেন বলেছেন: same to me .... amaroo

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

ফাটা বাশঁ বলেছেন: সেল করলে জানাইয়েন ;) কিন্তু ভাই এক্সপেরিয়া জেডটা দেখার পর থেকে মাথা খারাপ হয়ে গেছে। ট্যাব এর খায়েস মিটাই দিল এই সেটটা। আগে ইউজ করতাম এক্সপেরিয়া আর্ক এস। ৪ মাসের মাথায় চেঞ্জ করে এক্সপেরিয়া এস কিনেছিলাম। সনি হালারা কইদিন পর পরই নতুন সেট বাইর করে। ২ মাস আগের এক্সপেরিয়া টি এর রেশই কাতল না এখন। যাই হোক, টেগরা ডিভাইস গুল আলাদা মর্যাদা রাখে।

টেগরা ৪ ডিভাইস বাজারে আসতে কমে আরও ৪ মাস লাগবে। দামও কম হওয়ার সম্ভাবনা নাই।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

রিফাত হোসেন বলেছেন: তাইলে ভালা । ;)

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

রিফাত হোসেন বলেছেন: আঙুর ফল টক

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল।শেয়ার করার জন্য ধন্যবাদ।
বেকার মানুষ।টাকা নাই।
টাকা হলে কেনার ইচ্ছে আছে।

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

রিফাত হোসেন বলেছেন: নো বেকা বেকী, জব করেন , খুজেন,, লুঙ্গি কুস্তা মাইরা খুজেন . বিলিভ মি , পাইবেন ;)

বইয়া থাকলে কেউ কাম দিব না ।

বিলিভ মি, বিলিভ ইট.. ইউ কেন ডু ইট ব্রো । :)

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

গ্রাম্যবালিকা বলেছেন: আইপ্যাড না কেন?

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

রিফাত হোসেন বলেছেন: কারন হইল দাম বেশী ......... যদিও রেঞ্জের একেবারে বাইরে না ।

আর একই দামে এর থেকে ভাল কোয়ালিটির জিনিস পাচ্ছি তাই না !

মানে আই পেড এর কথা বলছেন ..... হাহাহ , আমি স্বপ্নেও আইপেডের চিন্তা করি না কারন । আমাকে যদি কিনতেই হয় ৩ বা ৪র্থ জেনারেশনের আইপেডেরটা কিনতাম যা লক্ষ টাকার কাছাকাছি । :(

এত পয়সা নাই , যতটুকু আছে ততটুকুই সবুর করি ।

আর আই পেড এ কাস্টমাইজড করা যায় না ভাল ।

আর এন্ড্রুকে ঘুম পাতাবো নাকি .. হাহাহাহাহা পুরাই কেরফা দিব ঘরে আনার পর....... কি করব না বলতে পারেন ।

পুরাই জেলি বিনকে রিফাত বিন বানাব হেহেহহেহে

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

মাক্স বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: পার্টি খামু B-))
লাইনে খাড়াইলাম :P :P

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

রিফাত হোসেন বলেছেন: আই লাইক টু মুভ ইন মুভ ইট ।............... নেক্স টার্গেট নেক্স ইয়ার ৪ বা ৫ প্রজন্ম মোবাইল................

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

আধখানা চাঁদ বলেছেন: নিজে কষ্ট করে কিছু কিনলে মায়া থাকে ও ভাল লাগে । যদিও আমি মায়া করি না এত.. =p~ আর সেলফিস বলে কাউকে দেই না.. পুরনো হলেও দেই না.. সেখানেই মায়াটা কাজ করে হালকা :(

এক্কেবারে আমার কথা।

তবে ভাই,পৃথিবীর ১ নম্বর বিজনেস হল টেকি বিজনেস। ভালোর কোন শেষ নাই। আসতেই থাকবে, আসতেই থাকবে।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

রিফাত হোসেন বলেছেন: +++++++++++++++++++++++++

মনে ধরছে...


এক্কেবারে আমার কথা।

তবে ভাই,পৃথিবীর ১ নম্বর বিজনেস হল টেকি বিজনেস। ভালোর কোন শেষ নাই। আসতেই থাকবে, আসতেই থাকবে।

80 thousand Taka jola falaisi ai nokia 96n kina ja aj kau monao rakhe na !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.