![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কপালটাই খারাপ. এতটি কার্ড নিয়া ঘুরি এইটার মধ্যে ২টা চলত, কয়েক মাস আগে একটা ইন্তেকাল করছে ঘষাঘষি শিলা কা জওয়ানী স্টাইলে, আজ আরেকটা গেছে । কয় মেশিন আমায় ,, তোমার কার্ড ইন্তেকাল ফরমাইয়াছে । দিলাম ২ কোম্পানীর দুই দিক দিয়া ফোন । কয় তুমি নগদ ফ্যাক্স কর । .. দিলাম আজ ফ্যাক্স ত্যাক্ত বিরক্ত হয়ে । তাও যদি ঢুকত......
আর পুরনো একটা এক্টিভেট করতে গেলাম নিজেই ব্যাংকে,, কয় আরেক ব্রাঞ্চ এ প্রি অর্ডার করা আছে .... :-& আমি কইলাম কবে করলাম , কে দিল !
কয় ঐটার ভেলিড আর নাই সেটা তারা জানতে পারছে সিস্টেমে পাঠাইয়া দিছে কিন্তু আমার বাসার এড্রেস এ না পাওয়ায় বেক করছে .......
মেজাজ গরম হইল আরও পুরনো ব্রাঞ্চ অনেক দূরে.... সেইখানে যাইতে হবে । আজ না হয় কাল যাব ।
আর এই দিকে ফাইনান্স মিনিস্ট্রি থেকে আরেকটা চিঠি আসছে ..... মাথা ঘুরতাছে . কো কমেন্ট....যারা পোহাইছে তারাই বুঝিবে .. বুঝাইয়া বলিতে পারিব না ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
রিফাত হোসেন বলেছেন: আর কিসের ব্যাংকের কার্ড
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
মাক্স বলেছেন: কিয়ের কার্ড??
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
রিফাত হোসেন বলেছেন: একটা হইলেই হইল.... আমি হইলাম আকাইম্মা , একটা জিনিস গুছিয়ে রাখতে পারি না ।
আমারে কে যে শাদী করবে !
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কার্ড কি দুনিয়ায় একটা? কিসের কার্ড?