নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

গান শিখুম X(

১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

ভাতিজীর লগে ঝগড়া লাগছি , সে তো মোরে গিটার বাজানো শিখাবে না । :(



যখন দীর্ঘ মাস কয়েকের পাম পট্টিতে কাজ লাগে নাই, মাঝে ছোটটা বলে সে ব্যবস্থা করবে বিনিময়ে এন্ড্রু পেডটা চামে বাগাইতে চায় । X((



আমি তো সাধের পিচ্চি গেমিং কনসোলটা দিমু না । সারাদিন কাজ পরে রাতে পড়ে টুড়ে একটু গেমাই এখন এইটা হাত ছাড়া হইলে কি হবে আমার । :(



আর ছুটির ৩ টা দিন গেল । (আমি লই নাই, জোর কইরা দিছে)

একটা দিনও গিটারাইতে পারলাম না । ভাতিজীরা ফোন করলেও ধরবে তো না, উল্টা ভাব ধরবে , জানি সে জানে কেন আমি ফোন দিব !



তাকে চ্যালেঞ্জ দিলাম, সে গিটারিস্ট হইলেও ভাল গায়িকা না । পুরাই ফাটা বাশঁ ;)



আমি গান শিখুমই শিখুম ।



হাই আজ থেকে আমার পেড হইবে গেইম কনসোল বরং বাদ্য যন্ত্রও ;)



এখন পদ্ধতি হইল শিখুম কেম্বায় ?



ছোট্টকালে বইনে ট্রায় দিছিল হারমোনি দিয়া আমারে কিন্তু পরের দিনই .... হারমুনি থুইয়া দৌড়ায় খেলার মাঠে ! :((





আহা একটু যদি বুঝতাম ! :( গান শিখলে কত দাম! হাহাহাহাহাহ :)

অন্তত ভাতিজীরে সাইজাইতে পারতাম । :)



অনলাইনে বাংলায় গান শিখার কোন ওয়েব সাইট আছে ?



পাইলাম না তো । তবে বাসায় বোনের গান শিখান নোটের বই ছিল ।



আর যা হাতে আছে তা জার্মান বা ইংরেজী ধাচে শিখার ওয়েব সাইট । এইগুলি দিয়া কি বাংলায় গান গাওয়া যাবে ?



আমার দৌড় আ এ ই ও উ পর্যন্ত :)



মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

ফ্রিঞ্জ বলেছেন: বাংলা ভাষারে তো পুরা ভচকায়া দিসেন!

১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৮

রিফাত হোসেন বলেছেন: Lon tab thaika liklam' apnar dinkana valo jaibe, :-)

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

রেজিস্টার বলেছেন: ইউটিউবে প্রচুর টিউটরিয়াল আছে

১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৮

রিফাত হোসেন বলেছেন: Anita koiai apni khalash !

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

জীবন্মৃত০১ বলেছেন: শিখেন। জাতির একজন গায়ক বাড়বো।

১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৯

রিফাত হোসেন বলেছেন: Hehehe moja Lyon , valo

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

আমি স্বার্থপর বলেছেন: ক্লোজআপ দিয়া দাঁত মাজেন, গান শিখে যাবেন। ;) ;)

১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৯

রিফাত হোসেন বলেছেন: Apnio KI

৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাঁশে তেল মাখানোর দরকার কি ? না না গীটার শিখার দরকার কি ?? =p~ =p~

১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৯

রিফাত হোসেন বলেছেন: Hehehehehehehehe =p~

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

ইখতামিন বলেছেন:
আপডেটঃ আসিফ মহিউদ্দীন এখন আশঙ্কামুক্ত
এক পলকে ব্লগার আসিফ মহিউদ্দীন
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
আসিফ! তুমি মৃত্যুঞ্জয়ী। তুমি অতিদ্রুত সুস্থ হয়ে ফিরে এসো। এই কামনায় আমি - ইখতামিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.