নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

কত আশা ছিল মনে :( সবই চুরমার :((

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

ালার বুইড়া আর রেসিস্টদের পিডাইবার মুঞ্চায় X(



আমি তো গুনগুনাইতে কলিগরে সুধাই, এই বোধ হয় জনমের বাইচ্চা গেলাম ;)



সে কয় পত্রিকা পড়েছ ! ?

জবাবে না বলি । যেহেতু ফলাফল আসে নাই, আসলেও কি না আসলেও কি চারিদিকে হই হই রই রই ।



professional army আসিবে । ;) স্বানন্দে মন যখন চাইবে এপ্লাইব বেতন হইবে বিডি গ্যংস্টার টাইপের মানে বিডি আর্মির মত জশিলা সেলারী ও সুবিধা সহ । এর অসুবিধাও আছে সরকারের জন্য, নতুন নতুন আধুনিক অস্ত্র ক্রয় করতে বাধ্য থাকত সরকার ।



কিন্তু হায় , ভাগ্যের কি পরিণতি প্রায় ৬০% ভোট পাইয়অ compulsory military service জয় গান করিতেছে । আমার কত সখ ছিল কাম কাজ করিয়া একটা বাড়ির ফ্ল্যাট এর মালিক হইব, কিন্তু আমার কাম কাজ + পড়াশুনার ১২ টা বাজাইয়া দিতে এই সিস্টেম । কারন একখানই কাজ করাবে বেশী মানে ট্রেনিং এ রাখবে বিনিময়ে কাজ উসুল করলেও নামকে ওয়াস্তে সেলামী দিবে :(



যদিও এর + পয়েন্ট আছে কিন্ত এর থাকে বর্তমান বিশ্বের প্রচলিত প্রশেনাল আর্মি এক যুগ উপযোগী কিন্তু এই আহাম্মাক বুইড়া ভামদের বুঝাইবে কে ?



না আমি রেসপেক্ট দেখাতে পারছি না , কারন অধিকাংশই গোড়া দেশপ্রেমিক ।



compulsory military service যদি বন্ধ হত তাহলে ০.৬৪% অর্থনৈতিক প্রবৃদ্ধি হত । অনেক সরকারী অর্থ বাচত ।



আর বেআক্কেল কতক মহিলাও প্রায় ৫০% হুদাই ভোট দিল । আরে বাবা যেটা ভাল সেটাই দরকার ছিল । তারা নিজেরা তো আর্মিতে যোগদান করবে না আবার উল্টা পাল্টা ভোটাবে ।



মেজাজটা পুরাই বিলা ।



আমার টোটাল ভবিষ্যত প্ল্যান কয়েক বছর পিছিয়ে দিল এই পরাজয় ।



ফেইসবুক, ইউটিউব পত্রিকা, পোস্টার , লিফলেট, জনমত জরিপ যেখানে সব কিছুতে প্রফেশনাল আর্মির জয়গান সেখানে কেন আজাইরা ভেয়ারফ্লিখ্ত আসিল বুঝলাম না ।



ভোট চুরি হইছে বলব না । তবে আমার অনেক বড় ক্ষতি হয়েছে ।



৭০% ইয়ং পুলাপান বা সামর্থবান মানুষ প্রফেশনাল এর স্পষ্ঠ পক্ষে ছিল ।



ভেয়ারফ্লিখ্ত এ আমার কোন সমস্যা নাই । কিন্তু তাদের উন্নত সার্ভিস দিতে গিয়ে বেলহনুংটা কমিয়ে দেয় । :(

এইটাইতে পেচ খেয়ে যায় ।



২০১৩ এর মার্চে আরেকটা national survey আছে, যামুই না, ধুত্তুরী, যতই হোক ১ মিনিটের ভোট । X((

লেটার আসুক, পোস্ট ম্যানের সামনে ছিড়িয়া পুড়াইয়া হাতে ধরাইয়া দিব ।

মেজাজ বহুত বিলা । :(











ফলাফল :



জয়: আবশ্যিক বিশেষ সেনা ও স্বেচ্ছাসেবক ট্রেনিং এবং পেশাদার সেনাবাহিনী বন্ধ ৫৯.৮%

পরাজয়: নতুন ও অত্যাধুনিক পেশাদার সেনাবাহিনী ৪০.২%



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

রিফাত হোসেন বলেছেন: মেজাজ এতটাই হট যে বুঝানোর জ্ঞানটা প্রায় লোপ পেয়েছে ।

এটা একটা নেশনাল সার্ভে ছিল ...

জয়: আবশ্যিক বিশেষ সেনা ও স্বেচ্ছাসেবক ট্রেনিং এবং পেশাদার সেনাবাহিনী বন্ধ ৫৯.৮%
পরাজয়: নতুন ও অত্যাধুনিক পেশাদার সেনাবাহিনী ৪০.২%

বিস্তারিত http://en.wikipedia.org/wiki/Military_service


আমি পরাজিত কান্ডারীর পক্ষে ছিলাম , এইটাই । বুঝাতে পেরেছি কি ?

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

ইখতামিন বলেছেন: উকিল তো তাই

আপনার ব্যথায় আমিও ব্যথিত. :( :(

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

রিফাত হোসেন বলেছেন: :(

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

আবু সালেহ বলেছেন: :-/ :-/ :-/ :-/ :-/

৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০

রিফাত হোসেন বলেছেন: মজা লইয়েন না, পেয়ারায় আছি । যে কোন সময় ডাক পড়িতে পারে দেশের তরে :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.