নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

সুইজারল্যান্ড থেকে কোন ব্লগার থাকলে একটু জানান দেন

২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৬

:) শুধুমাত্র শভাইতস এ বসবাসরত বাঙ্গালীর আওয়াজ আশা করছি, বাকিরা না বুঝলেও চলবে ।



সেখানকের অবস্থান ও পরিবেশ তথা অর্থনৈতিক ও সামাজিক বর্তমান পরিস্থিতি জানতে চাচ্ছি ।

Gastronomiebereich এ জব অথবা Pflegeheim এর জব এর কি অবস্থা ?

নূনতম সেলারী কত হতে পারে ?





দুইটার একটার উপর বাড়তি পড়াশুনা করব চিন্তা করতেছি । :)



নূন্যতম দুইটা খাতে সেলারী কত হতে পারে ?



গুগলে শোভাইতস তেমন স্ট্রং দেখছি না ।



সবাই বলছে সেখানে অনেক খরচ ...



মেকিতে মোনাটলিখ ৩৮০০ ফ্রা পাওয়া গেলে তাতে কি চলবে কি ?



এক রুমের মাসিক ভাড়া ব্রুটো কত হতেপারে (সব ইনক্লুসিভ+গাস +স্ট্রম .... ব্লা ব্লা ব্লা)



Zürich আমার টার্গেট । সবই তো শহরেই থাকতেই চায় । :) তাই না ! Zürich জব বা বাসা খুবই কষ্ট বা খরুচে বেশী ?



একজনের খাবার খরচ আসতে পারে ? কত ফ্রা আনুমানিক ?



অয়বুর্গারদের কি আলাদা কোন ফেসেলিটি আছে বাকি সব আউসলেন্ডার থেকে ? যদিও অয়রো জোনের মধ্যে স্শভাইত্স পরে না । :(





চিন্তা করছি ম্যাক পাসটা কাজে লাগাবে শোভাইত্স এ যদি ইনফোগুলি অনুকূলে হয় :) , কারন অয়রোজোনের মধ্যে না পরলেও ম্যাকিতো আছে ;)



আরেকটা প্রবলেম আছে আমি গাড়ি চালাতে ভয় পাই তাই ফুঐহরারশাইনটা করা হল না । তাই দূরে দূরে বাসা নিয়ে সম্ভব না গাড়ি না থাকলে । পাবলিক ট্রান্সপোর্ট এর কি অবস্থা ?

লন্ডন বা ভিইন কে কি তারা বিট করে ?





ধন্যবাদ অগ্রীম ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৩

রিফাত হোসেন বলেছেন: আরেকটা বিষয়, ডাক্তার দেখানোর জন্য বীমা বা ক্রাঙ্কেনফেয়ারসিখারুং ফার্ম বহন করবে কি না ?
আর বেকারভাতা কেটে রাখবে কিনা ?

আর অবসর ভাতা কেটে রাখবে কিনা ?

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

ইখতামিন বলেছেন: আপনি আমার এতো খবর রাখেন? ;) B-)) :P

হুমম. কোনও এক সময় করতাম. এখন আর করি না। :( :(
একটু প্রবলেম আছে. ব্যস্ততাও রয়েছে কিছু।
সর্বশেষ টুইট করেছি এই মাসের ৯ তারিখ বিকেল ৪:১০ টায়।

its so sad... sometimes i feel communication is the problem not the solution.... anyway onward we march to İgnorance is Bliss... ha ha.

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

আবু সালেহ বলেছেন: কত কি করে রে..... :P :P :P

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

রিফাত হোসেন বলেছেন: Seriously কইলাম আর করেন. মজা!

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

ইখতামিন বলেছেন: কেমন আছেন?

মজা নয়. সত্যিই জিজ্ঞেস করছি

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

রিফাত হোসেন বলেছেন: Valo thn x


Tab Thaka

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

বোকামন বলেছেন: সুইজারল্যান্ড যাইতাম মন চায় /:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

রিফাত হোসেন বলেছেন: হুম .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.