নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

হাসতে হাসতে পগার পার :)

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:০৪

ওয়েছ খছরু, সিলেট থেকে: বিমানবালাকে জাপটে ধরেছিলেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। একবার নয় বার বার তিনি তাকে ধরার চেষ্টা করেন। এ সময় মাতাল ছিলেন নোলক বাবু। সঙ্গে থাকা তার বন্ধুটিও ছিল মাতাল। দু’জনই বার বার বিমানবালার সঙ্গে অশোভন আচরণ করেন। এসময় বিমান আকাশে উড়ছিল। ঘণ্টাখানেক আগে বিমানটি হিথ্রো থেকে উড়েছে। আসছে সিলেটে। নোলক বাবুর এ অশোভন আচরণে এক পর্যায়ে ক্ষেপে ওঠেন যাত্রীরা। প্রতিবাদও করেন তারা। বাংলাদেশ বিমানের লন্ডন-সিলেট রুটে এ ঘটনা ঘটে। ওই বিমানে আসা যাত্রীরা নোলক বাবুর এরকম ঘটনার কথা বিমানবন্দরে নেমেই উপস্থিত সাংবাদিকদের কাছে জানান। তারা আরও জানান, নোলক বাবুর এ রকম আচরণে বিমানে পরিবার পরিজন নিয়ে থাকা যাত্রীরা বিব্রতবোধ করেন। এ সময় অনেকেই ক্ষুব্ধ হয়ে তাদের মারধর করতে যান। এ সময় নোলক বাবু পাল্টা যাত্রীদের ওপর হামলার চেষ্টা করেন। এ কারণে আকাশে উড়ন্ত বিমানের ভেতরে অস্বস্তিকর অবস্থায় ছিলেন যাত্রীরা। বুধবার বিকালে হিথ্রো বিমানবন্দর থেকে ৩৫০ যাত্রী নিয়ে আকাশে উড়ে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। ওই বিমানের মধ্যে বেশির ভাগ যাত্রী ছিলেন সিলেটের। এর মধ্যে কিছু সংখ্যক যাত্রী ছিলেন ঢাকারও। বিমানটি লন্ডন-সিলেট সরাসরি রুটের হওয়ায় বিমানটির গন্তব্য ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীরা জানান, নির্ধারিত সিডিউল অনুযায়ী বিমানটি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এ সময় বিমানের ভেতরে যাত্রী হিসেবে ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু ও তার সিলেটি বন্ধু আহমদ। বিমান ওড়ার পর তারা অতিরিক্ত মদ পান করে মাতাল হয়ে পড়েন। এ সময় তারা অসংলগ্ন আচরণ শুরু করেন। এক পর্যায়ে নোলক বাবু এক বিমানবালাকে জাপটে ধরেন। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে রক্ষা পান বিমানবালা। এ ঘটনার কিছুক্ষণ পর আবার ওই বিমানবালাকে জাপটে ধরার চেষ্টা চালান তারা। এর আগে বিমানে থাকা কয়েকজন তরুণী যাত্রীর সঙ্গে অশোভন আচরণ করা হয়। নোলক বাবু ও তার বন্ধু আহমদের আচরণে চরম ক্ষুব্ধ হন যাত্রীরা। তারা এ ঘটনার প্রথমে মৌখিক প্রতিবাদ করেন। এক পর্যায়ে নোলক বাবুর আচরণ সীমা ছাড়িয়ে গেলে যাত্রীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। মারধর করে এক পক্ষ অপর পক্ষকে। এ কারণে কয়েক ঘণ্টা বিমানের ভেতরেই উত্তেজনা বিরাজ করে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর বিমানের পাইলট বন্ধু সহ নোলক বাবুকে বিমান থেকে নামিয়ে নিয়ে আসেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষের কাছে তাদের সমঝে দিয়ে বিমান নিয়ে ঢাকায় চলে যান। তবে বিমান থেকে নামার পর লন্ডনপ্রবাসী যাত্রীরা নোলক বাবুর আচরণে ক্ষোভ প্রকাশ করেন। এসময় বিমানবন্দরেও যাত্রীদের সঙ্গে নোলক বাবু ও তার বন্ধুর হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে, বিমানবন্দর এলাকা ত্যাগ করার সময় যাত্রীরা নোলক বাবুর আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, তার আচরণের কারণে উদ্বেগ ও আতঙ্কের মধ্য দিয়ে জার্নি করতে হয়েছে। এতে বেশ আতঙ্কিত ছিলেন মহিলা, শিশু ও বৃদ্ধরা। তবে বিমান কর্তৃপক্ষের কারণে ভালয় ভালয় যাত্রীরা এসে পৌঁছতে পেরেছেন বলে জানান তারা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, সকালে নোলক বাবু ও তার বন্ধুকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বিমান কর্তৃপক্ষের অভিযোগের কারণে তাদের বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার মো. আক্তারুজ্জামান জানান, বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নোলক বাবু ও তার বন্ধুকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। সিলেট ওসমানী বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বশির উদ্দিন জানিয়েছেন, নোলক বাবুকে গ্রেপ্তারের পর বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়েছে - See more at: Click This Link



--------

মানব জমিন থেকে পেলাম । আমি নিজের চোখে বিমান যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত বিদেশী বিমান সংস্থার বিমানে বাঙালী যাত্রীদের দাড়িয়ে গল্প + সিট থেকে উঠে কয়েকজন মিলে চা সহ, ফোনালাপ করতে দেখেছি । ব্যাপারটা কেমন যেন ঠেকছিল ! :(



এইবার এই খবর ১৬ কলা পূর্ন করল আর কি । :)



আমি বৈমান ভ্রমনে গেমস আর মুভি দেখে টাইম পার করে দেই । :)

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:০৮

উদাসী স্বপ্ন বলেছেন: বাঙ্গালীর বদনামের আরও একটা জিনিস যুক্ত হইলো। ধর্ষনের কালচার এরা বাইরেও রপ্তানী করতে চাইছে!

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:১৯

রিফাত হোসেন বলেছেন: সাহেব ,, বিমান অবতরন আর উড়ার সময়েও যদি এমন স্ট্যান্ডিং পজিশনটা কেমন লাগে ? বলেন তো ! /:)

২| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:১৫

আদম_ বলেছেন: পাবলিক বাসে উঠতে উঠতে অভ্যাস খারাপ হয়ে গেছে তো তাই...........

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:১৯

রিফাত হোসেন বলেছেন: তা আর বলতে হেহেহেহ :)

৩| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:২২

উদাসী স্বপ্ন বলেছেন: লেখক বলেছেন: সাহেব ,, বিমান অবতরন আর উড়ার সময়েও যদি এমন স্ট্যান্ডিং পজিশনটা কেমন লাগে ? বলেন তো !


বাঙ্গালীর টাল হইতে মদ লাগে না, মাইয়া মানুষ দেখলেই হয়। কপাল ভালো খাড়ায় ছিলো, দরজা খুইলা যে বডিতে থাপড়া দিয়া যে কয় না যে "ওস্তাদ ডাইনে প্লাস্টিক" এইটাইতো অনেক!

২১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২০

রিফাত হোসেন বলেছেন: হাহাহা

৪| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:২৩

ুুপাংশুল বলেছেন: ওদের মধ্যে মানুষের ন্যুনতম গুনটুকু নেই,ওদের স্হান হওয়া উচিত গরু-ছাগলের খোয়ারে,বিমানে নয়।

বিমানে এমন একজনও ছিল না যিনি ওদের ফুটবলে লাথ্থি দিয়া ঘুম পাড়ায়া দেবার মত?

২১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২০

রিফাত হোসেন বলেছেন: যা বলেছেন :)

৫| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:২৯

পথহারা সৈকত বলেছেন: ুুপাংশুল বলেছেন: ওদের মধ্যে মানুষের ন্যুনতম গুনটুকু নেই,ওদের স্হান হওয়া উচিত গরু-ছাগলের খোয়ারে,বিমানে নয়।

বিমানে এমন একজনও ছিল না যিনি ওদের ফুটবলে লাথ্থি দিয়া ঘুম পাড়ায়া দেবার মত? :P :P :P

২১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২০

রিফাত হোসেন বলেছেন: হেহেহেহহে

৬| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

ইখতামিন বলেছেন:

২১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২০

রিফাত হোসেন বলেছেন: !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.