নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ইয়াহু আইডিটার লিস্টি অনেক বড়...
পুরান তাই । কিন্তু অত মানুষ লগইন থাকে না । ২ কি ১ জন অনলাইনে থাকে । আর সবার সাথে কথাও হয় না । হয়ত আমি নক করি না বা তারা ব্যস্ত থাকে ।
তবে মূল কথা এইটা না ।
মাঝে মাঝে এরকম হয় না. মাস ২ এক বা দীর্ঘদিন বা হঠাত হঠাত এই রকম ভাবের উদয় হয় !
তখন হয়ত বাবা মার সাথে কথা বলি, একসময় বোনের সাথে বলতাম কিন্তু আমার আর তার মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে । হুম, অনেক কিছুই আছে সৃষ্টি করার মত অর্থকড়ি, সম্পত্তি, পরিবার স্বামী-বাচ্চা-সংসার, নিজস্ব জগত, দূরত্ব ইত্যাদি ব্লা ব্লা । কিন্তু হয় কথা হয়, তবে পিচ্চি কালের মত নয় । কারন তার ভাবনা মূলত তার নিজের একান্ত পরিবারকে নিয়ে । .... তাকে নিয়ে আর কথা বাড়ালাম না ।
মাঝে মাঝে পুরান বন্ধুদের সাথে কথা হয়, তারাও ব্যস্ত , কেউ পড়াশুনা, কেউ ব্যবসা বা পরিবার পরিজন নিয়ে । সবাই নিজস্ব গন্ডি রচনা করেছে, হয়ত এখন আমার পালা ।
ফোনালাম এর পাশাপাশি কবিতার ব্লগ পড়া, বুঝার চেষ্টা করি, কেন জানি কবিতা পড়লেও মাথায় ঢুকে না । কবিতা বুঝার ফাংশনটা হয়ত আমার নাই ।
মন একা একা হলে চ্যাটরুমে ঘুরে বেড়াই । এইটা আরেকটা ব্যারাম । বাংলা চ্যাট রুমে চ্যাটের ইংরেজিই চলে , এইটা খুবই হাসির উদ্রেক হয় আর কি । সদূর বাংলা থেকেও প্রশ্ন আসে , ডুড হোয়াটস আপ,,, আমি বলি , আলেস গুতে এরপরেই কেটে পড়ি । ডিজুস এর সাথে হিটলারী কায়দাই ভাল ।
তবে মাঝে মাঝে চিন্তা খুবই ডিপ যায় যে, ঘুমাতে কষ্ট হয়, যদিও ক্লান্ত হলে আমি এমনিতেই ঘুম যাই । আমার তেমন বদ অভ্যাস নাই চা-কফির বা চিক-সিগার বা এ্যালকোহোলিকার বা চিকস এর অভ্যাস নাই দেখে । ঘুম এ তেমন বিশৃঙ্খলা হয় না । কিন্তু মাস কয়েক পরে হয় ।
মাঝে মাঝে আশা করি অনেক কিন্তু নিরাশার বৃষ্টিই হয় বেশী
কল্পনার কেশরাজি হানা দেয়, মুগ্ধ করে মন । কিন্তু বাস্তব বহুদূর । মাঝে মাঝে চিন্তা করি, আমি কি সাধারনের মত থাকতে পারতাম না, এত অসাধারন হওয়ার দরকার ছিল কি ?
এই লাইফ বা জীবনটা হওয়া দরকার ছিল যাদের দরকার তাদের, আমার অতীতের সাথীরা এই জীবনটা পেলে উপকৃত হত না বরং আরও খুশী হত, তাদের জন্যই এটা । আমি হয়ত ভুলে এই সুশৃঙ্খল জঙ্গলে এসে পড়েছি । নিয়তির ভুল বললে আরও বড় ভুলই হবে, সেটাও জানি । কারন বিধাতা চেয়েছেন তাই হয়েছে । কিন্তু আর সবার মত নিজেকে মোড়া ঘোরাতে পারছি না, তাদের শ্রোতে মিশতে পারছি না ।
নিজের শিক্ষাই নিজেকে বাধা দিচ্ছে ।
স্রোতের সাথে গা ভাসানী কি ঠিক কিনা জানি না, অনেকে এই ভাসানোর মধ্যেও ঠিক রেখেছে দিক ।
এক সময় প্রয়োজন ফুরিয়েছে সাধারন সংসার শুরু করেছে । কিন্তু আমার নীতিবোধই কেন জানি বার বার এই শৃঙ্খল রাজ্যের উশৃঙ্খল পটভূমি থেকে দূরে রাখছে । কিন্তু এর আভা পাচ্ছি যা আমাকে টানছে ।
আসলেই নফসের বিরুদ্দে লড়াই করা খুবই কঠিন কাজ ।
আর একে কাউন্টার করাও সম্ভব না, কারন আমার সাথে কারউ মিলে না । কেউ যদি বলে উত্তর আমি বলি হইছে, দক্ষিনই ভাল
কেউ এর বাহিরে না, পরিবারও নতুন কারও সাথে সম্পর্কের জের ধরলে ১০০ ভাগ বংশ পরিচয়, বাবা মা কি করে, হেন তেন, সচ্ছলতা কি রকম, সামাজিকতা বা বর্তমান স্ট্যাটাস কি , কতদূর দৌড়.. হেনতেন.. কেউ উত্তম রূহ এর পিছে ছুটে না । আমিও ছুটি না কিন্তু জিনিসটা বুঝি হয়ত আমল করতে পারি না । চেষ্টা করি নিজেকে নয়ট্রাল রাখতে , কিন্তু আজকালকার নয়ট্রালিঠেট আর নাই । কেউ না কেউ পক্ষপাত দুষ্ট ।
আমি ছোট থাকতে পরিবারের সবাইকে ১০০ভাগ কারেক্ট বা সঠিক মনে করতাম + শিক্ষক সবাইকেই , সহপাঠীদের ব্যতীরেখে , কারন তারা যাঊরা ছিল ।
কিন্তু ধীরে ধীরে বুঝলাম মানুষ ভুলও করে, আর ভাল করেই করতে পারে, সে যে কেউ হোক । আর তার চিন্তা চেতনা এক হবে না । মনের মিল হবে না । কিন্তু আল্লাহ মালুম, কেমনে কেমনে যেন আমার বাবা মা দুই কলসির বেজে সারা জীবন সংসার করে যাচ্ছেন তেমনি শতকোটি মানুষ এই বন্ধনে আবদ্ধ হয়েছে এই অমিলকেই ধরে রেখে !
মাঝে মাঝে আজিব লাগে ।
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩০
রিফাত হোসেন বলেছেন: হাহাহ, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, অথীনীতি, ক্যাচাল, গ্রুপ, টেকী নিয়ে তো করি নাই,........... মনের জানালা খুলে দিয়েছি, কিন্তু এই খোলা মনের জন্য কেউ বসে নাই, সবার দরকার কৃত্তিমতা, গদ্য পদ্য , ভুগি চুগি.. সেটা আমি ভাল পারি না । গদ্য বুঝলেও পদ্য মাথায়ই ঢুকে না । সুতরাং এই পোষ্ট পড়ার তেমন গুরত্ব বহনও করে না ।
২| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৮
কস্কি বলেছেন: মাঝে মাঝে আজিব লাগে ............... আসলেই.!
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৮
রিফাত হোসেন বলেছেন: হুম
৩| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪১
এম হুসাইন বলেছেন: আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিছুটা হলেও।
কিছু বলার মতো খুজে পাচ্ছি না, তবে একা থাকবেন না, তাহলে আরও বেশি খারাপ লাগবে। এই রকম অনেক অনেক সময়, এক একটা কষ্টের আর নিঃসঙ্গতার দিবস রজনি আমিও এক সময় পার করেছি, পরে দেখি পেছন ফিরে কিছু নাই, সব ফাকি, ভুয়া, মিথ্যে, অলিক।
নিজেকে কাজে ব্যস্থ রাখুন, বন্ধুদের সাতে আড্ডা দিন, বাইরে যান, সব ছেয়ে ভালো থাকবেন আশা করি। গান শুনুন, প্রেমের বা বিরহের নয়- প্রিয় সঞ্জীব দা'র গান শুনুন, জীবন সম্পর্কে অন্য রকম ধারনা পাবেন।
হাশি খুশি থাকার চেষ্টা করুন।
অনেক অনেক শুভকামনা করি আপনার জন্যে।
ভালো থাকবেন আশা করি।
--------------------------------------------------
কালো চশমা রাতকানা,
অন্ধের ঘরে দুখের হানা,
শুধু কষ্টেরই উৎপাত;
খুলা চোখে মরন হাঁসে,
লাশ কাটা ঘর রক্তে ভাষে,
চোখে অসুখের উল্লাস......
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৯
রিফাত হোসেন বলেছেন: পরে দেখি পেছন ফিরে কিছু নাই, সব ফাকি, ভুয়া, মিথ্যে, অলিক।
৪| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯
কামরুল ইসলাম (সুমন) বলেছেন:
১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
রিফাত হোসেন বলেছেন: চিল চিল চিল
৫| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭
শের শায়রী বলেছেন: আরে ভাই এই তো ভাল নিজের মধ্যে নিজেকে পাওয়া। আপনি তো সৌভাগ্যবান ভাই, নির্জনতার আনন্দ উপভোগ করেন।
প্রায় সময় ই আমার ফোন অফ করে বের হয়ে যাই কাউকে কিছু না জানিয়ে কিছুক্ষনের জন্য হারিয়ে যাই বেশ লাগে।
ভাল থাকুন ভাই
১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৬
রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ
৬| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০১
গেমার বয় বলেছেন: একই অবস্থা হইছে আমারও !!!
বাই দা ওয়ে এখন ৮০০+ !!!
১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৭
রিফাত হোসেন বলেছেন: 1000o
৭| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শের শায়রী বলেছেন: আরে ভাই এই তো ভাল নিজের মধ্যে নিজেকে পাওয়া। আপনি তো সৌভাগ্যবান ভাই, নির্জনতার আনন্দ উপভোগ করেন।
প্রায় সময় ই আমার ফোন অফ করে বের হয়ে যাই কাউকে কিছু না জানিয়ে কিছুক্ষনের জন্য হারিয়ে যাই বেশ লাগে।
ভাল থাকুন ভা
১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৮
রিফাত হোসেন বলেছেন: হুম হাওয়া হলে , , ,
৮| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩
বিষণ্ণ বালক বলেছেন: আমার মত রোবট হয়ে যান। মনকে বোঝান - "পৃথিবীতে এসেছি একা, থাকবও একা। তারপর টুপ করে একদিন চলে যাব, সেও একা"
ব্ল্যাকের "তুমি একা" গানটা শুনতে পারেন।
১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৯
রিফাত হোসেন বলেছেন: কাজে আপ্নার মতই কিন্তু অবসরি আমাকে জেকে বসে, পড়া, ব্যায়াম ,মুভি,গেমস নিয়ে থাকার পরেও শুন্যতা গ্রাস করে
৯| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
এ্যাপোলো৯০ বলেছেন: আমারতো সবসময়ই একা আর নি:সঙ্গ লাগে। আমি কি করব?
১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২
রিফাত হোসেন বলেছেন: আপনার চেহারা তুর্কি ভাবীর সাথে মিল আছে, ভাবী বাঙালী ভাই এর সাথে বিবাহ করেছে । তবে উনি কিছুটা মোটা।
১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১১
রিফাত হোসেন বলেছেন: লল কি আর করবেন, সাথী খুজে নেন, আশা করি আপ্নার জগত আমার থেকে অনেক উঁচু তে,
১০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
এ্যাপোলো৯০ বলেছেন: তুর্কি ভাবি কে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
সাথী নাই। আর সাথী খোজা আমার দ্বারা হবে না। আমি মাটির মানুষ, মাটিরও নিচে থাকি।জানিনা আপ্নার চেয়ে সেটা উচু নাকি নিচু
১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৯
রিফাত হোসেন বলেছেন: তুর্কি ভাবী হল. একজন আমার পরিচিত বাঙালি কলিগ ছিল যিনি এক তুর্কি কন্যার প্রেমে পড়েন. ধীরে ধীরে কয়েক বছর গভীরতায় প্রথমে ঘরোয়া পরে আনুষ্ঠানিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন ।
মুসলিম হলেও বর্তমান অস্ট্রিয়ান তুর্কীরা তেমন বিয়ে শাদী করে না । কিন্তু ভাবী খুব পছন্দ করতেন বিধায় তার কথায় না করতে পারেন নাই । তাদের একটি সন্তান হয়েছে ।
প্রবলেম হল তুর্কি বাংলা , জার্মান ৩ ভাষার জগা খিচুড়ি সে বলে
ভাবী বলতে না পারলেও কিছুটা বুঝেন ।
১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২৭
রিফাত হোসেন বলেছেন: আশা করি হয়ে যাবে ।
তবে এইটার মাজেজা বুঝতে পারলাম না ! Click This Link আমার জ্ঞান গর্ভ বলে, মেয়েদের প্রপোজাল এর অভাব হয় না । এমন কোন মেয়ে পেলাম না যাকে জীবনে এর আগে প্রপোজ করে নাই । মানে সবাইকে বুকডই পেলাম
আরেকটা হল Click This Link আপনি কি বিবাহীত ?
আমি আপনার নিকে সত্যিকার অর্থে কবিতা খুজতে ব্লগে গিয়েছিলাম। মেয়ে ব্লগারগন কবিতা খুব লেখে ... বুঝিনা তবে বুঝার চেষ্টা করি । আরও অনেক ছেলে ব্লগার আছে তারাও ধুমছে কবিতা লেখে । কারউ আগা মাথা বুঝি না । আপনার কবিতা যদি বুঝি তার আশাতেই যাওয়া কিন্তু মজার ব্যাপার হল পেলাম না ।
আপনি কি মেডিকেল কলেজ এ পড়াশুনা করেন ? Click This Link দেখে বললাম আর কি ।
আর বাংলাদেশে সাথী নাই মানতে পারলাম না, কারউ না কারউ থাকে আমি ফ্রি কাউকেই পাই না, সবাই মনের মধ্যে অতীতের কাউকে না কাউকে পুষেই রাখে
আপনি হয়ত কাউকে গ্রহন করেন নাই, এটা হতে পারে ।
গান শুনুন ... ভাল থাকুন ।
১১| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫০
এ্যাপোলো৯০ বলেছেন: সকালবেলার প্রথম হাসিটা আপ্নার জন্য দিলাম আপ্নার উত্তর দেখে মজা পেয়েছি
প্রথম প্রশ্নের উত্তরে বলি, আমি একবারো বলিনি যে জীবনে প্রোপোজ পাইনি,আমি বলেছি অনেকদিন প্রোপোজ পাই না
আমি কবিতা পড়ি না, বুঝি না তাই ভালোও লাগে না।আপ্নাকে আশাহত করার জন্য দুঃখিত।
আমি মেডিকেল কলেজে লেখপড়া করি না।
আমি সাথী বলতে ফ্রেন্ড মীন করেছি। আমি কাউকে পুষে রাখিনি কিন্তু ঐ টাইপ সাথী খোজা আমাকে দিয়ে হবে না।
গানতো শুনিই,সারাদিনই শুনি।ইদানিং বাংলা ফোক গান গুলোর প্রতি অসীম ভালোবাসা অনুভ করছি লাইক,,,,,,,,,,, আমার গায়ে যত দুঃখ সয়, সোয়াচান পাখি,আমি অপার হয়ে বসে আছি,কারে দেখাবো মনের দুঃখ,কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু................
আপ্নার শেয়ার করা গান পরে শুনবো
ভালো থাকবেন।
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
রিফাত হোসেন বলেছেন: কৌতূহল মানুষের এক্টা বড় দোষ আর গুণ দুইটা ই
আচ্ছ
প্রোপোজ পেলে কি অনুভূতি হয়? আর কেন ই বা ফিরিয়ে দেন; মোটিভটা কি?
আপনাক খুঁজতে হবে না, আপ্নাকেই খুজে ফিরবে,
প্রথম হাসি যদি সকালে হয় তাহলে শেষ হাসিটা কি বিকালে হয় / lol
১২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১
এ্যাপোলো৯০ বলেছেন: কৌতুহল বেশিরভাগ সময় মনে হয় দোষই হয়।
প্রোপোজ পেতে কার না ভালো লাগে।মজাই লাগে কিন্তু এখন আসলে প্রোপোজের চল উঠে গেছে,আগের মত আর নেই।কেমন জানি ডিজিটাল।সবকিছু ডিজিটাল হলে ভালো লাগে না।
প্রোপোজ ফিরিয়ে দেওয়ার মোটিভ টা হলো যে আমার পক্ষে এধরনের রিলাশন মেইনটেইন করা সম্ভব না,আমি পেইন পেতে তো চাই না....ই দিতেও চাই না। সো ইটজ বেটার টু বি সিঙ্গেল।এছাড়া আমি একটু পাগলি তো,তাই আমাকে টেক কেয়ার করতে পারে বা বুঝতে পারে এমন মানুষ দেখি নাই
আবারো আপ্নার উত্তর টা পড়ে হেসে দিলাম। থ্যাংকয্ এ্যা লট
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
রিফাত হোসেন বলেছেন: পেইন পাওয়ার প্রশ্ন তখনই আসে যখন কোন পক্ষে তা মেইনটেইন করা সম্ভব হয় না । বলা যেতে পারে ১০ থেকে ১৬ পর্যন্ত আনুমানিক বয়সে ভাল বাসায় না জড়ালেই ভাল , কারন স্ট্যাবল থাকবে না ।
পড়াশুনা, পরিবারের অবস্থান বা জায়গা পরিবর্তন একে ভেঙ্গে দেয় সহজেই ।
আমি মনে করি যে মেইনটেইন করতে পারে সে জীবনের শেষ অবধি মেইনটেইন করে যেতে পারবে ।
আর যে পারবে না তার উপর বার বার ঝড় আসবেই , কেমনে আসবে জানি না ।
চোখের সামনে রিলেশন পেপার এ রূপান্তর সামাজিকতা বা বিয়ের পরেও ব্রেক আপ হয়েছে, বাচ্চা আসার পরেও ব্রেক আপ হয়েছে ।
এর আগেও হয়েছে । তাই মানুষের অভিজ্ঞতা আমাকে ভয় জাগিয়ে তুলে আপনার মতনই ।
কিন্তু এটা শিউর হয়েছি সেটা যে কোন ভেঙ্গে যেতে পারে ।
আমি এখন বুঝি মা - বাবা ছাড়া সবচেয়ে আপন কেউ নাই, শত হোক বউ, বাচ্চা বা প্রেমিকা, ভাই বোন । সবই হোয়াক্স এর মত মনে হয় । যদিও এই কথাটা অনেকে মানবে না । কিন্তু এইটাই সত্য ।
১৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
এ্যাপোলো৯০ বলেছেন: আসলেই বাপ মা ছাড়া আর কেউ নাই।যতই রাগ করুক আর গালি দিক, না খেয়ে থাকলে ঠিকই হাতে ধরে খাইয়ে দেয়।আর কাউকে দেখলাম না কখনো খবর নিয়েছে খেলাম কি খেলাম না।
১০-১৬ বয়স পার করেছি অনেকদিন আগে এত পিচ্চি নই আমি
সবাইকে দিয়ে সব কিছু হয় না।আমার দ্বারা সো কলড্ এফেয়ার করা সম্ভব না এনফ্যাক্ট খুব একটা ইচ্ছেও নেই।আমার আসলে অন্যদিকে মন
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩
রিফাত হোসেন বলেছেন: হুম একমত ।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৬
ইখতামিন বলেছেন:
ওই মিয়া, কেউ পড়ে না ক্যা?
১ নম্বরটা দিলাম.