নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

হুম আমি মাদকাসক্ত :|

২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৩

একটা সময় ছিল আমি আসক্ত ছিলাম ।

আমার প্রোগ্রামিং এর ঝোক ছিল... স্কুলের বই পড়া বাদ দিয়ে বড় বড় বই পড়ে জগত উদ্ধার করতে চেয়েছিলাম, পারি নাই ।

আমি প্রে... ......... আসক্ত ছিলাম । কিন্তু পিছর ফিরে তাকাতেই দেখলাম ,,.. হাওয়াই মিলে গিয়েছে সময়, যার কন্ঠ করত পাগল সে .. .. :( আমি আসক্ত ছিলাম প্রতিদিনের কন্ঠে ।

আমি আসক্ত ছিল হার্ডকোর গেইম এর । এতই পাগল যে ক্র্যাক নয় বরং বাজার থেকে অরিজিনাল ভার্সন + অনলাইন ভার্সন কেনার ধুম !

ক্যাবল ধুর......... নাহ এখন থ্রিডি.......... না ব্লুটুথ না ওয়াইফাই ডিভাইস এর কনসোল । /:)

হুম চুলের কালার...... . না বলি ।

এইগুলি অতীত। এই গুলি ছিল আসক্তি ।

এইগুলি ছিল মাদকাতার মত । একদিন মিস হত না এগুলি থেকে ।



এখন আমি আসক্ত সু স্বাস্থ্যের প্রতি । :) আমি আসক্ত এখন গানের প্রতি । আমি আসক্ত পরকালের প্রতি, আমি সদা প্রস্তুত মৃত্যুর জন্য , ব্যস এতটুকুই দাবী মহান সৃষ্টিকর্তার কাছে মৃত্যুটা যেন বৃথা না যায় , কারউ উপকারে যেন আসতে পারি শেষ নিশ্বাস এর আগে । গান এখানে কন্ট্রা অবস্থান করলেও , কেন জানি এটা আমাকে এক্সট্রা বুস্ট দেয় ! হতে পারে শয়তানের হাতছানি । =p~ কিন্তু এতে আমি কাজে লাগাই ভাইটাল পাওয়ার হিসেবে । আমি আসক্ত পৃথিবী ব্যাপী ভাষার প্রতি । আমি যদি রবোটের মত সব ভাষা মুখস্ত রাখতে পারতাম অনেক খুশি হতাম । :) আমি আসক্ত শরীরের প্রতি অঙ্গের সঠিক কাঠামো নিয়ে । ;)

আমি আসক্ত পড়াশুনা নিয়ে, অবশ্যই মানুষ করে থাকে পার্ট টাইম জব , আমি করি পার্ট টাইম স্টাডি , মানুষ করে থাকে স্টাডিকে কাজে লাগায় উন্নতির চাবি কাঠিতে রূপান্তরে কিন্তু আমি লাগাই জ্ঞান আহরনে । :)

আমার পরিবার বাবা মা ভাই বোন এতে নাখোশ । :(



আমি বুঝি । কিন্তু আমার পিপাসা যে পয়সার জন্য না । :) কুড়েঁ ঘরে থাকতে পারবে এমন কেউ স্বাগতম B-) , বিলাসীদের স্টাইল মার্কাদের উষ্টা । :) আমি আসক্ত হেল্প করতে । কিন্তু আমার মধ্যে একটা ব্যাপার আছে , যে আমার কাছে হেল্প চায় কিংবা আমার হেল্প স্বীকার করতে চায় তাদের থেকে দূরে থাকতে পছন্দ করি । :)

আমি এ্যানোনিমাস ধরন ভালবাসি ।



আমি ভালবাসি টেকনোলজি । একে বিলাসীর সাথে তুলনা করা যাতে কিন্তু তার ব্যয় বহন করতে আমি অতিরিক্ত কাজ করি । :) আমি ভবিষ্যত পরিষ্কার করতে আসক্ত । অথার্ত আমি অর্থের একটা অংশ যতই ঝড় বৃষ্টি হোক আমি মাদকতার মত সঞ্চয় করতে থাকি !

আমি চাই না ভবিষ্যতে আমার কোন সমস্যা হোক পরিবার নিয়ে । আমি চিন্তা করি Survival of the fittest কিন্তু মানবতাকে হত্যা করে নয় । অন্ত আমি বেচেঁ থাকতে নয় ।

প্রতিবাদ করতে আমি আসক্ত , হাতে , না পারলে মুখে, না পারলে লেখে, না পারলে প্রদর্শন করে না পারলে মনে মনে ।



আমি আসক্ত সদা প্রস্তুত থাকতে সব কিছুতে । আমি বুঝি আমার বাবা মা বয়স হয়ে আসছে , চোখের কোন পানি আসে, আমি আমার ছোটকালে আমার সামনে মামাকে হারিয়েছি , বন্ধুর বাবাকে চলে যেতে দেখেছি, সংসার ভাংতে দেখেছি, জোড়া লাগতে দেখেছি ।

দূর্ঘটনা কাটিয়ে সুস্থ হতে দেখেছি ।



কিন্তু আমি বেচেঁ আছি, শিখে যাচ্ছি, যাতে পরবর্তীতে কাউকে টিকে থাকতে শিখিয়ে যেতে পারি । :)

আমি আমার সমস্ত ক্যাপাবিলিঠেট উতসর্গ করতে আসক্ত ।

আমি আসক্ত আমার কল্পনাকে বাস্তবায়ন করতে, আমি স্বপ্ন দেখি সুন্দর বাংলাদেশের, হোক কপি পেষ্ট আগের দেশের কিন্তু আমরা নিজের স্বকীতায় আর বেটার ভার্সন উপহার দিয়ে , নতুন এক ভার্সন তথা জাগরন সৃষ্টি করতে বিশ্বাসী । প্রত্যেক ভিন্নতাই এক একটা নতুন স্বকীয় প্রকাশ ।



আমি আসক্ত গান গেতে, আমি আসক্ত গিটার ও ভায়োলিন বাজাতে, এইগুলি পারি না, বন্ধু ও ভাতিজী থেকে একটু আকটু চেষ্টা করি, সময় খুজে , তারা বিরক্ত হয় , আমি হই না .. হাহহাহাহ :P আমার দ্বারা হবে না, কিন্তু আমি মানতে নারাজ । হারার আগে হারার হারতে চাইনা, Defeat, retreat those are not in my words অন্তত আমি বুঝতে চাই না, আমার শব্দ ভান্ডারে নেই ;)

ফটোগ্রাফি, ভিডিও এডিটিং আমার খুব প্রিয় .... কিন্তু আমি ভাল ফটোগ্রাফার নই । কিন্তু হবি হিসেবে আসক্তের লিস্টে থেকে যাবে ...



সুন্দর জীবনের স্বপ্ন দেখি, আমি আসক্ত উন্মুক্ত তথ্য প্রবাহে । আমি সদা সচেষ্ট নিজেকে নির্ভুল রাখতে ......... আমি জানি আমি পিউর না, আমাকে জীবনের শেষ পর্যন্ত পিউরিফাই করতে যেতে হবে নিজেকে । যতটুকু পথ অতিক্রম করা যায় । এটাতেই সাফল্য ।

শুদ্ধতাই একটি সুন্দর মানুষের প্রতীক বলে মনে করি ।



আমি মাদকাসক্ত প্রত্যেক বাধাঁ-বিপত্তি, উত্তাল তরঙ্গ ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যাওয়াতে ।



আমি আসক্ত যুদ্ধ করতে প্রতিনিয়ত, এসবই আমাকে মাদক , এইগুলিই আমাকে বেচে থাকতে সহায়তা করে ।



আমি মাদকাসক্ত এ্‌ইসব নিয়েই । সবাই কেউ না কোন ভাবে আসক্ত , কোন না কোন দিক দিয়ে ...



মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২০

কালোপরী বলেছেন: শুভকামনা :)

২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২১

রিফাত হোসেন বলেছেন: :)

২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২০

রিফাত হোসেন বলেছেন: পরিশেষ, নিজের ক্ষুদ্র ইচ্ছাকে মাটি হতে দিবেন না ।

আমি সাতার পারি না, প্রতি সামারই চেষ্টা করি নিজে নিজে,, একদিন পারব । :) ইনশাল্লাহ ।

৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৭

টানিম বলেছেন: shuvo kamona ...

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯

রিফাত হোসেন বলেছেন: tanim amar vatijar nam

৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৪

খানখান বলেছেন: ভাল লাগলো।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯

রিফাত হোসেন বলেছেন: :)

৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫

প্রকৌশলী আতিক বলেছেন: চমৎকার। প্রথম ভাললাগা দিলাম।

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৮

রিফাত হোসেন বলেছেন: :)

৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩০

মনিরা সুলতানা বলেছেন: আল্লাহ আপনার ভাল কাজের প্রতি আসক্তি আরও বারিয়ে দিক
অনেক শুভকামনা :)

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৯

রিফাত হোসেন বলেছেন: dhonnonad, apnakao :)

৭| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫০

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: শুভকামনা :D :D :D

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২০

রিফাত হোসেন বলেছেন: লোল :)

৮| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: atatu gorbo korar moton bapar......jaukga valo thakben shuvokamona thaklo

৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:০০

এইচ আর খান বলেছেন: শুভকামনা রইল আপনার প্রতি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.