নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় ছিল আমি আসক্ত ছিলাম ।
আমার প্রোগ্রামিং এর ঝোক ছিল... স্কুলের বই পড়া বাদ দিয়ে বড় বড় বই পড়ে জগত উদ্ধার করতে চেয়েছিলাম, পারি নাই ।
আমি প্রে... ......... আসক্ত ছিলাম । কিন্তু পিছর ফিরে তাকাতেই দেখলাম ,,.. হাওয়াই মিলে গিয়েছে সময়, যার কন্ঠ করত পাগল সে .. .. আমি আসক্ত ছিলাম প্রতিদিনের কন্ঠে ।
আমি আসক্ত ছিল হার্ডকোর গেইম এর । এতই পাগল যে ক্র্যাক নয় বরং বাজার থেকে অরিজিনাল ভার্সন + অনলাইন ভার্সন কেনার ধুম !
ক্যাবল ধুর......... নাহ এখন থ্রিডি.......... না ব্লুটুথ না ওয়াইফাই ডিভাইস এর কনসোল ।
হুম চুলের কালার...... . না বলি ।
এইগুলি অতীত। এই গুলি ছিল আসক্তি ।
এইগুলি ছিল মাদকাতার মত । একদিন মিস হত না এগুলি থেকে ।
এখন আমি আসক্ত সু স্বাস্থ্যের প্রতি । আমি আসক্ত এখন গানের প্রতি । আমি আসক্ত পরকালের প্রতি, আমি সদা প্রস্তুত মৃত্যুর জন্য , ব্যস এতটুকুই দাবী মহান সৃষ্টিকর্তার কাছে মৃত্যুটা যেন বৃথা না যায় , কারউ উপকারে যেন আসতে পারি শেষ নিশ্বাস এর আগে । গান এখানে কন্ট্রা অবস্থান করলেও , কেন জানি এটা আমাকে এক্সট্রা বুস্ট দেয় ! হতে পারে শয়তানের হাতছানি । কিন্তু এতে আমি কাজে লাগাই ভাইটাল পাওয়ার হিসেবে । আমি আসক্ত পৃথিবী ব্যাপী ভাষার প্রতি । আমি যদি রবোটের মত সব ভাষা মুখস্ত রাখতে পারতাম অনেক খুশি হতাম । আমি আসক্ত শরীরের প্রতি অঙ্গের সঠিক কাঠামো নিয়ে ।
আমি আসক্ত পড়াশুনা নিয়ে, অবশ্যই মানুষ করে থাকে পার্ট টাইম জব , আমি করি পার্ট টাইম স্টাডি , মানুষ করে থাকে স্টাডিকে কাজে লাগায় উন্নতির চাবি কাঠিতে রূপান্তরে কিন্তু আমি লাগাই জ্ঞান আহরনে ।
আমার পরিবার বাবা মা ভাই বোন এতে নাখোশ ।
আমি বুঝি । কিন্তু আমার পিপাসা যে পয়সার জন্য না । কুড়েঁ ঘরে থাকতে পারবে এমন কেউ স্বাগতম , বিলাসীদের স্টাইল মার্কাদের উষ্টা । আমি আসক্ত হেল্প করতে । কিন্তু আমার মধ্যে একটা ব্যাপার আছে , যে আমার কাছে হেল্প চায় কিংবা আমার হেল্প স্বীকার করতে চায় তাদের থেকে দূরে থাকতে পছন্দ করি ।
আমি এ্যানোনিমাস ধরন ভালবাসি ।
আমি ভালবাসি টেকনোলজি । একে বিলাসীর সাথে তুলনা করা যাতে কিন্তু তার ব্যয় বহন করতে আমি অতিরিক্ত কাজ করি । আমি ভবিষ্যত পরিষ্কার করতে আসক্ত । অথার্ত আমি অর্থের একটা অংশ যতই ঝড় বৃষ্টি হোক আমি মাদকতার মত সঞ্চয় করতে থাকি !
আমি চাই না ভবিষ্যতে আমার কোন সমস্যা হোক পরিবার নিয়ে । আমি চিন্তা করি Survival of the fittest কিন্তু মানবতাকে হত্যা করে নয় । অন্ত আমি বেচেঁ থাকতে নয় ।
প্রতিবাদ করতে আমি আসক্ত , হাতে , না পারলে মুখে, না পারলে লেখে, না পারলে প্রদর্শন করে না পারলে মনে মনে ।
আমি আসক্ত সদা প্রস্তুত থাকতে সব কিছুতে । আমি বুঝি আমার বাবা মা বয়স হয়ে আসছে , চোখের কোন পানি আসে, আমি আমার ছোটকালে আমার সামনে মামাকে হারিয়েছি , বন্ধুর বাবাকে চলে যেতে দেখেছি, সংসার ভাংতে দেখেছি, জোড়া লাগতে দেখেছি ।
দূর্ঘটনা কাটিয়ে সুস্থ হতে দেখেছি ।
কিন্তু আমি বেচেঁ আছি, শিখে যাচ্ছি, যাতে পরবর্তীতে কাউকে টিকে থাকতে শিখিয়ে যেতে পারি ।
আমি আমার সমস্ত ক্যাপাবিলিঠেট উতসর্গ করতে আসক্ত ।
আমি আসক্ত আমার কল্পনাকে বাস্তবায়ন করতে, আমি স্বপ্ন দেখি সুন্দর বাংলাদেশের, হোক কপি পেষ্ট আগের দেশের কিন্তু আমরা নিজের স্বকীতায় আর বেটার ভার্সন উপহার দিয়ে , নতুন এক ভার্সন তথা জাগরন সৃষ্টি করতে বিশ্বাসী । প্রত্যেক ভিন্নতাই এক একটা নতুন স্বকীয় প্রকাশ ।
আমি আসক্ত গান গেতে, আমি আসক্ত গিটার ও ভায়োলিন বাজাতে, এইগুলি পারি না, বন্ধু ও ভাতিজী থেকে একটু আকটু চেষ্টা করি, সময় খুজে , তারা বিরক্ত হয় , আমি হই না .. হাহহাহাহ আমার দ্বারা হবে না, কিন্তু আমি মানতে নারাজ । হারার আগে হারার হারতে চাইনা, Defeat, retreat those are not in my words অন্তত আমি বুঝতে চাই না, আমার শব্দ ভান্ডারে নেই
ফটোগ্রাফি, ভিডিও এডিটিং আমার খুব প্রিয় .... কিন্তু আমি ভাল ফটোগ্রাফার নই । কিন্তু হবি হিসেবে আসক্তের লিস্টে থেকে যাবে ...
সুন্দর জীবনের স্বপ্ন দেখি, আমি আসক্ত উন্মুক্ত তথ্য প্রবাহে । আমি সদা সচেষ্ট নিজেকে নির্ভুল রাখতে ......... আমি জানি আমি পিউর না, আমাকে জীবনের শেষ পর্যন্ত পিউরিফাই করতে যেতে হবে নিজেকে । যতটুকু পথ অতিক্রম করা যায় । এটাতেই সাফল্য ।
শুদ্ধতাই একটি সুন্দর মানুষের প্রতীক বলে মনে করি ।
আমি মাদকাসক্ত প্রত্যেক বাধাঁ-বিপত্তি, উত্তাল তরঙ্গ ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যাওয়াতে ।
আমি আসক্ত যুদ্ধ করতে প্রতিনিয়ত, এসবই আমাকে মাদক , এইগুলিই আমাকে বেচে থাকতে সহায়তা করে ।
আমি মাদকাসক্ত এ্ইসব নিয়েই । সবাই কেউ না কোন ভাবে আসক্ত , কোন না কোন দিক দিয়ে ...
২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২১
রিফাত হোসেন বলেছেন:
২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২০
রিফাত হোসেন বলেছেন: পরিশেষ, নিজের ক্ষুদ্র ইচ্ছাকে মাটি হতে দিবেন না ।
আমি সাতার পারি না, প্রতি সামারই চেষ্টা করি নিজে নিজে,, একদিন পারব । ইনশাল্লাহ ।
৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৭
টানিম বলেছেন: shuvo kamona ...
২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯
রিফাত হোসেন বলেছেন: tanim amar vatijar nam
৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৪
খানখান বলেছেন: ভাল লাগলো।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯
রিফাত হোসেন বলেছেন:
৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫
প্রকৌশলী আতিক বলেছেন: চমৎকার। প্রথম ভাললাগা দিলাম।
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৮
রিফাত হোসেন বলেছেন:
৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩০
মনিরা সুলতানা বলেছেন: আল্লাহ আপনার ভাল কাজের প্রতি আসক্তি আরও বারিয়ে দিক
অনেক শুভকামনা
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৯
রিফাত হোসেন বলেছেন: dhonnonad, apnakao
৭| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫০
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: শুভকামনা
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২০
রিফাত হোসেন বলেছেন: লোল
৮| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: atatu gorbo korar moton bapar......jaukga valo thakben shuvokamona thaklo
৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:০০
এইচ আর খান বলেছেন: শুভকামনা রইল আপনার প্রতি
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২০
কালোপরী বলেছেন: শুভকামনা