নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

পছন্দ মত গান খুজে বের করা.. এত্ত সহজ নাকি !

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৭

পছন্দ মত গান খুজা খুবই কঠিন একটা ব্যাপার । আর পুরো একটা এ্যালবামের ১ বা ২ কি খুব বেশী হলে ৩ টা গান ভাল লাগে মাত্র !



তাই সহজ পদ্ধতি হল .. রেডিও ;)



বাংলা, জার্মান, ইংরেজী যাই হোক .......১০০% রেডিওতে বা ইউটিউবে জানান দিবেই ;)



গানের অর্থ কে প্রাধান্য দেই কম বিটের গান গুলোতে আর উড়াধুরা বা রিমিক্স মুজিক গুলিতে সুরকে প্রাধান্য দেই বা আরবী বা ফ্রেঞ্চ বা স্প‌্যানিশ গুলিতেও সুরই ভরসা । পুরো বুঝা দায় । :( , আরবী সারা জীবন পড়লেও না বুঝে পড়ার কুফল , সুতরাং ফ্রেঞ্চ বা স্প‌্যানিশ বা ইটালিয়ান গুলি ভাষা মিলের কারনে হিট গুলি ধরা যায় । :)

আর তুর্কিশ আর সেয়ারবিয়ান গুলা বুঝি এমনিতেই, আশে পাশে সারা দিন বগর বগর চলতেই থাকে /:) ,....... আর হিন্দী বাই ডিফল্ট !

রা ওয়ান আর না বলি.....



ব্লগে বসলেই রেডিও চলতে থাকে , হঠাত পছন্দ হলে টুকে রেখে দেই কম্পুতে তা ডাইরেক্ট বাইপাস হয়ে যায় ট্যাবে , ডালো লিস্ট তৈরী রাখি । বা কখনো কম্পুতে লিস্ট গুলাই ডালো করে বাইপাস লিস্ট এ রেখে দেই । নরমাল মুভি বা সফট ডালো হলে বা ফ্রি লাইন... পাঠিয়ে দেই ।



একখান অটো syn তৈরী করার ইচ্ছা আছে । বিভিন্ন সফট দিয়ে করতে বিরক্ত লাগে । ডাবলটুইস্ট যদিও কাজের । কিন্তু পুরাই ট্যাবের সাথে করতে পারলে ভাল হত । প্রবলেম হল । আইটুনস এর অল্টারনেটিভ থাকলেও । উইন্ডোজ টেব হলে ফুল কম্পাটিবল হত আর কি ।



যদিও আমার চিন্তা জটিল .. হাহাহাহ কিন্তু আমার কাজে লাগে এত কিছু , পরে চিন্তা করে দেখলাম আর কি ।

আর কত সহজ করব ! :)

এতেই আলহামদুলিল্লাহ থাকতে হবে।



তবে গান সংগ্রহের এই নমুনা ভাতিজীকে বড়ই ত্যক্ত করে !



কিন্তু আমি তো গান বুঝনেওয়ালা কেউ নই, গান শুনা এমনিতেই ... ভাইটাল পাওয়ার আর কি...

ইবাদত বন্দেগী পরকালের পাওয়ার হলে , এইটা এইটাপেরই কিছু ইহকালের ... দোকলা থাকতে না শুনলেও চলত ... আমার শুনতেই হবে কথা নাই । কিন্তু ভূতের মত জীবন আর কত !



সঙ্গী বিহীন সময় ...কেমন যেন... লাগে হাহাহাহ :) তবে সয়ে গিয়েছে ।



তবে একটা জিনিস খেয়াল করেছি টপ এ্যালবাম হিট গান গুলিই প্রচার করে রেডিও কর্তৃপক্ষরা আর সেইটাই পছন্দ হইয়া যায় ! আচানক :D



চেষ্টা করতে পারেন , অনেকে গান খুজে পায় না । :| আমি ভুরি ভুরি ...



যদিও আমার পছন্দ বলে কথা নাই, গানের কথা আর সুর ভিন্ন হলে সুবহানাল্লাহ ! চলে... আর কি...



আ আ আ আ ... কিংবা ৩ কি ৪ লাইনেও অনেক গান আছে.. ভাল লাগে , কথা গুলি ... কিছু আছে সুরে............. :)



......গান তখনই শুনি যখন পথে হাটি, কিংবা কম্পু চালাই... আরেকটা কাজে ব্যস্ত থাকলে, যেমন টয়লেটে, গোসলে :P , রান্না , খাবার, চলার পথে, বাসে, ট্রামে, স্কাই ট্রেইন, আন্ডারগ্রাউন্ড ট্রেন বা মেট্রো যাই বলেন । অবসরে পত্রিকা পড়ার সময়. দৌড়ানোর সময়, ।



শুধু পড়ার সময় মন দিয়ে পড়ি , ইবাদতের সময় মন দিয়ে, কাজ করার সময় মন দিয়ে, ফোনে বা কারো সাথে কথা বলার সময়, ড্রামা দেখা বা গেমস খেলার সময়..:P:) এই ৫টা কাজে গান কে টাটা জানাই । :)



সুতরাং দিনের ১-২ ঘন্টার বেশী গান শুনা হয়ে না । তবে ছুটির দিন গুলিতে ব্যতিক্রম । টানা ঘন্টা দৌড় বা ঘর পরিষ্কার করার সময় গান শুনি । রান্না আর ঘর পরিষ্কার বিরক্তিকর অধ্যায় আমার । X( তবে আমি আধা কাচাঁ রান্ন অনেক পছন্দ করি ।



যাউগ্গা. বলতে চাইছিলাম, চাল কুমড়া পছন্দ করি, চলে গিয়েছি... ধান চালের কাছে =p~



ঘুমাতে হবে,

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

বোকামন বলেছেন: তৈরী হলে জানাবেন কিন্তু ...

৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৩

রিফাত হোসেন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.