নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন মত করতে পারছি না । অনেক কিছুই ফ্রি ডোমেইন গুলি সাপোর্ট করে না ।
ব্লগার না ওয়ার্ডপ্রেস হয়ে বেটার হবে?
আর কি নিয়ে ওয়েব সাইট গড়ে তুলতে পারি ? আমি রেগুলার বা প্রতিদিন আপডেট দিতে পারব না । কিন্তু সপ্তাহে এবং মাসিক আপডেট পারব ।
কিধরনের মোটামোটি বাণিজ্যিক ভিত্তিক ওয়েব সাইট তৈরী করা যায় ?
কোন মতামত?
আমি গিক কোন পাবলিক না আবার উল্টাটাও না, হালকা টালকা বুঝি ।
ওয়েব সাইট ভারী কিছু হবে না । সাধারন বাণিজ্যিক যাতে বছরে মোটামোটি একটা বিজ্ঞাপনের খরচ থেকে ওয়েব সাইট চালনার খরচটা উঠে যায় ।
তারপর হাত পাকানোর জন্য আরেকটু ডিপে যাওয়া যাবে ।
তবে ঠিক করেছি । পত্রিকা, শেয়ার বাজার, আন্তর্জাতিক সস্তা কল যেটা আমি নিজে ট্রায় করে তারপর শেয়ার করব,রেডিও, চ্যাট রুম, বিনোদন হিসেবে মডেলদের আজইরা কে করেছে না হয়েছে পরচর্চা আরকি, হালকা রেপিড টেকনোলজি বা সামনে কি আসবে বা হচ্ছে ,ড্রয়িড, লিনাক্স বা উইন্ডোজ গেইম সাপোর্ট যে গুলো আমি নিজে ট্রায় করব , ক্র্যাক ফাইল, পাইরেটেড গেমস এগুলোর অনেক চাহিদা, পাইরেটেড প্রোগ্রাম,ফ্ল্যাশ মুভি গুলি দেখানোর ব্যবস্থা করা, কিছু গান রাখা মানে সপ্তাহে বা মাসের সেরা । ক্রিকেট ফুটবল লাইভ সম্প্রচার, বাংলাদেশের টিভি সম্প্রচার ।
এসবই তৈরী করার উপর চিন্তা করলাম যদি বাংলা ভাষায় করি । খুব কি কঠিন চিন্তা করে ফেল্লাম ?মুভি যদি অন্য ওয়েবসাইট এ সার্ভার থেকে স্ট্রিম এর ব্যবস্থা করি চলবে না ?
খুব বেশী কি কম্পু ভাষার দক্ষতা লাগবে কি ?
ওয়ার্ড প্রেস এর প্লাগইন বা ড্রিমওয়েভার এর ইন্টামিডিয়েট জ্ঞান থেকে কি সম্ভব হবে না ?
মন মত সাজানোর ইচ্ছা বহু বহু দিনের ।
সস্তা ও সিকিউরট মোটামোটি ভাল সার্ভিস দিবে কোন ওয়েব ভিত্তিক প্রতিষ্ঠান ?
ধরনটা বাণিজ্যিক এর মত হলেও এতে আমার মনের ইচ্ছা অনেক কাজ করতেছে । এখন যদি এতে অনেক সময় ব্যয় করি তাহলে বাস্তব জীবনের চাকরি, ব্যবসা, পড়াশুনা কমাতে হবে । সুতরাং তখন এটা থেকে আয়ের চিন্তাকে খারাপ ভাবে দেখতে পারি না । তবে এটা বেটা হিসেবে থাকবে ।
যদি বছরের মধ্যে আসলেই কিছু করতে পারি তাহলে এটাকে ভিত্তি করে আগামীর সত্যিকারের বাণিজ্যিক ওয়েব সাইট প্রসব করতে থাকতেই পারি ।
আমি ওয়েব সাইট ক্রলিং থেকে বা গুগল নির্ভর না হয়ে এর পরিচিতির উপর জোড় দিব । যেহেতু দেশী চিন্তা করে করছি । ভাল কিছু পেলে এমনিতেই প্রসার হবে ।
আর যদি ইংরেজী ভিত্তিক করে থাকি, যা সব দেশের মানুষই দেখবে বা পড়বে তা কি ধরনের হবে ?
এতে আমি মনের মাধুরী মিশাতে পারব না । রোবটের মত সিদ্ধান্ত নিতে হবে । এখন কি বিষয় হতে পারে ইংরেজীতে তৈরী করার ওয়েব সাইট যা মানুষ আসলেই এই ওয়েব সাইট পড়বে বা দেখবে । আর এটাতে টিক থাকা আরও কষ্টকর হয়ে যাবে এতে পরিচিতি কাজ করবে না , কারন
বাংলা্ মান সম্মত সাইট হাতে গনা যায় । কিন্তু ইংরেজীতে অভাব নাই ।
আমি বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা খরচ করতে পারব এটা চালাতে । তবে সর্বনিম্ন রক্ষনাবেক্ষন ও বাতসরিক খরচ , মোটামোটি মান সম্মত সার্ভিস ও সিকিউরিটি আশা করি । (সর্বোচ্চ নয়)
কম বাজেটে কে না চায়
নাকি কোন প্রতিষ্ঠান দেশী বা বিদেশী বা হেবী এক্সপার্ট দিয়ে করিয়ে নিব? এটা টোটালী অফ চিন্তাভাবনা । এতে নিজেকে বিকাশের চিন্তা থাকবে না । যেহেতু আমি এক্সপার্ট না তাই এই ব্যাপারে মতামত জানাতে পারেন ।
সখে তো কত কিছুই করেছি, এটা বাকি রাখব কেন ? এটা ভবিষ্যতে ভাল কিছু হলে এর কিছু অংশের আয় থেকে দাতা সংস্থা তৈরী করার ইচ্ছা আছে ।
যাই করি পরকালে কিছু জবাবদিহিতা দিতে বলে নয় বরং মানুষ হিসেবে কর্তব্য কিছু থেকে যায় ।
আমি অনেক স্বার্থপর আমি জানি তবে অতটা স্বার্থপর নই, যতটা আমাকে দেখে মন হয়, এইটা আমার আপন কেউ বুঝেও না । আমি কাউকে সহযোগীতা করলে তার থেকে ফেরত কিছু আশা করি না । কারন এতে দু:খ পাবার আশংকা থাকা আর তা পরিপূর্ণ সহযোগীতা হয় না ।
এই জন্য সহজে কারউ কাছে সহজে হাত পাতিও না বিপদে । উল্টা দেই বা অন্য কিছুর জন্য থাকলে দেই না । সব সময় নিজেকে চিন্তা করি আগে । আমি আমার বিপদে আমার পাশে কেউ থাকবে না, ভবিষ্যতে আমি একাই এটা মনে গেথে রেখেছি । কারন নিজের মা বাবার থেকে আপন কেউ নাই । মাঝে মাঝে তারাও কেমন যেন পর হয়ে যায়! তখন নিজে ছাড়া আর কেউ থাকে না । কেউ কিছু বিনিময়ে কিছু পাবার আশা করে বা রাখে । আমি চেষ্টা করি এগুলি না রাখার বা করার । কথা গুলি বলার একটা কারন আছে । এইটা বলি বলি করে বলা হয় নাই । ব্লগে তো কত কিছুই শেয়ার করি । ইদানিং একজন বার বার কয়েক আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে । উল্লেখ্য যে ব্যক্তিগত আক্রোশে তার থেকে দূরত্ব রাখতেই পছন্দ করি । কিন্তু তার যোগাযোগের কারন ধরে নিয়েছিলাম খুবই জরুরী কিছু । আদতে সে অন্যের জন্য হেল্প চাচ্ছিল আমার কাছে । আমি বলেছিলাম সামু এই নিয়ে সাপোর্ট তৈরী করা চেষ্টা করব + আমিও । কিন্তু সে বারবার কবে হেল্প পাঠাবো কিসে পাঠাবো, এইসেই... মানে আমার হাতের অবস্থার উপর চাপ সৃষ্টি করার ইচ্ছা । মেজাজ ঠান্ডা রেখেই বললাম যার জন্য এত কিছু সে তার কেউই হয় না, কয়েক দিনের কলিগ । এক সময় আমি অনেক চিন্তা করে বললাম দেখি । যেহেতু আমি এইসব ব্যাপার কখনোই আলোচনায় আনতে চাই না । সহযোগীতা নিজ নিজ কাছে, মসজিদের সাপ্তাহিক বোর্ডের প্রজ্ঞাপনের লিস্টই হোক বা ওয়াজে হোক বা ব্লগ বা যে কোন জায়গায় এইটা আমি হাইড রাখতেই পছন্দ করি । anonymity আমার উদ্দেশ্য । কিন্তু তার চাপ ভিত্তিক ব্যবহার এতটা মানষিকভাবে ক্ষুদ্ধ করে পড়ে জানতে পারলাম তার এ থেকে একধরনের বেনেফিট হবে! কি ধরনের হবে সেটা না বলি । কিন্তু সে সহযোগীতা ঠিক জায়গাতেই করত কিন্তু তার মাধ্যম হয়ে! তাহলে বুঝতেই পারছেন তার উদ্দেশ্যটা কি ছিল । খারাপ ছিল না কিন্তু ব্যক্তি স্বার্থ খুব গভীর ছিল । যেটা আমার মোটেও পছন্দ হয় নাই । তাই চিন্তা করছিলাম কোন কাজ ছাড়া এই ব্যক্তি আমার সাথে লিংক তৈরীর করার প্রশ্নই উঠে না । তবে লোকটি অনেক ট্যালেন্টেড । সে আমার জায়গায় থাকলে ভাল অবস্থানে চলে যেত । কিন্তু আমি তো আমিই হাহাহাহা ...
আমি যদি বলি আমি এখন বহু বিপদে অনেক দূরে, আমাকে সহযোগীতার মাধ্যমে আপনি কোন বেনেফিট পেতেন না, না সামাজিক না, না চাকরীর না কিছু টুপাইস কামাতে পারতেন না পদন্নতি হত । তখন আপনি কি আমাকে হেল্প করতেন ? করতেন না , আর করতে চাইলেও এইভাবে আগ্রাসী ভাবে করতে না!
তার আচরনে আমার খুব লাগে । আমি যখন ইনফো চাইলাম । সে কথা বলিয়ে দিবে হেনতেন...সহ কিন্তু যা করার তার মাধ্যমেই করতে হবে ! আমি ডাইরেক্ট উজ্জ থাকে পারব না ।
সে এক সময় বলে না থাক তোমার কিছু করা লাগবে না । আমি বলি আচ্ছা ইনফো দেন । সে দিবে না! আমার থেকে নাকি দরকার নাই! আমি বলি তার এত প্রবলেম কি বা কে সে ? সে শাউট করেছে আমি শুনেছি আমি আমার মতি মর্জি অনুযায়ী রেসপন্স করব । তাকে জানিয়ে করতেই হবে, তার মাধ্যমে করতেই হবে । তাহলে মূল সাহায্যটা কার দরকার? সাহায্যগ্রহীতার না তার?
অনটপিক থেকে সরে গিয়ে অফটপিক এ চলে গিয়েছি । তাই গুছাতে পারি না আমি কোন কিছু হাহাহাহ
১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২০
রিফাত হোসেন বলেছেন: হেহেহে মানুষ কাচুমাচু করে স্যারি বলে, রেগে বলতেছেন প্রথম দেখলাম ব্লগে
নো প্রবলেমো । সামনের পোষ্টের অপেক্ষায় থাকব ।
২| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৫
শফিউল আলম চৌধূরী বলেছেন: মাত্র ক্যামেরাটা হাতে নিছি যে বাইরে যাব। তাই অনেক কিছু লেখার থাকলেও লিখতে পারছি না। পরে পুরাটা পড়ে রিপ্লাই দিব।
তবে আপনি কিছু বিষয়ে ক্লিয়ার হবার জন্য আমার লেখা এই দুইটি লেখা পড়তে পারেন।
Click This Link
Click This Link
লেখা দুইটি একটু মনোযোগ দিয়ে পড়বেন। আশাকরি বেশে কিছু বিষয়ে ক্লিয়ার হবেন।
আমার সাথে কন্টাক্ট করতে পারেন: ০১৭১৩ ৪০৯ ৫৬৭ এ।
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭
রিফাত হোসেন বলেছেন: পড়া শুরু করেছিলাম কিন্তু ট্যাব এ ট্রান্সফার করতে গিয়ে রাত ঝামেলা পেকে রিপেয়ার করতে গিয়ে ব্রিক হয়ে যায় । তাই আপাতত ক্যাচাল এ আছি ।
শেষ করেই আপনার পোষ্টটি আমার স্টাডি করতে বসবো । ভালভাবে বুঝতে হবে ঝামেলা গুলি ।
ধন্যবাদ ।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২২
এম হুসাইন বলেছেন: সব চেয়ে ভালো হবে, ডোমেইন কিনে ফেলেন, নিজের মন মতো সাজান...
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫
রিফাত হোসেন বলেছেন: খারাপ বলেন নাই
৪| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪১
দি সুফি বলেছেন: এইখানে, এইদিকে দেখেন। ওয়েব হোষ্টিং: http://www.thedct.com/web-hosting.php
ওয়েব সাইটও যদি বানাতে চান, তাহলে এখানে যোগাযোগ করুন ফোন নাম্বারসহঃ http://www.thedct.com/shop/contact.php
সেলস্ম্যান যোগাযোগ করবে
৫| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪২
দি সুফি বলেছেন: আরো একটা কথাঃ বাংলা ভাষায় ওয়েবসাইট হলে ইনকাম কিন্তু কমে যাবে! অ্যাডসেন্স পাবেন না, আর ভিজিটরও কম থাকবে!
শুভকামনা রইল
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৯
রিফাত হোসেন বলেছেন: বুঝলাম তবে
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪২
যোগী বলেছেন: স্যরি কইতে আইছি