নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটি বাংলা ভাষায় ওয়েব সাইট ডেভলপ করতে চাই । কনটেন্ট কি থাকবে কি, কি আশা করা হবে সেইটাই প্রশ্ন ।
আমার নিজস্ব চিন্তা আছে । তবে সম্পূর্ণ বাণিজ্যিক হবে না,টুক টাক বিজ্ঞাপন থাকতে পারে এই যা, তবে মূল ফোকাস হবে বাংলা ভাষী মানুষকে ১টি প্লাটফর্ম এ টেনে আনা । অনেক কিছুই আছে যা ১টি প্লাটফর্ম এ নিয়ে আসতে চাই । বলতে পারেন অনেকটা সখের বসে ।
আমরা তো বহু সাইট ঘুরে মুভি দেখি গান শুনি । এখন যদি একটি সাইটেই এগুলো পাই কেমন হবে ব্যাপারটা ?
আর যদি হয় তাহল ইউজার আপডেটেড ! মানে এক ব্যবহারকারী রিকোয়েস্ট করলেই যতদ্রুত সম্ভব পেয়ে যাবে তার কাঙ্খিত মুভি বা গান টি !
ইয়াহু, বিডি চ্যাট রুম, হেনতেন কত কিছুই আছে । আরও সহজ ব্যবহার বান্ধব করে তোলা ।
তথ্য শেয়ার করা । ইন্টারনেট এর ব্লগ এ বহু তথ্য আছে যা সহজে একজন ব্যবহারকারী জানতে পারেন না, এর জন্য সার্চ বাটনটা থাকা লাগে আরও বড় একটা ফ্যাক্ট হল যা খুজবেন তা আপনার জানতে হবে !
এখন যদি ক্যাটাগরী সাব ক্যাটাগরী সহ ভ্রমন করতে পারেন ! কেমন লাগবে সত্যি করে বলেন তো পুরা উইকি উইকি লাগবে না
যদি বলেন উইকিপেডিয়া তাও সই আর যদি বলেন উইকি লিকস তাও সই
কিন্তু এটি ঠিক না জানি তবে চেষ্টা করব ব্যক্তিগতভাবে প্রত্যেকের থেকে অনুমতি নিয়ে কাজ করতে । যদি আসলেই আমি সার্থক হয়ে উঠতে পারি । তাহলে আরও কয়েকজনকে এ্যডমিন নিয়োগ দিব । তবে এতে সময় প্রয়োজন আর অর্থতো অবশ্যই ।
আপাতত ঠিকাছে, কিন্তু বৃহত হতে গেলে ডাটা আদান প্রদান, সংরক্ষন, সেটা টেক্সট বা ভিডিও বা ছবি যাই হোক । দ্রুত ও শক্তিশালী হতে ভাল কিছুর বিকল্প নাই আর তা ফাও কেউ কাউকে দেয় না । আপাতত আমার ব্যক্তিগত আইএসপি সাধারন প্যাকেজ এ সার্ভিসটা তৈরী করব । কিন্তু বৃহত আকারের রূপ নিতে চাইলে আমার নিজের প্যাকেজটাও পরিবর্তন করতে হবে ।
আর যেখানে প্রশ্ন আছে ব্যবহারকারীর কথা চিন্তা করে । সেখানে ফাস্ট ও টপ সার্ভিস দিতে শক্তিশালী নেটওয়ার্ক দরকার পরবে ।
যাই হোক , বেশী ভবিষ্যত চিন্তা করে ফেললাম । এগুলো বললাম আর্থিক প্রয়োজনীয়তা চিন্তা করে ।
বাংলাদেশের জেলা তথ্য বাতায়নটা খুব কাজের কিন্তু আমার কাছে এটা খুব এক্টিভ মনে হয় না অথার্ত ডাটা গুলি তেমন আপডেট হয় না ।
আর মানুষকে একটি কাজের ভাল আউটপুট দিতে হলে এর পেশা অথবা আর্থিক সুযোগ এর বিকল্প নাই ।
উইকিপেডিয়া অনেক দিন নিরলস ভাবে কাজ করেছে । আজ তার পাশে একটু দাড়াই আসুন ।
যারা পাড়েন সাথে থাকুন এইভাবে বা সেভাবে http://tinyurl.com/cjacrdz
বা Click This Link যেভাবে মনে চায় ।
সামুকে ভাল লাগে যখন কোন নতুন লেখা শেয়ার করে । কিন্তু খারাপ লাগে তখনই যখন তা অতল গভীরে হারিয়ে যায় ।
খুজা ব্যাপার না, গুগলের জোড়ে বাহির করে নেয়া । কিন্তু সামুলিকস কি পাওয়া যাবে ? যাবে না ।
কেমনে এই কথা মাথায় আসে, সেটা বলি...
আমার ১০০০টার উপর পোষ্ট আছে আর শতকের কাছাকাছি বা বেশী(জানি না ) আমার প্রিয় পোষ্ট আছে । কিন্তু অর্থব সামুর কাছে অসহায় থেকে সহজে গোছাতে পারি না । যেহেতু আমার ব্লগটি কাস্টমাইজ করার পুরো ক্ষমতা দেওয়া হয় নি ।
হবে কি না জানি না, বহু বার বলেছি একটা পেইড একাউন্ট হলেও যেন চালু করে ।
আমার অনেক প্রিয় পোষ্টের লেখক লেখা ড্রাফট করেছে, ব্যান হয়েছে, হারিয়ে গেছে মানে এক কথায় লেখা গায়েব ! কত কি ......... সামু আমাকে ফেরত দিতে পারবে না । আমিও এতগুলির ডেইলী গুছিয়ে রাখার বেকআপ রাখতে রাখতে অবস্থা খারাপ ।
আর নতুন গুলির মুভি শেয়ার করা বা খোজতে গেলেও অবস্থা খারাপ । আমি চাইনা সবাই এই সমস্যায় পড়ুক । যার এইচডি মুভি দেখার ইচ্ছা সে দেখবে সরাসরি যে ক্যাম এ চাইবে বা ৩জিপিবা এমপি ৪ ৭৫০পি বা ৪২০পি ফরমেটে চাইবে তাই পাবে । এই রকম ইচ্ছা মাফিক একটা প্লাটফর্ম । যদি চায় স্ট্রিম ! তো কথাই নাই ।
তো মূল হবে হরর, এ্যাকশন, সাইফাই, যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ ইংরেজী সহজ মন করে তাই ইংরেজীতেই পাবে পৃথিবীর বিভিন্ন দেশের এই ট্যাগের মুভি । আমি নিজে দেখে বি ক্যাটাগরী না হাই ক্যাটাগরী হবে তা ট্যাগ করে দিব । না পারলে ফোরাম থেকে ঘেটে দেখে দিব । সাব টাইটেল দেওয়ার চেষ্টা করব । টরেন্টও চেষ্টা করব ।
আর ব্যক্তিগতভাবে আমি জার্মান ভাষার কিছু মুভি আপেডট দিব । এটা দেখার কেউ নাই জানি , জার্মানীর বাঙ্গালীরাও ইংরেজীকেই ফোকাস করে কিন্তু আমি দেখি, কিছু জার্মান মুভি সাইটের কোয়ালিটি ভাল তাই ।
হুম এই গুলা পাইরেটেড । বিনামূল্যে এ্ত শত মুভি গান, সার্ভিস দেওয়া সম্ভব না । হাাহহহহ
আর হুম এন্ড্রয়িড এর এপস এর হিউজ কালেকশন তৈরীর ইচ্ছা আছে, তবে চেষ্টা করব, বাগ মুক্ত ও ম্যালওয়্যার মুক্ত এপস আপলোড ও শেয়ার করার ।
আর বাংলাদেশের খেলা দেখা নিয়ে ক্যাচাল ব্লগার সহ আমি সহ গুগলেই সার্চ দেই কখন কোনটাতে ঠিকমত দেখাবে ।
আমি পুরাই কয়েকটা চ্যানেল স্ট্রিম ফিক্সড করে রাখব যেগুলোতে দেখার সম্ভাবনা আছে অথবা আপডেট করব ।
অন্তত আমি যেসব সমস্যায় পরে আছি, তার থেকে উত্তোরনের চেষ্টা আর কি ।
--------------------
এখন আগত বাংলা ওয়েব সাইট থেকে কি আশা করেন ?
নিশ্চয়ই নতুন কোন ব্লগ না । নাকি ব্লগ Database..... যাই হবে ব্যবহারকারীদের কথা চিন্তা করে । ছোট পদক্ষেই হোক সমস্যা তো নাই হাটি হাটি পা করে আগাই ।
বিডি জবস, গেমস, গান, মুভি এর জন্য ইউটিউব সহ বিভিন্ন কাজের জন্য বহু সাইট আছে, রেডিও এর জন্য আছে , অনলাইন বাজার সহ কত কিছু আছে তবুও কি মনে হচ্ছে আপনার যে যা পাচ্ছেন না !
সেটাই জানতে চাচ্ছি । আমার কাছে কি মনে হয়েছে বলেছি । এখন বাকিটা আপনাদের থেকেই জানার চেষ্টা করব ।
এখন যদি মনে হয় এইটা ফাউল চিন্তা ! মানে এই ধরনের সাইটের কোন প্রয়োজনীয়তা নাই । সবাই যার যার চাহিদা পেয়ে যাচ্ছেন বিভিন্ন সাইট আর গুগলের হাত ধরে । তাও জানেন , নো প্রবলেমো
মতামত প্রতিকূল হলে কি আর করা, আমি ছোটমোট আমার চাহিদা মোতাবেক এগিয়ে যাব, সেটা এতটা ডাইনামিক ফিচার ভবিষ্যত নিয়ে থাকবে না হয়ত ।
দেখা যাক । ইচ্ছা আছে, সখ আছে, আল্লাহ সামর্থ্য দিয়েছে (নাস্তিক হলে ওভার লুক করেন এই লাইন ) ।
চেষ্টা করতে তো দোষের কিছু নাই ।
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ তবে আপনার চাহিদা গুগল + পূরন করতে পারবে ।
তবে ফেবু বা গুগলের মত ম্যাসিভ সুবিধা দিতে সম্ভব হবে না ।
তবে ধন্যবাদ , আরও ইউনিক কিছু খুজছি ।
২| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২০
মনিরুল হাসান বলেছেন: অনলাইনে অনেক ওয়েবসাইটে আরবীতে কুরআন শরীফের সুরা পড়া যায় এবং তিলাওয়াত শোনা যায়। কুরআন শরীফ তিলাওয়াত করা হিসেবেও পড়া হয়। অনেক কুরআন শরীফ বা হাদীস শরীফে আরবী সুরা দেয়া থাকে বাংলা উচ্চারণসহ ও অনুবাদসহ। কিন্তু ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটগুলোতে আরবী সুরা ও এর অনুবাদ দেয়া। ওয়েবসাইটে বাংলা উচ্চারণসহ সুরা দিলে খুব ভালো হবে।
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ
এইরকম বহু সাইট আছে, ইউটিউবও আছে ।
কিন্তু কোরআন শরীফ পড়ার জন্য অনলাইন বেস্ট মনে হচ্ছে না আমার কাছে । কিন্তু আপনার অল্টারনেটিভ সাইট তো আছেই ।
তবে আরও ইউনিক কিছু খুজছি । তবে অবশ্যই ইসলাম ভিত্তিক কয়েকটা বইয়ের ডিজিটালাইজড করব। মানে ফন্ট এ পাবলিশ করব । ইচ্ছা আছে । কিন্তু ডাটা লিখতে তো সময় এর ব্যাপার
আমার সংগ্রহে যতটুকু বই আছে তা থেকে করার চিন্তা , সবই মাথায় সাহেব আল্লাহ আমাকে ২ হাক ২ পা দিয়েছে , নানান চিন্তায় থাকতে হয়। তাই ভবিষ্যতে করা হবে ইনশাল্লাহ ।
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭
এম হুসাইন বলেছেন: যে সেবা গুলোর কথা আপনি চিন্তা করছেন, তাই ঢের বেশি। আমার মতে আপাতত এগুলো নিয়েই শুরু করেন... খ্রাপ লাগবে না......
শুভকামনা।
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ , সাথে থাকার জন্য । সাধ বহু বড় , সাধ্য অল্প, সাধ্য থাকলে কি বিজ্ঞাপন এর কথা চিন্তা করি
আমাকে বুঝার জন্য ধন্যবাদ ।
গুগলের বিজনেস প্ল্যানটা খুব ভাল লাগে । যেমন তাদের গুগল সার্চ ব্যবস্থা । বিজ্ঞাপন গুলি এমনভাবে সেট করা যাতে ব্যবহারকারী তেমন কোন সমস্যায় না পড়ে । কিন্তু চাহিদা মত বিজ্ঞাপন খুজেও নিতে পারে !
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৯
এস দেওয়ান বলেছেন: ফেসবুকের অনুকরণে একটি সাইট বাংলাদেশিদের খুবই প্রয়োজন । বর্তমান ফেসবুকে অশ্লীল ছবি ও ভিডিওর কারণে বাংলাদেশে পারিবারিক ভাবে সাইটটি ব্যবহার করতে অসুবিধে হচ্ছে তাই আমাদের মতো একটি ফেসবুকের দরকার আছে ।