নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আশরাফুলের ব্যাটিং শৈলীকে উপভোগ করি । প্রচুর মানুষ আছে , যদি বলা হয় স্বপ্নের বিডি ক্রিকেট টিম গঠন করা হয় তাতে তাতে না রাখার দলে প্রথম কাতারে এই ফুল সাহেবকেই রাখবেন, তাকে অলূক্ষণে ইত্যাদি বলে ।
যাউগ্গা । সেইটা ফোকাস না আমার । কথা হল তার বিরুদ্ধে গট আপ ম্যাচ খেলার অপবাদ দেওয়া । এখন বিপিএল নিয়ে আমার বিন্দু মাত্র আপত্তি নাই, নাই আইপিএল নিয়েও এই দুইটা দুনিয়া নিয়ে যত খুশি মনে চায় টাকা নিয়ে পাতানো ম্যাচ খেলুক । আমার যায় আসে না । তখনই যায় আসে যখন বাংলাদেশের পতাকা তলে খেলে পাকিস্তান অসি বা ভারতীয়দের জয়টা উপহার দেওয়া হয় !
আশরাফুল খারাপ খেলে না বরং তাকে খেলানো হয় আর সে তা গ্রহন করে !
কত টাকা হলে একটি মানুষ নীচে নামতেই থাকতে পারে ?
ফুল সাহেব কে বলতে মনে চায় কত টাকা নিয়ে কবরে নিয়ে যেতে পারবেন ? জীবন কত দিনের ?
থাকেন তো সারা দিন ক্রিকেট নিয়ে .... কত টাকা হলে আপনি এই কুকর্ম করতেন না ।
আর সাকিব আর তামিম ও বাদ দেই না । তারা হয়ত স্পট ফিক্সিং এ নাই তবে তারা বিডি জাতীয় দল বাদে আইপিএল এ অংশগ্রহন এ এতই মনযোগ যে সেটাতে জয়েন দিলেও জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে বিশ্রাম চান !
সুতরাং স্বদেশ প্রীতি না অর্থ প্রীতি বুঝলাম না ।
আপনি কোন কালেই এক সাথে ১০ টা মুরগী খেতে পারবেন না, সাকিব তামিম আর ফুল সাহেব ।
পেটও একটাই । মৃত্যু সবার জন্য অবধারিত । তবে কেন মানুষের মন নিয়ে ফাজলামী করেন ?
মানুষ খেলা দেখে উপভোগ করে সারা দিনের ক্লান্তি শেষে বা অবসরে । আপনারা আমাদের উত্তেজিত.. আনন্দিত করেন বিনিময়ে কম অর্থ কড়ি পান না ! বরং অনেক বেশী । আমাদের সাধারণ থেকে অনেক বেশী ও দ্রুত বিত্তশালী হন ।
আপনারা ৩ বছরে যা আয় করেন তা আমাদের ৩০ বছর লাগে ।আর সাথে সামাজিক সুবিধার কথা তো বাদই দিলাম ।
তবে কেন এই প্রহসন ?
সবুর করেন যতটুকু প্রাপ্তি , চুরি করে বড়লোক হওয়া যায় কিন্তু মানুষের মন জয় করা যায় না, পরকালের কথা তো বাদই দিলাম । নাস্তিক হইলেও সমস্যা নাই, সামাজিক তো অন্তত ?
সামাজিকতার খাতির অন্য সাধারন জনগনের মন নিয়ে তামাশা না করলেই কি নয় ?
স্পট ফিক্স করে ওভারে ৬ বলে ৬ ক্কা হাকার নো প্রবলেমো কিন্তু আল্লাহর দোহাই লাগে ৬ বলে ৬ জনে আউট হলে দেশের তামাশা সৃষ্টি করবেন না ।
অন্য কারও সমস্যা হলেও আমার নাই, আই সিসি মাই সিসি ফিফা টিফা ধার ধারি না । এরা নিজেই করাপ্ট,, ওহ ..দু:খিত আমাদের সরকারই তো করাপ্ট !
সুতরাং বটম পয়েন্ট হল দেশের বিরুদ্ধে কিছু করলে সবার কাছে জানি না, আমার কাছে অন্তত মাফ নাই ।।।।।।।
তাই আশরাফুল সাহেব এর ধারাবাহিক দেশের পক্ষে হয়ে কৃত্তিমভাবে [/sb]ডাব্বা খেলার জন্য যদি তার ফাসিও ক্যাস্ট করে তাহলে দেশদ্রোহী হিসেবে ঝুলানোর দাবি করছি । (যদি প্রমাণিত হয় তিনি লীগে নন বরং আন্তজার্তিক ম্যাচে এহেন কুকর্ম সম্পাদন করেছে) একই কথা সুজন, পাইলট, রফিক , তামিম, সাকিব, মাশরাফি যেই হোক না কেন , সবার জন্য প্রযোজ্য ।
আমি দু:খিত ।
আমি সর্বদা ভাবতাম বাংলাদেশ এই কালগ্রাস থেকে মুক্ত না, নাহ... ধুতরা সাহেব এই ভুল ভেঙ্গেই দিল !
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৭:০১
রিফাত হোসেন বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম...