নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

গেইম সেন্টার পিসি কনফিগ

১১ ই জুন, ২০১৩ রাত ৮:২৬

দোস্তের দোস্ত.. একটা গেইম সেন্টার দিবে ।



আপাতত দুইটা পিসি দিয়ে শুরু করবে ।



আমি বলেছি ৪ টা দিয়ে কমপক্ষে শুরু করতে ।



এই ব্যবসা কি লাভজনক হবে ? এটা আপাতত বেটা প্রজেক্ট ।



কন্ট্রিবিউট করতে বলেছিল কিন্তু পুরো বিষয়টা না বুঝে বলা কঠিন ।



কি ধরনের পিসি মানে মাদারবোর্ড, প্রসেসর, গ্রাফিক্সকার্ড, রেম, মনিটর লাগবে ?

এগুলো সিলেক্ট করতে পারছি না ।

লো রেঞ্জ নয় বরং আরেকটু আপ এর দিকে মিড রেঞ্জ এ.. তবে টার্গেট আছে সব গুলিতে ২ বছরের মাথায় কোর আই ৫ আপগ্রেড দেবার জন্য ।সেই জন্য ভাল মাদারবোর্ড এর চিন্তা মাথায় আছে ।

আমার চিন্তা ২ বছর ভবিষ্যত চিন্তা করে এগিয়ে যাওয়া ।



বিডির স্ট্রীটে জনপ্রিয় ল্যান গেইম গুলি কি কি?



লেন গেইম এর জন্য আলাদা সার্ভার কোন বাড়তি কোন পদ্ধতি দরকার আছে কিনা ?



কারন যদি সফল হয়, তাহলে ৪+ ২ +২=৮+৪=১২....২০ পর্যন্ত পিসি বাড়ানোর চিন্তা আছে ২ বছর এ ।



নির্ভর করবে আয় ও জনপ্রিয়তার উপর ।



পার পিসি এর সাময়িক বাজেট কি হতে পারে.. বর্তমান গেমস চালানোর জন্য ...



মাঝখানে আছে বিদ্যুত এর সমস্যা্ আর বিল ?



গেইম সেন্টার এর ঘন্টায় কাউন্ট করে নাকি পার এ্যারেঞ্জ গেইম এর !

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার মনে হয় জনপ্রিয় হবে।

১১ ই জুন, ২০১৩ রাত ৯:২৮

রিফাত হোসেন বলেছেন: হলে তো ভালই । আশা রাখি । :)

২| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:৩২

ঢাকাবাসী বলেছেন: বিদ্যুৎ ভোগাতে পারে। ভাল করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.