নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে সস্তা ফ্লাইট বুকিং 8-|

২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৫

অনলাইনে সস্তা ফ্লাইট বুকিং কোথায় ও কিভাবে :)



খুজছি ।



অনেকে অনেক ছাড় দিয়ে থাকে :)



যদিও শোনা কথা । :( কিন্তু আজ পর্যন্ত আমার জীবনে বাস্তব হল না । গুগলের সার্চ বারে টিপে টিপে ক্লান্ত ।



কারউ কাছে জানা থাকলে জানান দিবেন আশা রাখি । :)



এজেন্ট থেকে তুলনায় দাম বেশীই থাকে দেখেছি । আর বাংলাদেশে আরব ফ্লাইট ছাড়া আর বাকি বিমান সংস্থা প্রায় যায়ই না ।

ব্রিটিশ এয়া. এ্যরোফ্লট.. থাকলে অনেক সুবিধা হত :)



তুর্কি আছে তবে প্রচুর চেক করা হয় :( এখান থেকে ছাড়ার সময় । যেটা আবার অন্য দেশের বিমান সংস্থায় হয় না ।



জার্মান বিমানগুলিও যায় না ।



যাই হোক ।



সত্যিকার অর্থে ছাড় দেয় এমন বুকিং দেয়ার সাইট খুজছি । সব সাইটই ছাড়ের কথা বলে কিন্তু বাস্তবে একই দাম সরবরাহ করে ! তাহলে ছাড় হল কেমনে ! :P

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৫

সাইদুল পবন বলেছেন: আমি সবসময় Skyscanner এবং kayak ব্যবহার করি. আশা করি পেয়ে যাবেন

২| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আফসোস আমার এই বিষয়ে কোন জ্ঞান নাই :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.