নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

ঢাকা, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, চট্টগ্রাম কোন মোবাইল নেট ভাল ?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

ঢাকা, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, চট্টগ্রাম কোন মোবাইল নেট ভাল ?



একটু জানা দরকার । থ্রিজি কাভারেজ আছে কি ?



একটা নেট নিব আর কি এয়ারপোর্ট থেকে । সাথে কি ছবি টবি থাকা লাগবে ?

পোস্ট পেইড নাকি প্রিপেইড সুবিধা হবে ?



আমার আন লিমিটেড টক টাইম ও ইন্টারনেট কানেকশন দরকার মোবাইল এর , সস্তা হলে ভাল হয় , দাম হলে নিতে হবে :( বাধ্য হয়ে ।



আগামী ২ মাস ব্যবহার করব শুধু । আর ঢাকার গুগল ম্যাপ সার্ভিস কতটুকু দেয় ?

একটা পদযাত্রার ইচ্ছা আছে :) তো তাই ।







মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

কস্কি বলেছেন: ঢাকা (পুরোটা) এবং চট্টগ্রাম (শুধু শহরে) টেলিটক থ্রিজি দৌড়াচ্ছে !! ;)
আর বাকী জায়গায় স্পীড খুব বেশি এক্টা পাবেন না!! :(

যদি ঢাকা এবং চট্টগ্রামে থাকা হয়, তাহলে স্পিডের জন্য টেলিটক থ্রিজি ছাড়া বিকল্প নেই ;) টেলিটকের যাবতীয় ট্যারিফের জন্য ভিজিট করুন http:///www.teletalk.com.bd

আর যদি সব জায়গায় সমান স্পিড লাগে তবে জিপি ছাড়া বিকল্প নেই ; জিপি আপাতত তো আর ঢাকা ছাড়া থ্রিজি দিতে পারছে না :(

আর না হয় এক্টা মাইফাই কিনে সিটিসেল জুম নিতে পারেন, যদিও জুমের প্যাকেজ বেশি সুবিধার না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.