নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

টিকেট চাই ::::বাংলা বনাম নিউজি খেলার

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৬

অনেক খোজলাম কিন্তু পেলাম না মন মত। এমনি যাব সখও না, বন্ধু বললল স্টেডিয়াম এর মজা নিতে, আসলে তার ই যাওয়ার ইচ্ছা বেশী।

আমি ঘরে দেখতেই শ্রেয় মনে করি।_

টিকেট যদি ১০০০ টাকা কিংবা ৫০০ হয় তবে যাব না।



আমি ২০০-৩০০ এর দাম এ খুজছি। এর উপর যাব না সাউথ এর দিকে পেলে ভাল হয়।

এবার না পেলে আগামীটা আগেই কিনব যদি যাওয়ার ইচ্ছা থাকে।

আর না হলে প্রজেক্টের কিনে ঘরেই গ্যালারী করে নিব।



কারো কাছে ২ কি ৩ বা ৪ টা টিকেট হবে কি?



হলে ফোন নং ছেড়ে যান দয়া করে, ২ টা অবশ্য ই নিব ৩ বা ৪ টা শিউর না, ভাগ্নে ভাতিজিরা যদি যায়। দাম এর উপর চিন্তা...

আর গ্যালারীতে বেস্ট পজিশন কোথায়? কত নাম গ্যালারীর কোন টা কড়া রোদ পোহাতে হয় আবার কোথাও ছাউনি, কোথাও ললনারা, কোথাও তারকারা আসে যায়,

না মানে ভাগ্নে সাকিব তামিম কে দেখতে চায় :) এটা আসল কথা।



অনলাইনে আগামী খেলার টিকেট অনলাইনে কেনা যায় কি?





ধন্যবাদ

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৪

এন ইউ এমিল বলেছেন: ঘরে খেলা দেখার এক রকম মজা মাঠে খেলা দেখার অন্য রকম মজা,

ঘরে শারিরিক আরামটা বেশি পাবেন বাট মানষিক ফুর্তিটা একটু কম পাবেন
মাঠে শারিরিক আরাম মোটেও পাবেন না বাট ফুর্তিবাজি পাবেন চরম

আমি দুইটাতেই মজা পাই

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

রিফাত হোসেন বলেছেন: হু.. ম আমি ঘরেই মজা পাই ।

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩

ভিটামিন সি বলেছেন: আপনি যতগুলো প্রশ্ন করেছেন, আমার মনে হয় খোদ বিসিবির প্রধানও এর জবাব দিতে পারবে না। আর টিকিট!!!! সেতো বিক্রি হয়ে গেছে সেই কবেই? রবিবারে টিকিট না পাইয়া পাবলিক ইটায়া ব্যাংক ফাডায়ালাইছে, আপনি থাকেন কই?

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

রিফাত হোসেন বলেছেন: হেহেহেহ

৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২

শহুরে আগন্তুক বলেছেন: বিরাট চাওয়া ...দেখি কেউ মিটাতে পারে কিনা ! :P

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

রিফাত হোসেন বলেছেন: লল ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

উদাসী স্বপ্ন বলেছেন: আপনে অখন আছেন কই? নাকি ডিসেম্বরের ছুটিতে গেছেন দেশে?

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

রিফাত হোসেন বলেছেন: ডিসেম্বরেই ফেরত আসি ।

ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.