নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২১শে ফেব্রুয়ারী
২৬শে মার্চ
১৬ই ডিসেম্বর
এই তিনটা দিন এর তারিখ তো স্মৃতিতে স্থায়ী রূপ নেওয়ার কথা তাই না ?
বাংলাদেশের স্কুলে যারা পড়েছেন, ছোট থেকেই তা শিক্ষা দেওয়া হয় । তবে আজও কেন অনেকই তা জানেনা বা ভুলে গিয়েছে ।
আমি তো ভোলার চেষ্টা করলেও পারব না । যেমন আমার জন্ম দিন টি তেমনি আমার মাতৃভূমির ইতিহাস ।
পরীক্ষায় এসব নিয়ে আলোচনা বা প্রশ্নবান থাকতই ।
ফেবু বা ইউটিউবে দেখলাম কিছু সব আজব পথচলা উপস্থাপনা । যেখানে দেখা গেল স্কুল ছাত্র ছাত্রী, তরুন তরুনী । তাদের উদ্ভট উত্তর এসব দিন গুলি নিয়ে !
আগেও দেখেছি , আজও অন্য কিছু দেখতে গিয়ে চোখে পড়ল । রাগ, অভিমান, হাসি ৩ টাই টগবগ করছে ।
এমনকি বাচ্চাদের অভিভাবকরাও ভুলে করছে দেখে ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭
রিফাত হোসেন বলেছেন: মাথায় ঢুকে না, এতটুকু সাধারন জ্ঞান তো পরীক্ষায় আসে এবং বাধ্যতামূলক আসার কথা ।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১
চারশবিশ বলেছেন: পোষ্টের সাথে উত্তরটা থাকলে ভাল হত
২১শে ফেব্রুয়ারী = আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২৬শে মার্চ = স্বাধীনতা ও জাতীয় দিবস।
১৬ই ডিসেম্বর = বিজয় দিবস।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬
রিফাত হোসেন বলেছেন: জাটকা ধরার জন্য দিয়েছিলাম।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬
এন ইউ এমিল বলেছেন: পোলাপাইনরে জিগান ডোরেমন কবে, কখন, কোন চেনেলে, কয়টার সময়, সপ্তায় কয়দিন হয় ঠিকঠিক উত্তরদিয়া ১০০/১৫০ পাইবো