নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

এম এস আই গেমিং ল্যাপটপ

৩১ শে মে, ২০১৪ ভোর ৫:৫৬

আজকেই হাতে আসল এম এস আই গেমিং সিরিজ msi ge60 2p3 Apache Pro.



ঈদের দিনের মত খুশি কয়েকটা বছর ধরে বহু গবেষনা করে তথা খুটিয়ে খুটিয়ে উপাত্ত মিলিয়ে, টাকা কড়ি জমিয়ে এই সাধনার ধন হাতে এসেছে । :)



যদিও জার্মান কোম্পানী জার্মান থেকে এসেছে কিন্তু এটি চীনে তৈরী !



মূল দাম এক ২০ . ট্যাক্স আরও ৩০ আর + ২৫ এর মত বীমা করেছি ৩ বছরের বাড়তি যদি কোন দূর্ঘটনা ঘটে । সব মিলিয়ে এর পিছনে গিয়ে ১ ৭০ এর মত ।



আর সাথে রেজরের হেড ফোন কিনেছি । সেটা নিয়ে আরেক দিন বলব ।



4700 core i 7

nvidia gtx 860m G Card

Super raid 100gb up or ssdisk + 1TB HD (7200rpm)

Steelseries keyboard intgr. with 4 colors bklight

Audio boost dynaudio

super cooler

killer lan compnt 4r lan gaming

fulHd with matt or non glare or non rflx

১৬০০ ডিডিআরথ্রি গতির রেম । ৮ জিবি

ব্লুরে রম উইথ কম্বো ডিভিডি রাইটার ।

৮.১ উইন্ডোজ , অবশয়্যই ক্রয়কৃত !

এল্যামুনিয়াম ম্যাটিরিয়াল দিয়ে ডিজাইনকৃত বডি ।

৩ ঘন্টা বেকআপ ।

২.৬ কিলো তবে ব্যাটারী চার্জার ছাড়া । এই চার্জার নিজেই অনেক ওজন !

তবে ব্যাটারী ও ল্যাপীর ওজন মাত্র ২.৬ কিলো !



এখনও গেইম খেলা শুরু করি নাই । ডেস্কটপ থেকে স্টিম এর গেইম গুলি আপাতত এইচডিডিতে নিয়ে এতে রিপ্লেস করব । সেই কাজ ই রাতে করছি ।



একে আপডেট করা যায় ১৬ জিবি রেম ও আরও ২ টি এস এস ডি যোগ করা যাবে । এটা শিওর ।



বায়োস আপডেট বা উইন্ডোজ আপডেট ফ্রি হবে কিনা জানি না বা মাদার বোর্ড বা জিপিউ বা সিপিউ বা রম ড্রাইভার আপডেট নিয়ে জানা নাই ।

আপাতত ৪ বছর নাকে তেল দিয়ে ঘুমানো যাবে । :)



এই ধরনের কাছাকাছি এক ভার্সন গত বছর কিনে ফেরত দিয়েছিলাম যদিও পুরো টাকা দিয়েছিল । তার আবার এই ব্র্যান্ড এরই টাচ প‌্যাড এ সমস্যা ছিল । কিন্তু এই ভার্সনই কিনা মনে নাই ।

তবে এই ভার্সন এ টাচপেড এ অনেক উন্নত হয়েছে তবে একটু খশ খশে ভাব রয়েছে । বডি ডিজাইন আগেরটা সস্তা ছিল তাই খারাপ ছিল, এবারকারটা ভাল ।



শব্দ রাত বলে চেক করতে পারছি না

পুরোপুরি চেক করি নাই, তবে আপাতত ভালই সার্ভিস দিচ্ছে ।





মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৪ ভোর ৬:৪৯

কালের সময় বলেছেন: আসলে আমি জানতে চেয়ে ছিলাম এতাকি ল্যপ্টর্টপ নাকী ট্যবলেটপিসি আর মূল্যকত বাংলাদেশের টাকা হিসেবে মানে কিসমতে থাকলে আমিও একটা কিনতাম।

৩১ শে মে, ২০১৪ সকাল ৭:৪৫

রিফাত হোসেন বলেছেন: আমি পোষ্টের কোথাও টাচ স্ক্রীনের কথা বলি নাই । আর এই কনফিগে ট্যাবলেট পিসি ভুলে যাওয়া উচিত বর্তমান যুগে । আগামী কয়েক বছরে আসলে আসতেও পারে ।
সুতরাং আমার ল্যাপটপ টা ল্যাপটপই । :)

মূল্য আনুমানিক সব মিলিয়ে এর পিছনে গিয়ে ১ ৭০ এর মত (মূল দাম এক ২০ . ট্যাক্স আরও ৩০ আর + ২৫ এর মত বীমা করেছি ৩ বছরের বাড়তি যদি কোন দূর্ঘটনা ঘটে )

২| ৩১ শে মে, ২০১৪ সকাল ৯:২৮

সকাল হাসান বলেছেন: জিনিস খানা তো চরম।

লোভ লাগতেছে - ডেক্সটপে আপডেট করা লাগবে দেখতেছি আমার।

যাই হোক ভাই - হ্যাপি গেমিং

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.