নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

আর্জেন্টিনা আমি অপেক্ষা করছি

০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

আর্জেন্টিনা আমি অপেক্ষা করছি

বিজয়ের ঘোষনা শুনতে



আর্জেন্টিনা আমি অপেক্ষা করছি

মেসি গ্যাগোর হুঙ্কার শুনতে



আর্জেন্টিনা আমি অপেক্ষা করছি

আর্জেন্টাইনদের সুইস বধের



না কোন কোহলিকার জাদুর মায়াতে নয়

সে এক মেসি আরেক মারাদোনা



ইতিহাস ফিরে আসবে

২০১৪ উল্টোবে



বিজয়ের রথ যাবে তেপান্তর থেকে তেপান্তরে



বিশ্বাস কর, আর নাই কর

পরাজয় বলে কিছু নাই



আছে শুধু বিজয় বিজয় বিজয়...





চোখ খোলা রেখে বলছি সত্যি পরাজয় বলে কিছু নাই কেউ জিতে কেউ হারে এইটাই জগতের নিয়ম । যদিও কখনওবা ড্র হয় তখনও কথা থাকে ড্র হয়েছে তাতে কোন দল দূবর্ল থাকে । তবুও আমরা বিজয়কেই মনে রাখি, শক্তিশালীকেই ধারন করি !

দূর্বল থাকে আপেক্ষিক ।



তাই চোখ বন্ধ করে বলছি, জয় আমার - আমাদের সকলের । বিশ্বাস ভালবাসা বলে কথা আছে । জয়টা মেসির , আর্জেন্টিনার । এই জয় আমাকে কোন টাকা কড়ি দিবে না তবে আপ্লুত করবে, উদ্যমতার শক্তি দিবে । আমরাও পারব একদিন পারব । স্বপ্নের জাল বুনে যাব ।

মেসি মারাদোনা পেলে পৃথিবীতে থাকলে জাদুকর সামাদও আছে আর হয়ত অন্য কোন আসবে ...







হার্ডকোর আর্জেন্টাইন :) কাপ কইলাম একটাই সেটা মেসির আর্জেন্টিনার । :)



সুইস খেলাই পারে না । :P

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

রিফাত ২০১০ বলেছেন: দেখা যাক কি হয় । আশা করছি মেসি আজকে হেট্রিক করবে।

২| ০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:২১

চড়ুই বলেছেন: সুইজারল্যান্ড এর মতো ফালতু দলের সাথে যে কোন দলই জিতবে সেইটা দেখার জন্য অত অপেক্ষা করার দরকার নাই। এই কবিতা ওই দিন লেইখেন যেইদিন আর্জেন্টিনা ব্রাজিলের মতো শক্তি শালি দলের সাথে খেলবে। ;) ;) ;)

০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:০৮

রিফাত হোসেন বলেছেন: কথা ঠিক বললেও কিন্তু ব্রা জিল ভাই বেরাদার দের মুখ দিয়ে তো দুয়ো বাহির হচ্ছে !

যদি শকুনের দোয়ায় গরু মরত ! আফচুচ অনেক .. চু চু চু :)

আমার পরিচিত সব ব্রা জিল ভক্তরাই পারলে মেসির আমাশয় ব্যারাম বানিয়ে দেয় ! এত ভয় কিসের !

আ ব্রাজিল হেহেহহেহেহহ চিলির সাথে যে খেলা দিল না ! হেহে মেসি ছাড়াই সাইজ দেওয়া সম্ভব !

৩| ০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:২৫

শেখ আজিজুর রহমান বলেছেন: ঠিক বলেছ চড়ূই ভাই.।

৪| ০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:১৩

চড়ুই বলেছেন: :D :D শকুনের দুয়াই গরু মরেনা। ইরানের সাথে খেলতে জায়া যা দেহাইল আপনে তো কথা কমি কোন। অইটা তো ওগো ভাগ্য ভালো যে শেষ মেশ ১ টা গোল দিতে পারছে অনেকটা ঝরে বক মরার মতো।
B-) B-) B-) B-) B-) B-) B-)

০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:৪৯

রিফাত হোসেন বলেছেন: সুইসদের যেমনে অপমান করলেন ! হাহাহাা =p~

দৌড়ানি না খান ! তারা রেংক এ আর্জেন্টিনার পরেই আর ব্রাজিল জার্মান থেকে বেশী দূরে নয় । বুঝতেই পারছেন !

তবুও আর্জেন্টিনাই জিতবে !

চিলির সাথে ব্রাজিল এর রেংক এর পাথর্ক্য অনেক দূরে । তবুও মনে হল পিঠাপিঠি !

ফিফা রেংক তৈরী হয় খেলোয়াড় ও দলের মান অনুযায়ী । জয় পরাজয় ইত্যাদিও যোগ হয় ।



আচ্ছা এখন খেলা দেখি , ট্রাইবেকার এ যাবার ইচ্ছা নাই । :) আমরা তো ব্রাজিল না ;)

আগেই খেলা খতম করে দিব ইনশাল্লাহ !

৫| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১১:৫৫

সীমানা ছাড়িয়ে বলেছেন: সুইজারল্যান্ডের মত ফালতু (!) দলের সাথেই খাবি খাওয়া অবস্থা। এ যাত্রা কোন মতে পার পেলেও ভবিষ্যতে কি আছে কে জানে?

০২ রা জুলাই, ২০১৪ রাত ১২:০৭

রিফাত হোসেন বলেছেন: সুইসকে ফালতু মনে হয় ! ইয়া মাবুদ হাহাহা

তাহলে চিলি কি ছিল ?

হাহাহাাহ কই Click This Link চিলি আর কই Click This Link

সাহেব খেলা সম্বন্ধে ধারনা না রাখেন , অন্তত ভিত্তিহীন কথা আশা না করি । :)


চিলির সাথে ব্রা জিল তো যাচ্ছে তাই খেলেছে । :) সেখানে আর্জেন্টিনা অনেক ভাল খেলছে । :)

৬| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৮

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: অ্যাহ! যা টেনশনে ছিলাম। তাও জিতলো তো শেষমেস, ভালোমতই জিতছে :) টাইব্রেকার টেকার লাগে নাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.