নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

গোল .................. মেসির এর সহায়তায় .. চরম.. .. সুইস আর চিলি নামা সাথে ফ্রি

০২ রা জুলাই, ২০১৪ রাত ১২:২২

আর্জেন্টিনা আর সুইস দের খেলা নিয়ে ব্রা জিলিয়ান ভক্তদের নাক সিটকাচ্ছে একটু পর পর ।

দয়া করে দেখুন Click This Link চিলি বনাম ব্রা জিল এর শেষ ম্যাচ অবস্থা !



আর সুইস বনাম আর্জেন্টাইনদের এই খেলার পরিসংখ্যান । Click This Link



আর ফিফা রেংক এ চিলি ১৪ ! আর সুইস রা ৬ষ্ঠ অবস্থানে আছে ।



সুতরাং সুইসরা যদি রাস্তার দল হয় (ব্রা জিল ভক্তদের মতে!) তাহলে চিলি কি ছিল ?



আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত হয়ে অবশ্যই জয় কামনা করব । যতই ভাল দল হোক না কেন তাদেরকে বিজয়ী দেখতে চাইব না । এই বলে হুট করে একটি দলকে রাস্তার দলের সাথে তুলনা করা চলে না । সুইসকে এমনই ফালতু দল হলে চিলি তো ডাবল ফালতু !



আর্জেন্টিনার তার পিঠাপিঠির সাথে যুদ্ধ করছে হাসি মুখে । আর ব্রাজিল তার থেকে নীচের সারির দল তথা সুইসদের থেকেও নীচের দলের সাথে যুদ্ধ করেছে হারতে হারতে :)





Click This Link এই দিলাম লিংক সুইস, চিলি, আর্জেন্টিনা আর ব্রাজিল এর এই শেষ ৪ বছরের ...



এই বার খুজেন ব্রাজিল এর চিলি কেমন আর সুইস রা কেমন !



মক্কেল সাপোর্টাররাই সুইসদের চিনে না ;)

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১২:৫৪

রাজিব বলেছেন: আজ অনেক ভাল খেলেছে আর্জেন্টিনা।

২| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১:১৩

কেএসরথি বলেছেন: আর্জেন্টিনা ভালো খেলেনি। জানিনা উপরের ভদ্রলোক কেন লিখলেন ""অনেক" ভালো খেলেছে।" সম্ভবত ব্রাজিল সাপোর্টার।

মেসি আবারো প্রমান করল, সেই আর্জেন্টিনার প্রান-ভোমরা। ওকে আটকে দিতে পারলে আর্জেন্টিনার ৮০% আক্রমনই থেমে যায়।

০২ রা জুলাই, ২০১৪ রাত ১:২৩

রিফাত হোসেন বলেছেন: আর্জেন্টিনা ভাল খেলেছে.. অনেক ভাল খেলেছে বলা যাবে না ।

তবে আর্জেন্টিনা যে সুইসদের জমদূত ছিল তা খেলার পরিসংখ্যান দেখেই বুঝা যায় ।

বলের পজিশন, শট, ফাউল, পাস, ডিফেন্স । সব দিক দিয়েই আর্জেন্টিনা ভাল অবস্থানে আছে ।

সঠিক , সেই প্রাণ ভোমড়া :) আর এটাও সঠিক জনাব রাজিব ব্রা জিলিয়ান !

৩| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১:২২

ইউআরএল বলেছেন: ভালো লাগলো বস। statistics টা দেখে

৪| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১:৫১

রাজিব বলেছেন: না ভাই আমি ব্রাজিলিয়ান না- আর্জেন্টিনা সেই ১৯৮২ সাল থেকে তবে আপনার মত হার্ড কোর না। যাই হোক আজকের খেলা আমার ভাল লেগেছে। সুইসরা একেবারে প্রথম সারির দল। তাদের হারানো খুব সহজ হবার কথা নয়। তারপরও আর্জেন্টিনা ভাল খেলেছে এবং আমার কখনোই মনে হয়নি আজকে মেসিরা হারতে পারে। অনেক সুযোগ সৃষ্টি করেছে মেসিরা।

৫| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১:৫৫

রাজিব বলেছেন: আর আপনার দেয়া পরিসংখ্যানই বলে দিচ্ছে আর্জেন্টিনা আসলেই কত ভাল খেলেছে আজ। ৬১% বল পজেশন, ২২ অন টার্গেট এটেম্পট, ৭৮ দেঞ্জারাস এটাক করেও যদি অনেক ভাল না খেলা হয় তবে এমন খারাপ যাতে আর্জেন্টিনা প্রতি ম্যচেই খেলে।

৬| ০২ রা জুলাই, ২০১৪ রাত ২:০৭

মুহামমদল হািবব বলেছেন: ওহ বুজতে পারছি না কিভাবে প্রতিক্রিয়া জানাবো আপনার লেখার, মনে হচ্ছে কোটি কোটি প্লাস দিলেও কম হবে। দেশ থেকে হাজার কিলোমিটার দূরে আছি নয়তো দেশে থাকলে আপনার সাথে দেখা করতাম শুধু আপনার হাত দুটা চুম্মা দেওয়ার জন্য।
পরিসংখ্যান আদি আসল সঠিক ইত্যাদি ইত্যাদি।
ভালো থাকবেন।

৭| ০২ রা জুলাই, ২০১৪ সকাল ৭:৫৮

একাকী বাংলাদেশি বলেছেন: আজকে আর্জেন্টিনা অবশ্যই ভালো খেলেছে। গোল হয়তো পায় নাই প্রথমে কিন্তু সত্যিকারের চ্যাম্পিয়নের মত খেলেছে। বিপক্ষ দলের উপর চড়াও হয়ে খেলা বলতে যেটা বোঝায় সেটাই করেছে। আজকে আমি তৃপ্ত।

৮| ০২ রা জুলাই, ২০১৪ সকাল ৮:২০

রাজিব বলেছেন: মেসি ৮ টা সুযোগ সৃষ্টি করেছিল কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় ১ টার বেশি গোল আসেনি। আর্জেন্টিনার আসলেই কপাল খারাপ যে মেসি ছাড়া একজন খেলোয়াড়ও ভাল ফর্মে নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.