নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

ব্রা জিলিয়ান ভাই বেরাদাররা কই ? :((

০৯ ই জুলাই, ২০১৪ রাত ২:৩০

আমার ব্রা জিল বা জার্মানী দুইটার একটাকেও পছন্দ না !



কিন্তু নেইমার এর প্রতি সমবেদনায় আর হাল্ক না থাকার কারনে ( *কোন অজানা কারনে আজ পরপর দুই ম্যাচ হলুদ কার্ড খাওয়া হাল্ক খেলছে!,ফিফা সবই পারে ব্রা জিল এর বেলায়)



যাই হোক মূল কথায় যাই, ৩০ মিনিট এ ১ হালি এর উপর ৫টা খেয়ে ফেলল !



ব্রা জিল কি কলা খেয়ে মাঠে নামছে নাকি আন্ডা খেয়ে ;)



ঘোড়ার আন্ডা খেলতেছে !



নেইমার তো আক্রমনাত্নক খেলত সে থাকলেও তো গোল্লাই যাইত ! কারন তাদের মূল সমস্যা ডিফেন্ড এ :)

সো নেইমার নাই নাই বইলা লাভ নাই, নেইমার থাকলে গোল খাওয়া ১ বা ২টা কমত কিন্তু খালি নেইমার জন্য কি খেলা আটকে থাকে ব্রা জিল এর ! এর ই নাম কি ব্রা জিল ?



মেসি ছাড়াও আর্জেন্টিনা গোল দিতে কষ্ট হলেও হালি হালি খায় না !উল্টা ১ হলেও দেয় :)



সারাজীবন আর্জেন্টিনার দোষ খোজত ব্রা জিল ভাতের ফ্যানরা ! :) আজকে তাদের খেলা তো ২ হালি তথা ৮টা খাইবে নাকি ?



:)



হন্ডুরাস এর কাছে খেলা শিখানোর আবেদন জানাইলাম তাদেরকে !



































জয়তু মারাদোনা জয়তু মেসি জয়তু আর্জেন্টিনা ফুটবল দল ....





* একটু আমার ধারাভাষ্যে গত ম্যাচে এ শুনেছিলাম হাল্ক সেমফাইনালে খেলছে না । কিন্তু আমার দেখার ভুল .. নাকি কার্ড পেয়েছে অন্য কেউ বুঝতে পারছি না ! নাকি ফিফা এটা রিমুভ করল ! অনলাইনেও পেলাম না ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ২:৪০

হাসান মাহবুব বলেছেন: B-)) =p~

২| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ২:৪৫

প্রবাসী পাঠক বলেছেন: কোন অজানা কারনে আজ পরপর দুই ম্যাচ হলুদ কার্ড খাওয়া হাল্ক খেলছে!,ফিফা সবই পারে ব্রা জিল এর বেলায়)


হাল্ক রাউন্ড অফ সিক্সটিন এ হলুদ কার্ড দেখেছে কিন্তু কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড দেখে নি।

৩| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৩:৪৮

কেএসরথি বলেছেন: থিয়াগো সিলভা দুটা হলুদ কার্ড খেয়ে আজকে মাঠের বাইরে।

১০ ই জুলাই, ২০১৪ রাত ১:০৬

রিফাত হোসেন বলেছেন: ওহ... ব্রা জিল নিয়ে একেবারেই ধারনা নেই আমার দেখছি :)

ওদের আমি আবার দেখতে পারি না কিনা ;)

৪| ০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৩৯

তাসজিদ বলেছেন: ভাগছে সব সালারা।
ভাবতাছি বোরকা কিনা দিমু।

১০ ই জুলাই, ২০১৪ রাত ১:০৬

রিফাত হোসেন বলেছেন: হেহেহহেহেহে

৫| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪৩

হাসিব০৭ বলেছেন: বউ আবার ব্রাজিলের ফ্যান তারপর আমার চাচত সমন্ধির বউ ব্রাজিলের কঠিন ফ্যান। বউ কালকে আমার অসুস্থতার কারনেই সেবা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরেছিল কিন্তু ব্রাজিল ৪ টা খাওয়ার পর না ডেকে আর পাললাম না আমি ওকে বলেছিলাম ৮ টা গোল জার্মাণী দেবে কিন্তু দিল ৭ টা। ভাবীতো কান্তে কান্তে বাপের বাড়ি পালাইছে নইলে তো তার খবর আছে কেননা আমার নিজের ও শ্বশুড় বাড়ির সবাই আজেন্টিনা।

১০ ই জুলাই, ২০১৪ রাত ১:০৭

রিফাত হোসেন বলেছেন: হহেহেহ ৮টা তো .. ১ কম ৮টা তথা ১ কম ২ হালি ডিম ........ হাহাহহাাহহা

৬| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২০

প‌্যাপিলন বলেছেন: হেক্সা - হেকসা - হেগসা- হাগসা- হাগসি :P :P

১০ ই জুলাই, ২০১৪ রাত ১:০৭

রিফাত হোসেন বলেছেন: ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.