নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট গতি যতটুকু হওয়া উচিত ততটুকু পাচ্ছি না

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৬

:(

আমার আই এস পি এর প্রতি ভরসা আছে । আমি পিসিতে ভাল গতি পাই । কিন্তু ওয়াইফাই এর মাধ্যমেই ল্যাপটপ ব্যবহার করছি ।



উইন্ডোজ ৭ যখন ব্যবহার করতাম পুরনো ল্যাপীতে তখন স্পিড অপটিমাল পেতাম কিন্তু নতুন ল্যাপী উইন্ডোজ ৮.১ এ অপটিমাল তো পাই ই না স্পিড বরং গতি সর্বনিম্ন !



কিন্তু মজার ব্যাপার হল বরাবর এর মত স্পিডটেস্ট.নেট এর ফলাফল প্রায় একই । মানে অপটিমাল গতি দেখায় । কিন্তু বাস্তবে কোন কিছু ডাউনলোড হলে সমস্যায় পড়ছি ।



আমার মনে হচ্ছে উইন্ডোজ এ কোন বাগ আছে বা ভুল ব্যবস্থাপনা আছে যা আমি ধরতে পারছি না ।



কারউ জানা থাকলে উইন্ডোজ ৮.১ এর ইন্টারগতির কোন সমস্যার সমাধান জানাতেন , উপকৃত হতাম ।





জানি টেকী ব্লগ নয় কিন্তু কে জানে হয়ত লুকিয়ে কোন টিউনার এখানেও ! :)



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৮

নহে মিথ্যা বলেছেন: তাহলে নেট গতি আপনার জানালা ব্যাবহার করছে... একটু খেয়াল করে সেটিং দেখুন... :)

২| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাল বিড়ম্বনায় পড়েছেন।

৩| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:০১

আশাবাদী ডলার বলেছেন: স্পিডটেস্ট.নেট এর উপর ভরসা নাই। আপনি ডিউ মিটার ব্যবহার করে দেখেন যে, স্পীড কত পাচ্ছেন ডাউনলোড এবং কোন ওয়েবসাইট লোড হবার সময়। আর উইন্ডোজ ৮.১ এ মাঝে মাঝে আপডেট ডাউনলোড করে। তখন ব্রাউজিং স্লো হওয়া স্বাভাবিক।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:২১

রিফাত হোসেন বলেছেন: :-B

৪| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২১

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.