নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মুভিখোর ব্লগার এর রিভিউ পরে দেখতে আগ্রহী হলাম ।
শর্টকাট এ বলি, তুর্কি যেহেতু মুসলিম প্রভাব বিদ্যমান । ইসলাম ধর্ম এর জ্বীন জাতি আর মানুষ সহ থ্রিলার ও ভৌতিক উপস্থাপনা । আমি এখনও দেখি নাই দেখব । ২০০৬ থেকে ধীরে ধীরে ৫টি পর্ব নাকি আছে, সব গুলিই দেখব ।
D@bbe (2006
ইউটিউব
online link http://tinyurl.com/nyvaofz সরাসরি দেখার জন্য
(সাবটাইটেল সম্ভবত)
এখনও দেখি নাই, কাজ থেকে ফিরে এসে দেখব ।
আর ডাউনলোড করতে চাইলে যার যার আইডিএম বা ডাউনোড সফটওয়্যার ব্যবহার করুন ।
১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:১৪
রিফাত হোসেন বলেছেন: ১ টার আছে, এই পোস্ট এ আছে আর ৪ নং ইউটিউব এ আছে সাবটাই. সহ
বাকি ২,৩,৫ তুর্কি ছাড়া পাচ্ছি না।
২| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৪
লিরিকস বলেছেন: আমি দেখব না। আমার ভয় বেশি।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭
তাশমিন নূর বলেছেন: ইংলিশ সাবটাইটেল থাকলে আমি সবই গিলি।
এইটাও তালিকায় রাখলাম।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:১৫
অপু তানভীর বলেছেন: চমৎকার ! এইটাই তো খুজতেছিলাম ! ইংলিশ সাবটাইটেল আছে !
আর বাদ বাকি চার টার লিংক পাওয়া যাইবে না ?