নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

সস্তা ৩জি এনবল্ড মোবাইল ফুন খুজছি

৩০ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:২৮

সস্তা তবে ব্যবহার বান্ধব মোবাইল ফুন খুজতেছি ।
আব্বা আম্মার জন্য বলা যেতে পারে ।
বর্তমান স্মার্ট মোবাইল এর মহাত্ব্য আব্বাকে বা মাকে বোঝানে যাবে না । তারা এর মানে কল করা বা ধরাই বুঝে । মেসেজটাও ভাতিজী বা বোনকে করে দিতে হয় প্রয়োজনে । আসলে আব্বু ও আম্মা দুইজনেরই বয়স হয়েছে । :(
কল লিস্ট ব্যবহার করতে পারে না, তাই চিন্তিত অনেক ।

আব্বা এখনও মোবাইল এর ডায়রিতে লেখা নাম্বার ফলো করে জোরে জোরে বোতামে চেপে স্বাচ্ছন্দ্য বোধ করেন । :) সে এক ঐতিহাসিক দৃশ্য ।

কিন্তুু আমি চাচ্ছি ভাতিজাকে দিয়ে একটা সহজ মোবাইল ক্রয় করাতে ।
এন্ড্রয়িড হলেই ভাল হয়, যদিও নোকিয়ার সিম্বিয়ান বা উইন্ডোজ অথবা ক্ষেত্র বিশেষ এ আইফুন মাথায় আছে তবে ৩জি এস মডেলটা শুধু । যদি বোতাম ওয়ালা সুবিধার চিন্তা করলে ব্ল্যাকবেরীই মাথায় রাখতে হয় কিন্তু এটা অপ্রয়োজন ।

স্কাইপে ও ভাইবার এ কথা বলা ও দেখার সুবিধা সম্পূর্ণ সাপোর্ট করে এমন (যদি এন্ড্রয়িড সাপোর্টেড সস্তা চাইনা মডেল এর কোন মোবাইল হয়)

বাংলা ভাষা বিল্ট ইন সেটিংস বা ফ্রন্ট পেইজ এ ব্যবহার করার সুবিধা থাকলে ভাল হয়, যেহেতু মোবাইলটা বাংলাদেশে ক্রয় করা হবে তাই নেটিভ(বাংলা) থাকার কথা । কোন কোন নোকিয়াতে আছে পত্রিকায় পড়েছিলাম, তাতে আম্মার জন্য হেল্প হবে ।

রেড বাটন আর গ্রীন বাটন ক্লাসিক স্টাইলে ফিজিক্যাল হলে ভাল হয় ।

সামনের ক্যামেরাটা ভাল হওয়া জরুরী, যেহেতু তাদের আমি দেখব ।

বাবা এই যুগের হলে কোন সমস্যাই ছিল না । কিন্তু উনি কম্পিউটার বলতে ক্যালকুলেটর কেই প্রাধান্য দেন । :(
যদিও তার কলকাতার কলেজ/ ইউনি(ঠিকমনে নাই) ভ্যাকেশনে টাইপরাইটার শিখেন ।

আমি খুব চিন্তিত থাকি তাদের নিয়ে । আগে ছিলাম না । যতই তাদের বয়স হচ্ছে, আমার চিন্তার বলিরেখা বৃদ্ধি পাচ্ছে ।

একটা সময় কতই না কষ্ট দিয়েছি তাদের, তাদের বাধর্ক্যে আমি কাছে থাকার আপ্রান চেষ্টা করছি কিন্তু একটি সময় আমি ছিলাম না ।
সাধারন ফোনে এ কথা বলা ব্যয় অনেক আর সেটা যদি দৈনিক হয় তাহলে আরও বেশী হয় । কানেকশন ফি ধরে এইটাই ধরে বেশী ।
বাংলাদেশে তো ইন্টারনেট এর প্রসার অনেক হয়েছে তাই এরই মাধ্যমে সরাসরি কানেকশনে যেতে চাচ্ছি গ্রামীণ ফুন ৩জি দিয়ে । এটার নেটই ভাল । ৫০০ এম বি বা ১ জিবি প‌্যাকেজই যথেষ্ট ।

গেমস দরকার নাই । শুধু সামনের ক্যামেরা, স্কাইপে ভাইবার দুই টা দরকার । আর ২ টা ভিসিবল রেড আর গ্রীন বাটন হলে চলবে ।


আমি খুজছি আপনারও একটু সহায়তা করুন ।

যদিও এম্পরিও মোবাইল এর আছে, চোখে আছে আপাতত।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.