নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিয়ে করব, এমনিতেই দেশের অবস্থা খারাপ, তার মধ্যেও এই সিদ্ধান্ত । হাতে সময় থাকলেও দেশের দুই দলের তর সইছে না ক্ষমতার শক্তি প্রদর্শনে ।
এখন এই বিয়ে উপলক্ষ্যে একটি মোবাইল গিফট করতে চাই । বাজেট ১০-২০ এর মধ্যে ।
সেমসাং বা আইফুন নয় এই গুলি তুলনায় দামী ব্র্যান্ড । যা আমি ব্যবহার করি । এখন থেকে একই কনফিগ বা কাছাকাছি ধরন গুলি ক্রয় করব চিন্তা করছি ।
এমনিতেই অনেক খরচ হয়েছে আর আরও হবে তাই এই মোবাইল খাতে ২০ এর উপর উঠা বোকামী ।
এক বন্ধুকে বললাম ও অপ্পো বলল , যদিও কিছু বললাম না ।
অপ্পো, সিম্পফোনী, ওয়াল্টন টার্গেট এ আছে ।
ভাল ক্যামেরা দুই দিকেই আশা করছি ।
রেম ১ এর উপর ২ জিবি হলে ভাল হয় ।
সত্যিকার অর্থে ভাল ভিডিও কল ও ছবি তোলাই টার্গেট ।
দেখতে স্মার্ট হলে মন্দ হয় না ।
অনেক সময় সিপিউ ও জিপিউ সমন্বয় থাকে না , মানে দুবর্ল হয়। এক্ষেত্রে ভাল একটি খুজছি ।
মোবাইল যাতে গরম না হয়, সেরকম সেট হল ভাল হয় ।
অনেকে ওয়াল্টন এ খুশি হয় নাই তাই বললাম আর কি ।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৮
শায়মা বলেছেন: শাড়ি কি কিনতে চাও জানতে চাইলে এই টাকায় দোকান সহ শাড়ির নাম বলে দিতে পারতাম ভাইয়া।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩২
ইচ্ছে বলেছেন: অগ্রিম অভিন্দন
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২
যোগী বলেছেন: আইডিয়া নাই