নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

মোবাইল ক্রয়

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

একটই মোবাইল কিনব। কিন্তু কোন টি কিনব তাই সিদ্ধান্ত নিতে পারছি না।

বাজেট ১০থেকে ২০ এর মত।
চাহিদা বলতে গেলে ভাল ক্যামেরা(যদিও মোবাইল কে ছবি তোলার মাধ্যম হিসেবে ভাবা ঠিক না তবে বাড়তি ক্যামেরা বহন করতে চাচ্ছি না, শক্তিশালী ফোন হলে কেন নয়?)
রেম ২ জিবি চাই।
রম ১৬ জিবি থেকে যত উপরে যাওয়া যায়
গরিলা ডিসপ্লে থাকা উচিত, আমার টেবে বেচে গিয়েছে কয়েক বার তাই ফিদা তার উপর :)
কাস্টম রম না হলেও অন্তত রুট করা যাবে এমন ফোন হলে ভাল হয়।
ব্যাটারি ৩০০০ এর কাছাকাছি থাকলে কারনা ভাল লাগে।
পর্দা ১০৮০পি এর উপরে থাকলে ভাল হয়।
আগামী ২-৩ বছর আরাম করে চালানো যাবে এমন। হাত থেকে পরে গেলে আফসোস নাক যতটুকু হবে লাগ হলে বার বার মানে হ্যং হলে।

অপরিচিত ফোন নিব না। ভাল রিভিউ এর আশা করছি। আন্তুতু বেঞ্চমার্ক টেস্ট এর নাম্বার কি বিগ পয়েন্ট?

স্যামসাং জে৫ আর প্রিমও ভি২ দেখলাম দাম কাছাকাছি তবে ভিতরের হার্ড ওয়্যার ভিন্ন। আনতুতু তে প্রিমো ভি২ অল্প পয়েন্ট পেয়েছে। ডিসপ্লে রেম সব ই তফাত
হুওয়াই এইচটিসি শিওমিয় এগুলোর দাম নিয়ে ধারনা নেই।

যদি কার উ পরিচিত কোন সেট থেকে থাকে জানান। শেয়ার করলে খুশি হব

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

মুহাম্মদ মুস্তফা মুশাররফ বলেছেন: Asus Zenfon ৫ দেখতে পারেন। ব্যাটারি বাদে সবকিছুই ভাল। দাম পড়বে ১৩৫০০/-

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: Alcatel Hero কিনতে পারেন। ১৮ হাজার টাকা।

৩| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৫

সুজন কুতুবী বলেছেন: মোবাইল কোম্পানিকে অডার করুন ।

২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪২

রিফাত হোসেন বলেছেন: কিনেছি , অনেক খুশি । :) অনার ৭

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.