নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

আবারও সামু দাবা

২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৭

আবার সামু দাবা টুর্নামেন্ট করার চিন্তা আছে



দেখি কাজের ফাকে একটা পরিকল্পনার ব্যপার আছে ।

চেস.কম টাই জনপ্রিয় প্লাটফর্ম হিসেবে । তবে অন্য গুলিও খোজ নিতে পারি যেগুলোর সার্ভার এ দীর্ঘ সময় ডাটা সংরক্ষন করা যাবে এতে আমাদের ভবিষ্যত এ সামু রেংক বা এ জাতীয় তথ্যের সন্নিবেশ করা যাবে ।

ব্লগ এ পোষ্ট করা থেকে পড়তে ভাল লাগে বিধায় শর্টকাট পোষ্ট ;)

লাইভ মিনিট ভিত্তিক হলে ভাল হয় অনেকটা ২ ফরমেটে খেলে চলতে পারে টি২০ ফাস্ট ধাচের আর আরেকটা সময় নিয়ে ঘন্টা দিয়ে । অনেকে দ্রুত বা আস্তে স্বাচ্ছন্দ্য বোধ করে বা সাফল্য লাভ করে ।

যেহেতু ভার্চুয়াল তাই পুরষ্কার হবে টাইটেল ভিত্তিক বা নাম দিয়ে বা উপাধি ।

সময়টাই ভেজাল অনেকে বাহিরে থাকে, অনেকের স্থানের সময়ের মিল না হবার একটা ক্যারফা নিয়ে শিডিউল তৈরী করা ঝামেলা ।

জানি অনেক আগ্রহ দেখাবেন, খেলার সময় হলে তখনই পেতে কষ্ট হবে কাউ না কাউকেই ।



সাথে থাকুন , আগামী কোন এক দিন মনস্থির করলে বিস্তারিত আলোচনা বা সরাসরি আমন্ত্রণ জানাবো ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৯

বিজন রয় বলেছেন: দারুন।
+++

তবে দাবা আমার ভাল লাগে না।

২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৮

নতুন বলেছেন: আগে লেখতাম এখন টাইম নাই... :)

দশ বছর পূতি`র শুভেচ্ছা ভাই... :)

৩| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৫

শায়মা বলেছেন: আমার জন্য আগেই ফার্স্ট প্রাইজ রেডি রেখো ভাইয়া।


মানে হারু হবার জন্য!:)

৪| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬

সুমন কর বলেছেন: ভালো প্রস্তাব !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.