নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন পর ব্লগে আসলাম । আসলে ব্যস্ততা ভালই গ্রাস করতে শুরু করেছে । বলেত পারেন আমাকে একটু স্বার্থপরও , দরকার না পরলে পোষ্ট এর কড়া নাড়ি না । যদিও অফলাইনে মাসে একবার ঢু মারা হয়, এই যাহ । মূল কথায় চলে যাই ।
দুইটা টিভি ক্রয় করার ইচ্ছা আছে । ১টা হবে ১০ এর মধ্যে আশে পাশে আরেকটা হবে ২০ এর আশে পাশে । সব মিলিয়ে ৩০ বা ৩৫ এর মধ্যে ল্যঠা চুকাতে চাই । বলা বাহুল্য যে দুইটা টিভিরই এইচ ডি কিনতে চাই । ২২ ইঞ্চি আপ হবে ।
১০০ hz . 22 up inch and 30 up(32/40/42 watever) inch HD ready এন্ড Full hD চাচ্ছি এইডিডিএমআই সহ ।
বাজারে এখন হরেক রকমের টিভি মডেল ধরন বেধে দেখছি অনলাইনে ।
তুলনায় অনেকে আবার বিদেশে থেকে নন ওয়ারেন্টি টিভি ক্রয় করার কথা বলছেন যা দেশে পাওয়া যায়, সেক্ষেত্রে ভোল্ট গার্ড বা ইউপিএস ক্রয় করার কথা বললেন ।
আবার অনেকে ওয়ারেন্টির কথা বলে শো রুম থেকে ক্রয়ের কথা বললেন ।
এগুলি বিভিন্ন ব্লগ ফোরাম এর কথা ।
এখন সেখানে হাই এন্ড বাজেট এর খুজা হচ্ছিল । আমি ভাই গরীব মানুষ, একজনের মন রক্ষা করতে গিয়ে আরেক জনকেও দিতে হচ্ছে, সেই ভেজাল
১টা এইচডি রেডি ২২ ইঞ্চি পেয়েছিলাম কিন্তু অপরিচিত ব্রান্ড নাম মনে নাই । ১০ এর ভিতর ।
আর ৩২(32/40 or up) ইঞ্চি ফুল এইচ ডি পাচ্ছি না অনলাইনে খুজে । ২০ এর ভিতর
৫ বছরের মত সার্ভিস দিতে পারে চাইনা কোন ব্র্যান্ড হলেও চলবে । ভোল্ট গার্ড কিনে নিব, ভাল হবে কি ?
ভাই কেউ সনির কথা তুলবেন না । সাধ্যের বাইরে , ১টা টিভি কিনলে ট্রায় মারা যেত আর ৩০ হাজার এর ভিতর ২টা স্মার্ট টিভির স্বপ্ন তো প্রশ্ন না উঠলেও এইচ ডি এম আই থাকলে বানিয়ে নিব । জাস্ট ১০০ hz
নাকি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষায় থাকব বাণিজ্য মেলার জন্য ?
কারউ বাজার ও ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে শেয়ার করবেন ।
৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:১২
রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ. আপনি মনে হয় বুঝতে পারেন নাই, আমার সনি ক্রয়ের সামর্থ্য নাই । তবে ধন্যবাদ । আমি বাজেট এর মধ্যে টিভি খুজছিলাম ।
২| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪০
ভোরের সূর্য বলেছেন: মানের সাথে যেহেতু কম্প্রমাইজ করছেন তাই বলার কিছু নাই।আপনার বাজেটের মধ্যে ভাল হবে ওয়াল্টন।৩২''(এইচডি রেডি)২০৪০০টাকা,২৮''(এইচডি রেডি)১৭৯০০টাকা এবং ২৪''(এইচডি রেডি) ১৩৬০০টাকা।প্রথম আলোতে ২৭শে আগষ্ট এর ১৬নং পাতায় দেয়া আছে বিজ্ঞাপন টা।এছারা আপনি অনলাইনে Click This Link এখানেও দেখতে পারেন।
৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৭
রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ প্রথমেই কষ্ট করে লিংক দেবার জন্য ।
আশা করেছিলাম ফুল এইচডি ২২ এর মধ্যে পাব , খুজছি । পাইনা যদিও ।
তবে ওয়াল্টন এর ২৪ইঞ্চি কে নোট করে রাখলাম ।
আর ৩২ ইঞ্চির কোন ফূল এইচডি পাই কিনা দেখছি ।
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৯
খোলা মনের কথা বলেছেন: আপনি এখানে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের সনি টেলিভিশনের ইম্পোরটার......