নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

কিভাবে বুঝাই

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫১



আমি মানুষটা অনেক খারাপ
করতে পারি এমন কিছু বাদ নাই

হোক সে লক্ষ কোটি পাপ
নিজের উপর নিয়ন্ত্রণ থাকেনা যে তাই

ভাল করে দেখ তুমি
ভয়ার্ত স্ফুলিঙ্গে কোঠরে চাহনি

বুঝনা যে কেন
তার পিছনেই আছে স্রোতহীন মোহনী

আমি সত্যি বিধ্বস্ত
বাহির থেকে বোঝার উপর নাই কারো

তবু বলে যাব
ভালবাসি ও বেসে যাব,কষ্টের ভেতরেও

জানি, এই অনুতপ্ত হৃদয়টাকে বোঝা দায়
কেন যে বোঝ না, আমি যে এমনি

হয়ত পারব বদলাতে, হয়ত পারবো না
ছেড়ে গেলে এত তাড়াতাড়ি

পৃথিবীর নিয়মে হতে পার তুমি অন্যের
কিন্তু আমার শেষ তুমি শেষই রয়ে যাবে

কিভাবে যে বলি, ছেলে আমি, বুক ফাটে তো মুখ ফাটে না
আর এক রোখামি চাইলেই কি হবে

জীবনে অনেক কিছু হেলায় দিয়েছি ফেলে
দিলাম এই যৌবনকে ধাক্কা দিয়ে মেরে

যায় আসবেনা তাতে কিছুতে মনের শান্তি পাব আমি
মন থেকে তোমাকে কভু দিব না ছেড়ে

একটা সিরিজ নাটক দেখেছিলাম দ্যা রিভার মিস্ট্রি, হরর,এ্যাডভেঞ্চার মিক্সড। যদিও প্রেমের স্থান নাই তবুও তাতে কিছু ব্যাপার ছিল । জনৈক গবেষক কাম পর্যটক হারিয়ে যান গহীন জঙ্গলে তাকে খোজতেই তার প্রাক্তন স্ত্রী আর তার ছেলের দলের খোজাখোজি । তো ডিভোর্সড স্ত্রী(প্রাক্তন) শেষের দিকে তার একটি ভিডিও টেপ উদ্ধার করতে সমর্থন হয় । যা তার লাস্ট টেপ ছিল । সেখানে ঐ জনৈক গবেষক সুযোগ পান আরেক মহিলার সান্নিধ্যের বা নতুন সম্পর্ক বা যৌন সম্পর্ক স্থাপনের কিন্তু গবেষক ভদ্রভাবেই প্রেমের সম্পর্কের আহবান কারী মহিলাকে প্রত্যাখান করে জানিয়ে দেন যে, হয়ত ভদ্রলোক ডিভোর্সড কিন্তু তার হৃদয়ে এখনও স্ত্রী(প্রাক্তন স্ত্রী যার নতুন বন্ধু আছে) প্রতিধ্বনিত হয় ।
২০১২ সালের সিরিজ ।
বিদেশী সিরিজ এ এরকম প্রেম খুব কম চোখে পরার মত। তবে ওয়ান নাইট স্ট্যান্ড বা টাইম পাস রাত কাভার করা এখনকার সিরিজ এ মোটামোটি ফিক্সড, যদি একাকী যুগলের মতন হয় রাতে তাহলে ১৮+ ব্যাপারটা সারানোর ইঙ্গিত করেই করে।
যতটুকু সিরিজ দেখে অভিজ্ঞতা হল এতদিন পর্যন্ত ।

মূল বিষয়ে যাই, ব্যাপারটা আমাকে খুব নাড়া দিয়েছে। অদম্য ভাললাগাটাই আসল ভাল লাগা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩৬

নিযুত বলেছেন: দেখবো ভাবছি

১১ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৩

রিফাত হোসেন বলেছেন: ভালই লাগবে।

২| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:০০

অতিকায় অমাবস্যা বলেছেন: ভাল পোস্ট :)

১১ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৩

রিফাত হোসেন বলেছেন: তাই নাকি :)

৩| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

উয়াহ.....

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০২

রিফাত হোসেন বলেছেন: আপনার কবিতার হাত খুব ভাল। যদিও আমি তেমন কবিতা বুঝি না। এগুলি সবই মনের আলোড়ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.