নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

একটা গ্রিল মেশিন ক্রয় করতে চাই (কয়লা সম্ভবত :) )

০৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:০৩

এই পোষ্টকে কেন্দ্র করে ... view this link
নীচের ৩টি ছবির মত গ্রিল মেশিন ক্রয় করতে চাই।


কয়লার গ্রিল হলে ভাল হবে ভেবেই চিন্তা করলাম। যদিও ইলেকট্রিক এ ঝামেলা কম। যেহেতু পারিবারিক ভাগে পার্টি আয়োজন হতে পারে, তবে অবশ্যই ঘরোয়া পরিবেশে আর তা ছাদেই হবে। শীতে ভালই লাগবে বোধ হয়।
টেবিল এর স্থাপনযোগ্য গ্রিল মেশিন কিনব না। ছাদে টেবিল আনতে হবে বসাতে হবে ঝামেলা। যদিও টেবিল আনলাম কিন্তু দেখতে তেমন শৌখিন মনেও হবে না। কেমন যেন অদ্ভুতই লাগবে। তাই স্ট্যান্ড ধরনই ভাল।



~গ্রিল মেশিনের নীচে ২টা পায়াতে চাকা থাকলে ভালই উপকার হবে নড়াচড়াতে।
~গ্রিল মেশিনের সাথে এটাচড বা লাগানো একটা পাত থাকলে উপকার হবে আর সাথে যদি নীচেও একটা পাত থাকে আরও ভাল।
~গ্রিল মেশিনের উপাদান ভাল মানের হলে খুশি হব তাতে বেশিদিন টেকসই হবে।
~আকৃতি
~বাজেট ৫ এর মত। তবে যদি ৫.৫ বা আরও বাড়াতে হয় ভাল মডেল বা পছন্দের জন্য তবে সম্ভব।

আর ব্যবহার শেষ পরিষ্কার করার জন্য রাসায়নিক উপাদান কি সাধারন স্টোর এ পাওয়া যাবে?

এখন মহোদয় কোথা থেকে ক্রয় করতে পারি? জানাশোনা কিছু আছে নাকি?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

রাজীব নুর বলেছেন: এ ব্যাপারে আমি কিছুই জানি না।

১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

রিফাত হোসেন বলেছেন: কিনে ফেলেছি অনেক আগেই। কয়লার, তবে ছবির মত বড় নয় অত। কারণ বাড়ির ছাদে রক্ষণাবেক্ষন এ রাজী হয়নি কেউ। অলস কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.