নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এর আগেও পোষ্ট একটা দিয়েছিলাম কিন্তু আশা অনুযায়ী মতামত পেলাম না।
দীর্ঘদিন সার্ভিস দিতে পারবে এমন কোয়ালিটির টিভি দরকার।
বাজেট ৩০-৩৫ হাজার টাকা। (দুই টিভি মিলিয়ে)
কিন্তু কিনব ২টা টিভি।
এইচডি এম আই ২.০ সাপোর্ট করে।
যত বড় পাওয়া যায়। যেমন ২৪ ইঞ্চি +৩২ ইঞ্চি
এইচ ডি অবশ্যই তবে ফুল এইচডি হলে তো কথায়ই নেই।
তবে হলুদ একটা কালার আসে অনেকদিন ব্যবহার করলে এমন হবে না এরকম ব্র্যান্ড দরকর।
বিদ্যুত এর সমস্যার কারনে ভোল্ট গার্ড কিনে নিব। সমস্যা নাই।
বাজেট ব্র্যান্ড এখন ওয়াল্টন ছাড়া দেখছি না। কেউ অন্য কিছু রেকমেন্ড করলেও করতে পারেন।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
একজন নিশাদ বলেছেন: আপনার তো বাজেট কম, চাহিদাও বেশি, এত অল্প তেলে হবেনা ভাই