নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক পরিচিত অনেক দিন আগে এইচ ডি টিভি বিদেশ থেকে দেশে নিয়ে গিয়েছিল। বেচারা জানত না প্রচুর ট্যাক্স দিতে হবে। শখ করেছিল।
আরেক জন বোকার মত প্যাকেট করে জমা দিল, সে মনে করেছিল অল্প সল্প হবে হয়ত। কিন্তু তারও আর বেহাল অবস্থা।
এখন বাহির থেকে টিভি যদি কেউ লাগেজ এ ঢুকিয়ে আনে তাহলে স্ক্যান এ ধরা পরলেও ওভারলুক করবে কিনা? এই নিয়ে কারো অভিজ্ঞতা আছে কিনা?
কেনার সময় ই ট্যাক্স দিয়ে ক্রয় করে আবার উচ্চমূল্যের কর দিতে আগ্রহী নিশ্চয় ই কেও নয়। একটা রেঞ্জ থাকলে দেওয়া যেত, যেখানে প্রায় ডাবল কর দিতে হয় সাধারন বড় টিভির জন্য।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু তো খরচ করতেই হবে। কিছু ভিখারী তো ওখানে ওঁত পেতে থাকে যারা প্রবাসীদের সাহায্য করার চাইতে ঝামেলাতে ফেলে বেশী...
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯
শোভন১ বলেছেন: টিভি কি লাগেজে ভরা আদৌ সম্ভব? সম্ভব হলেও সেটা কি আস্ত থাকবে আনতে গিয়ে? আর যে টিভি লাগেজে ভরা সম্ভব, সেই সাইজের টিভির ট্যাক্স খুব বেশি এমনিতেই হবেনা।
১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৭
রিফাত হোসেন বলেছেন: হাহাহাহা , মানুষ তো হর হামেষা আনে! এইটা আমারও প্রশ্ন কিভাবে সম্ভব!
সবই শুনা কথা... এইবার করে দেখানোর পালা।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩
শোভন১ বলেছেন: লাগেজে আনা মানে স্যুটকেসে ভরে আনা বোঝায় না, জাস্ট বিদেশ থেকে আনা বোঝায়, একটা আস্ত টিভি লুকানোর কোন উপায় নেই। দেশে ভালো দামে পেলে এখান থেকেই কেনা ভালো, একটু বেশি দাম হলেও এখান থেকে কেনা ভালো, আনতে গিয়েও অনেক সময় ভেঙ্গে যায়। PAL / NTSC এসব দেখে কিনেন, নাহলে দেখবেন এখানে ছবি দেখা যাবেনা। PAL সিস্টেম কিনতে হবে, আমেরিকা/কানাডা থেকে আনলে হবে NTSC।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২৫
রিফাত হোসেন বলেছেন: আশ্চর্য হয়েছি আমি নিজেও স্যুটকেস ব্যাপারটা নিয়ে। তবে বাঙালী আস্ত গাড়ি বুকিং দিলেও বলবে হয়ত লাগেজ বুকিং!
আমিও ভাবছিলাম ফ্রাগিল ট্যাগ দিয়ে দেশে পাঠানোই সমুচীন হত।
হার্ডওয়্যারগত তথ্য এর জন্য ধন্যবাদ। এই জন্য সামুকে খুব ভাল পাই।
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৭
কালীদাস বলেছেন: লিস্ট একটা আছে তো। লিংক চেক করুন।
http://hsiabd.com/the-rate-of-taxes-for-different-items-at-shahjalal-airport/