নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইলেক্ট্রিক ওভেন কিনব (মাইক্রো ওয়েভ ওভেন নয়)। Model : STO34BDHT সিঙ্গার Click This Link এর। ৩৪ লিটার। মূল্য ৫ এর মত। তবে বাণিজ্য মেলা পর্যন্ত অপেক্ষা করব। যদি কিছু ছাড় পাওয়া যায় ভাল হবে।
ইলেক্ট্রিক ওভেন নিয়ে বড় কোন ধারনা নাই। বোনের ছিল তবে আমি যতদিন মাইক্রোভেন ব্যবহার করে তাতে বিল্ট ইন গ্রীল অপশন থাকলেও কখনো ব্যবহার করা হয় নাই।
তবে এবার হালকা ব্রেড, পুডিং, কেক যা মনে চায় চেষ্টা করব।
আমি জানি আমার বানানো খাবার আমি নিজেই খেতে পারি না। এমনিই মানুষেরটা দেখে এমনিতেই বানাতে ইচ্ছা হয়।
যাই হোক মূল কথায় যাই।
এই সিঙ্গারটা কি রকম হবে? তবে rotisserie অপশানটা আবশ্যিক থাকা চাই। বাহিরে দাম দিয়ে গ্রীল মাংস কিনার কোন ইচ্ছা নাই।
ওয়াল্টন এ ৫ এর ভিতর পাচ্ছি না ৩০ লিটার এর। সে তুলনায় সিঙ্গারটা ৩৪ লিটার আর দামও ৫ এর ভিতর।
আমার বাজেট ৪-৫ হা. এর ভিতর। আকৃতি ২৭ লিটার থেকে যত বড় হয়।
পিৎসা করবতো তাই একটু বড় না হলে ভাল লাগবে না।
নোভেনা, মিয়াকো, সেবেক অনেক ব্র্যান্ড এর দেখছি। সে তুলনায় সিঙ্গার বা ওয়াল্টনকে সস্তার মধ্যে বিশ্বাসযোগ্য কোয়ালিটির মনে হচ্ছে।
এলজি, সেমসাং এগুলোার থাকলেও বাজেট নাই ।
০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
রিফাত হোসেন বলেছেন: জনাব আমি আসলেই খুব যন্ত্রণায় আছি বিডিতে ইলেকট্রিক সামগ্রী নিয়ে। নতুন হোক পুরাতন হোক সমস্যা লেগেই থাকে।
নিটল টাটার ভারতীয ব্র্যান্ড এর মাইক্রোভেন কিনেছিলাম, এখন সেটা টানা চালালে নষ্ট হয়ে যায় আবার ২ কি ৩ দিন পর চলে, নষ্ট মানে গরম হয় না। ৮ মাস হয়েছে মাত্র। গ্যারান্টি কার্ড হারিয়ে ফেলেছে।
নতুন সিঙ্গার টোস্টার ওভেন কিনেছি। দাম ৪৭০০ এর মত। মাইনাস পয়েন্ট বলতে গরম হতে সময় নেয় আর ভিতরে লাইট নাই। এটার খেয়াল আমি করি নাই, যদি ভিতরে লাইট না থাকত কিনতাম না।
তবে এটি ৩২-৩৫ লিঠার হয়ত। ভাল বড়।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৯
করুণাধারা বলেছেন: আমি ৪৫০০ টাকা দিয়ে comet নামের ওভেন কিনেছিলাম, ৫ বছরের ওয়ারেন্টই সহ। একবছর পর থারমোস্টেট খারাপ হয়ে গেল। ঠিক করার পর এখন কোনমতে চলে। তাই ভালভাবে দেখেশুনে কিনুন।