নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় দশক জুড়ে কি বোর্ড এ ভুল টিপাটিপি করে আসছিলাম। বোধহয় আজ তার ইতি ঘটতে যাচ্ছে। তবে কি বোর্ড এর নয় বরং ফরমেটের।
বিজয় এরপর বাধ্য হয়ে ইউনিজয় এ আসলাম। তবে মোবাইলে বাংলা কি বোর্ড হিসেবে মায়াবী,রিদ্মিক যাই বলেন ফোনেটিক ব্যবহার করি।
কোনটাতেই ১০০ ভাগ শুদ্ধভাবে লিখতে পারি না। যতটানা জ্ঞান ঘটিত তার থেকে অধিক টাইপিং ফরমেট এর।
ব্যবহার করি কম্পুতে ইউনিজয় আর মুঠোতে উচ্চারণভিত্তিক, তাই একটা সংঘর্ষ স্বাভাবিক।
বিজয় পারতাম বলেই ইউনিজয় ব্যবহার করতে সহজ হয়েছে, তখনও মুঠোফুন এ বাংলা এত ব্যাপকতা পাই নি তাই চিন্তা বিকাশ করার ইচ্ছা ছিল না যে, ফোনেটিক এ শিফট হওয়াই জরুরী!
তবে কাজ চালানোর মত অবস্থা অবশ্যই আছে। যদিও ব্লগে টিপতে টিপতে হঠাত করে নিজের লেখাই পড়তে পারি না! কারন মনের ভুলে টাইপ করতে করতে, কখন যে ইউনিজয় থেকে মোবাইলের ফোনেটিক লে আউটের ভিতর ঢুকে গেলাম খেয়াল থাকে না।
মরার উপর খারার ঘাঁ হল আমার ল্যাপীর লে আউটটা ইংরেজী নয় বরং আরেকটি ভাষার। তখন ব্যাপারটা আরও প্রবলেমাটিক হয়। আমি দীর্ঘ সামুর জীবনে খন্ড-ত --(ৎ) আমি ঠিকমত দিতে পারি নাই মানে শতকরা ৯০ ভাগ এই রকম ভুলে ভরা যে, ত দিয়ে কাজ চালিয়ে যেতে হয়েছে। এরপর বিসর্গ (ঃ) একে মনে হয় ৯৯.৯৯% ভাগই কোলন( দিয়ে কাজ শেষ করেছি।
কোলন আর বিসর্গ এক নয় এটা মাথায় সেট করা নাই। যদিও বিসর্গ একটি বর্ণ আর কোলন একটি চিহ্ন।
পড়াশুনার পর যা মনে থাকে তাই প্রকৃত শিক্ষা, সম্ভবত আইনস্টান বলেছিলেন। কথাটা ১০০% নিপাতনে সিদ্ধ।
এমনিতেই বাংলা ভাষার ব্যবহার নিয়ে সচেতন সম্পূর্ণরূপে নই। তবে একজন বাংলাভাষী হিসেবে চেষ্টা করি যতটুকু সম্ভব ভাষার ব্যবহারে মার্জিত আচরন করার যাতে, মায়ের ভাষার ও ভাষা শহীদদের সম্মান বজায় থাকে।
যদিও ইংরেজী এসে যায় কথায় কথায়, বর্জনের চেষ্টা করলেও খেয়াল থাকে না। কখনো ইচ্ছাকৃত বা কখনো অনিচ্ছাকৃত। আমি জানি এই পোষ্ট নিয়ে আলোচনার সময় নিশ্চয়ই বেশ কয়েকটা ইংরেজী শব্দ ব্যবহা করে ফেলেছি। এখন, যদিও এডিট করার ইচ্ছা নাই। সমাথর্ক সুন্দর শব্দের খোজঁতে গেলে আবার আরেকটা পোষ্ট লেখে ফেলার সময় হয়ে যাবে মনে হয়।
মূল বিষয়ে ফেরত যাই।
এখন কাজের প্রয়োজনে ভিন্ন ভাষার ফিজিক্যাল লে আউট ব্যবহার করতে হচ্ছে। এখন এই ভিন্ন ভাষার কি লেআউটির কি বোর্ডের কি প্লেসমেন্টগুলিও সেই ভাষার সুবিধা মোতাবেক। সুতরাং আমার জেড,ওয়াই সহ বিভিন্ন চিহ্ন, সংখ্যাা নিজ জায়গাতে নেই। তবে ভাগ্য ভাল শতকরা ৯০ ভাগ ঠিক আছে। ১০ ভাগের মধ্যে খন্ড ত, বিসর্গ, কিছু ইংরেজী অক্ষর ও বাদ বাকি চিহ্ন পজিশনে নাই যেখানে ইংরেজী নেটিভ ফিজিক্যাল লে-আউটে থাকার কথা।
ধন্যবাদ অমিক্রনল্যাব কে, তাদের বদৌলতে বিনামূল্যে সফটওয়্যারটা ব্যবহার করতে পারছি। এতে এডিটিং অপশন ছিল। খেয়াল করলেও সময় হয় নাই, আলসামীও বলতে পারেন। সময়টা আসলেই দীর্ঘ হয়ে গিয়েছে।
আজ একটা রফা দফা করব এর কি বোর্ড লে আউট নিয়ে।
আর মোবাইলে ফোনেটিক কি বোর্ড গুলিও একটা আরেকটা সাথের শতভাগ মিল নাই, কিছু একটা সমস্যা হয়ত আছে। জানার চেষ্টা করি নাই, করব ইনশাল্লাহ।
আর তাই ডেস্কটপ,ল্যাপটপে অভ্যাসগত কারনে ইউনিজয়ে রয়ে গেলাম। হয়ত আগামীতে ফোনেটিক হতে পারে...
সামুর ইউনিজয় এর সাথে ডেস্কটপ এর অমিক্রন একই হবার কথা কিন্তু তাও এক নয়।
তবে আজ সমাধান হবে।
মেজাজটা ফুরফুরা, বাংলাদেশ খেলায় জিতেছে। নেন মিষ্টিমুখ করেন।
০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:১৭
রিফাত হোসেন বলেছেন: সত্য বলেছেন।
তবে সরকারীভাবে স্বীকৃত কি বোর্ড বা জাতীয় কি বোর্ড লে আউট কি হবে?, আমার জানা নেই।
জাতীয় কি বোর্ড নামে বাংলাদেশে মনে হয় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তবে একে সম্পূর্ণ স্বীকৃত বলতে নারাজ। কারণ মাইক্রোসফট একে স্বীকৃতি দিচ্ছে না, যেহেতু কম্পুতেই বেশীরভাগে টাইপ হয়।
মাইক্রোসফট,এ্যাপল স্বীকৃত না হলে তো কাজই হল না। মানুষ যে যার মত ব্যবহার করবে।
আর ফোনেটিক হয়ত সহজ, কি ম্যাপ মুখস্থ আছেই-অনেকটা ইংরেজীর মত।
আমি চিন্তা করছি,,,, কিসে শিফট হব...
২| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০০
ধ্রুবক আলো বলেছেন: শেষে মিষ্টির জন্য ধন্যবাদ ও অভিনন্দন
১২ ই এপ্রিল, ২০১৭ রাত ২:০৪
রিফাত হোসেন বলেছেন:
৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিষ্টি দেন !!!
১২ ই এপ্রিল, ২০১৭ রাত ২:২০
রিফাত হোসেন বলেছেন: এই নেন, নিজের হাতের কেক।
মিষ্টি তো পারি না।
৪| ১১ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩৯
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল লিখাটি । কম্পিউটারে বাংলায় টাইপিং নিয়ে বড় সমস্যায় আছি
আপনার লিখাটি হতে মনে হয় উপকার কিছু পেতে পারি ।
শুভেচ্ছা রইল ।
১২ ই এপ্রিল, ২০১৭ রাত ২:১৮
রিফাত হোসেন বলেছেন: র ফলা ্য য ফলা সাপোর্ট করছে না। র্যাম শব্দ কপি পেষ্ট তো হয়। চেষ্টায় আছি...
ধন ্যবাদ শুভেচ্ছার জন ্য।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:১৮
টি এম মাজাহর বলেছেন: আর একটি কথা আমার মনে হয়, অভ্র বা এ জাতীয় কী বোর্ডের ব্যাবহার যতটা সম্ভব নিরুৎসাহিত করা উচিত। কারণ রোমান উচ্চারণের উপর ভিত্তি করে বাংলা লেখার পদ্ধতি আমার কাছে অত্যন্ত অগ্রহণযোগ্য বলে মনে হয়। কারণ আমাদের ভাষা অত্যন্ত সমৃদ্ধ, নিজস্ব বর্ণমালা ও স্বকীয়তায় ভাস্বর। আফ্রিকা ও ল্যাটিন আমেরিকাসহ পুর্ব এশিয়ার অনেক দেশেও রোমান হরফের উপর নির্ভর করে টাইপ করা ভাষাগুলোর তাদের নিজস্ব বর্ণপরিচয় ও স্বকীয়তা হারানোর পথে। মনের ভাব প্রকাশে ওদের দরকার আছে সাবেক ঔপনিবেশিক প্রভুদের বর্ণের সহায়তা। বাংলা ভাষার জন্য মোটেও দরকার নেই। তাই বাংলা ভাষায় লেখায় বাংলা হরফ/শব্দের উপর নির্ভরশীল ভাষার ফন্ট ও সফটওয়ার ব্যাবহার নিশ্চিতকরণের জন্য সামাজিক আন্দোলন অত্যন্ত আবশ্যক।