নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসছে সামু দাবা লীগ! - আগের পোস্ট
সামু দাবা লীগ এপ্রিল ৪/২০১৭ - আগের পোস্ট
সামু দাবা লীগ এপ্রিল ৪/২০১৭ --- আজ, ২৬/০৪/২০১৭, ঢাকা সময়:১৯৩০(সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) ঘটিকায় শুরু হবে।
এ পর্যন্ত যারা আগ্রহ প্রকাশ করেছেন: (ব্লগ পরিচয় ও chess.com id)
বঙ্গভূমির রঙ্গমেলায় - banglavoice
ইফতি সৌরভ - iftishourov
chess.com নিব্ন্ধন করবেন এরপর সামু দাবা গ্রুপে যোগ দিতে হবে। ব্লগে আপনার চেস.কম আইডি মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন। একই রাখার চেষ্টা করবেন,তাতে আইডেন্টিফাই করতে সুবিধা হবে।
লীগে খেলতে,ঢুকে যাবেন https://www.chess.com/live#t=825861 অথবা লাইভে, সেখানে সামু দাবা লীগ এপ্রিল ৪/২০১৭ শিরোনামে থাকবে। তাছাড়া পোষ্ট এবং চেস.কম সামু দাবা গ্রুপেও পোষ্ট করা হবে। একমাত্র সামু গ্রুপের সদস্যরাই খেলতে পারবেন।
যেহেতু chess.com এ live ভিত্তিক খেলা তাই সেখানকার swiss round পদ্ধতিতেই খেলা হবে। নিয়ম পদ্ধতি জানতে ভ্রমন করুন চেস.কম অথবা samu post
সাথে থাকুন ধন্যবাদ
-------------------------------------------------------
অফটপিক: প্রচার করুন- জাতিকে ঠকাচ্ছে ভারত ও বাংলাদেশ সরকার --- জনগুরুত্বপূর্ণ পোস্ট - লেখক চাদঁগাজী সাহেব- প্রচার করুন ফেবুতে, জি+,যে যেখান থেকে পারেন। আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। অন্যায় মানা যায় না, মানতে পারি না।--- সবাই মিলে স্টিকি আবেদন করতে হবেই হবে। সামুকে স্টিকি করতেই হবে।
২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২০
রিফাত হোসেন বলেছেন: আমিও ছিলাম, আপনিও ছিলেন, আমি আপনাকে বার্তা পাঠিয়েছিলামও। গ্রুপের চ্যাট বক্স আছে, ফোরাম আছে, শাউট ব্ক্স আছে সবগুলিতেই পোস্ট করেছি। কিন্তু যদি উত্তর না পাই, তাহলে তো শুরু হবে না।
লাইভে গেলে গ্রুপ আয়োজিত লীগ দেখতে পেতেন, যেখানে একমাত্র বাংলায় আমাদেরই পাবেন। কারণ দলের বাহিরের কেউ দেখতে পারত না।
আচ্ছা সামনের মাসের ১,৭,৮ তারিখ আমার সময় হবে ১৯০০ ঘটিকা বা সন্ধ্যা ৭টার পর থেকে...
আপনার সাথে এককভাবে খেলব। যেহেতু কেউ আর নাই।
২| ১২ ই মে, ২০১৭ রাত ১:০৯
অাসাদুজ্জামান লিটন বলেছেন: বাহ ভালোতো..
১২ ই মে, ২০১৭ ভোর ৫:০৫
রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ
সবাই খুব ব্যস্ত
৩| ২৫ শে মে, ২০১৭ ভোর ৫:৫৩
ডঃ এম এ আলী বলেছেন: দাবার চাল দিতে অনেক সময় লাগে
অপেক্ষাায় থাকলাম পরের চালের জন্য ।
শুভেচ্ছা রইল
৪| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:১১
ডঃ এম এ আলী বলেছেন: দাবা লীগের অগ্রগতি জানালে খুশী হব ।
১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৭
রিফাত হোসেন বলেছেন: প্রথমেই ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই খুব ব্যস্ত। নিব্ন্ধন অনেকে করে থাকলেও সময় যে খুব অল্প সবার হাতে! ১ জনের সাথে জমলেও শেষ পর্যন্ত ব্লগার সাহেব ধৈর্য হয়ত ধরে রাখতে পারেন নাই। খেলায় বা যে কোন কাজে একাগ্রতা খুবই জরুরী, তা নাহলে যে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ জয় করতে পারবে না।
সারমর্ম এই যে অগ্রগতি কচ্ছপকেও হার মানাচ্ছে।
৫| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:২২
বিজন রয় বলেছেন: ৪. ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:১১ ০
ডঃ এম এ আলী বলেছেন: দাবা লীগের অগ্রগতি জানালে খুশী হব ।
১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:১০
রিফাত হোসেন বলেছেন: জনাব রয় সাহেব, চেষ্টা তো করেছিলাম দিনে দিনে শেষ করার কিন্তু সবাইকে উপস্থিত পাচ্ছি না। আবার চেষ্টা করলাম দৈনিক চালে মাস ভিত্তিক সময় নিয়ে খেলা শেষ করার। এটাতেও কোন প্রাণ আসছে না। চেষ্টায় আছি... একদিন হবে।
১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:১১
রিফাত হোসেন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৬
ইচ্ছে বলেছেন: সামুকে অনেক মিস করি!!
দেখা যাচ্ছে আপনি এখোনো কিছুটা হলেও একটিভ আছেন!!
কিপ ইট আপ!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৬
রিফাত হোসেন বলেছেন: হুম আছি আর কি
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
প্রামানিক বলেছেন: নতুন লেখা কই
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৮
রিফাত হোসেন বলেছেন: ব্যস্ত যতটকু পারি, আপনাদের প্রবন্ধগুলো পড়ে যাই।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমি ছিলাম কিন্তু কোন খেলা হল কেন বুঝি নাই।