নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।
পোস্ট করা থেকে লেখা পড়াকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছি। অবস্থা ভাল নয়। তবে অনেক দেশ ভাইরাস জনিত সমস্যায় জর্জরিত। এর মধ্যে বাংলাদেশও আছে। যতটুকু না ভাইরাস, তার থেকে অর্থনৈতিক প্রতিবন্ধকতা বেশি। কেউ মারা গেলে যেমন জীবন থেমে থাকে না তেমনি শত সমস্যার মধ্যেও মানুষ এগিয়ে চলছে, সামুও চলছে। প্রচলিত প্রবাদ, বিপদে বন্ধুর পরিচয় ও চোর পালালে বু্দ্ধি বাড়ে। দুইটাই এখন খুব কাজে দিচ্ছে। সব সময়ই কাজে দিলেও, সব সময় টনক নড়ে না। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং অতি লোভ ঠিক নয়। মানুষকে বিপদে পেয়ে অন্যায় কোন কিছু করা থেকে বিরত থাকা উচিত।
আজ ছুটি। মিষ্টি করা হয়েছে। সেমাই ছাড়া ঈদ অপূর্ণ থেকে যায়। কিছু পারি আর না পারি সেমাই সম্ভব। লবণের মত চিনি কমবেশির ঝামেলা কম। বাল্যকালের মত ঈদ আর মনে হয় না। করোনার পর আম্পান। পিছু ছাড়তেই চায় না। মৃত্যুর মিছিল যেন এগিয়ে আসছে। কোলেস্টেরল বেড়েই চলছে। বাংলাদেশে অসহায় মানুষের সংখ্যা বাড়ছে। এই কল্পনা করার ইচ্ছা কখনোই ছিল না। ক্ষমতার লিপ্সা খুবই খারাপ। এই অসহায় মানুষকে সহায়তার হাত দিয়ে উন্নতির চাবি দিয়ে দিলে দেখা যাবে যে, সেও দুর্নীতির সমুদ্রে গা ভাসাচ্ছে। অপেক্ষা শুধু সুযোগের!
মানুষের বৈশিষ্ট্য পরিবর্তন করতে হবে। যতটুকু পারা যায়। একটা সময় মনে হত হাতে গণা কয়েক জনের কারণে দেশ এমন। তা কিন্তু নয়। এটা আমার ভুল চিন্তা ছিল। মানুষগুলের কারণে এমন। সে আমাকে অন্যায় করার জন্য সাথী বানাতে চায়। আমি কেনই বা সাথী হব? কেনই তার বাক্স রাত বা দিনে যখনই হোক সিল দিয়ে ভরিয়ে দিব। এটা অন্যায়। তাই বুঝ না থাকলে ফেরেশতা দিয়েও কাজ হবে না। কারণ মানুষ নিজের বোঝ বুঝতে সক্ষম, ''যদি সে চায়''। সাধারণ মানুষের কাছে সহায়তা সেকারণেই আসছে না। ত্রান না বলে একে দূর্নীতির ব্যবস্থা বলা চলে। প্রণোদনা মুখে বলছে, দিচ্ছে্। মানুষ গণমাধ্যমগুলোত পড়ছে, দেখছে। এতেই সন্তুষ্টি। কোথাকার জল কোথায় যায় কোন খোজ খবর নাই। মন মত হচ্ছে। একজন কেদারাতে বসেছে আর হুকুম করছে। কোন যাচাই বাছাই নাই, সংসদে উথ্থাপন নাই বা নামে মাত্র। বিরোধী দল কাঠের পুতুল হলে যা হয়। আমি খারাপ বলব না, তবে একজন সব বিষয়ে পারদর্শী হতে পারে না, আর পাশের কেউ উপদেষ্টা হেনতেন কানপড়া দিলেও তা সঠিক নাও হতে পারে। আলোচনা করা যেতে পারে। বড় সিদ্ধান্ত ঘরের টেবিলে না হয়ে বড় আলোচনার প্রয়োজন ছিল। মাথাপিছু আর্থিক ঝামেলা যখন আসবে তখন বোঝা যাবে, কোন জনগণ কতটুকু দেশপ্রেম নিয়ে ঘাড়ে নিতে চায়।
২৪ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০১
রিফাত হোসেন বলেছেন: অবাক হচ্ছি না। তবে কষ্ট পাচ্ছি। দেশপ্রেম এর জন্য নয় শুধু। আমাদের সবার আত্মীয় এর মাঝে থাকতে পারে ভেবে।
২| ২৪ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৩
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা সব ধরণের মানুষকে এক কাতারে এনে দেশের সমস্যা সমাধানে সবাইকে কাজে লাগা্তে পারতেন; উনার সেই বুদ্ধি নেই, কিন্তু সরকার উনার। খারাপ সরকার থাকলে সাধারণ মানুষের বিপদ, দুষ্টদের লাভ।
২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
রিফাত হোসেন বলেছেন: যে পরিস্থিতি সহমত প্রকাশ করা যাবে কিনা সন্দেহ। তবে যথার্থ বলেছেন। উনি ভাল চাইলেও উনার আশেপাশের মানুষগুলো দেশের ভাল কম, নিজের ভাল বেশি বুঝবে।
৩| ২৪ শে মে, ২০২০ রাত ৯:১৩
আখেনাটেন বলেছেন: সামনে কঠিন সময়। তবুও বেঁচে থাকার আনন্দটাই সেরা।
ঈদ মোবারক ২০২০।
২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ
৪| ২৫ শে মে, ২০২০ রাত ১২:৩০
নেওয়াজ আলি বলেছেন: যার গাড়ি আছে তাকে গ্রামের ঈদ মুবারক আর যার গাড়ি নাই তাকে শহরের ঈদ মুবারক।
২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
রিফাত হোসেন বলেছেন: সুন্দর
৫| ২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
ডার্ক ম্যান বলেছেন: কেমন আছেন আপনি
২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৫৪
রিফাত হোসেন বলেছেন: খুশি হলাম। আশা করি আপনিও ভাল আছেন।
৬| ১৩ ই জুন, ২০২০ রাত ১:৩২
সাহাদাত উদরাজী বলেছেন: েমন আছেন?
১৩ ই জুন, ২০২০ রাত ১:৪০
রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ,
খারাপ তো বলা যাচ্ছে না তাই ভাল আছি।
আশা করি আপনিও স্বপরিবারে ভাল আছেন।
৭| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ উল আযহা এসে পড়ল।
২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৪
রিফাত হোসেন বলেছেন: হুম, অগ্রীম ঈদের শুভেচ্ছা।
৮| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানুষের বৈশিষ্ট্য পরিবর্তন করতে হবে। যতটুকু পারা যায়। ভাল বলেছেন।
০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৪
রিফাত হোসেন বলেছেন: একমত হবার জন্য ধন্যবাদ।
৯| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৩৫
সাহাদাত উদরাজী বলেছেন: নুতন লেখা দিন।
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ২:৩৯
রিফাত হোসেন বলেছেন: পড়ছি নিঃশব্দে পড়ায় আনন্দ ভিন্ন রকম। আমার ভাবনায় পরিবর্তন হচ্ছে মনে হয়। যা চিন্তা করতাম তা অনেক সময় সঠিক ছিল না, কিছু ভুল সঠিক মিলিয়ে আছে। নিজেকে গোছাতে একটু সময় লাগবে যে ভ্রাতা।
১০| ১১ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮
সাহাদাত উদরাজী বলেছেন: নুতন লেখা নিয়ে আসুন।
১১| ১০ ই মে, ২০২১ দুপুর ২:৪৮
Smart বলেছেন: বামসি ব্যাারেক https://dirilisertugrulforbd.blogspot.com/2021/05/bamsibarik.html
১২| ২৯ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩২
সামিউল ইসলাম বাবু বলেছেন: আর্জেন্টিনা আমারও প্রিয় দল। তবে অন্ধভক্ত নয়। ভালোলাগে এই যা।
লেট ঈদ মোবারক
১৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২২
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।
নিয়মিত হন।
শুভকামনা।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬
রিফাত হোসেন বলেছেন: আমি নিয়মিতই। তবে লেখক হিসেবে নয় তবে পাঠক হিসেবে।
১৪| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৬
প্রামানিক বলেছেন: পোষ্ট পড়ে ভালো লাগল। নতুন লেখা দেয়ার চেষ্টা করেন।
২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২০
রিফাত হোসেন বলেছেন: ইনশাল্লাহ।
১৫| ১৭ ই জুন, ২০২৪ বিকাল ৪:০৫
নতুন বলেছেন: ঈদ মোবারক ২০২৪ ভাই।
১৭ ই জুন, ২০২৪ বিকাল ৪:০৮
রিফাত হোসেন বলেছেন: আপনাকেও ঈদ মোবারক।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০২০ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। কে বাঁচি কে মরি বলা যাচ্ছে না। এভাবে চলতে থাকলে দেখা যাবে ২০ লাখ লোক মরে গেছে।