নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রি হোসাইন

কবিতা তার অগ্রজ কবিতার অনুকরন করে কথা বলা মাত্র ...... যারা নতুন কিছু বলে তারা কবি না যতক্ষন পর্যন্ত সেই নতুন কথার অনুকরন না করা হয়।

রি হোসাইন › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা _____পল এলওয়ার্ড (ফরসী বিপ্লবের কবি)

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

অনুবাদঃ রি হোসাইন (আংশিক তাসলিমা নাসরিন)



আমার স্কুলের লেখার খাতায়

কাঠের ডেস্কে এবং গাছে

বালির উপর আর শুন্য কুয়াশায়

আমি তোমার নাম লেখি



পড়ে ফেলা বইয়ের পাতায়

সাদা পাতায়

পাথরে কাগজে রক্তে কিংবা ছাইয়ে

আমি তোমার নাম লেখি



একটি স্বর্ণালী চিত্রকর্মে

যোদ্ধার অস্ত্রে

কিংবা রাজমুকুটে

আমি তোমার নাম লেখি



মরুভুমি এবং বনে

খড়কুটো দিয়ে গড়া পাখির বাসায়

শৈশবের প্রতিধ্বনিতে

আমি তোমার নাম লেখি



একটি চমৎকার রাতে

সাদামাটা ডাল ভাতে

এবং বিয়ের মৌসুমে

আমি তোমার নাম লেখি



একটা নীল তোয়ালেতে

পুকুরেরে উপরে পুরাতন সূর্যের ছায়ায়

ঝিলের উপরে ঝিল মিলি চাঁদে

আমি তোমার নাম লেখি



দিগন্তের সরল রেখায়

পাখির পালকে পালকে

কারখানার ছায়ায়

আমি তোমার নাম লেখি



ভোরের মুক্ত নিঃশ্বাসে

সমুদ্রে ভেসে যাওয়া নৌকায়

এবড়ো খেবড়ো উপত্যকায়

আমি তোমার নাম লেখি



তুলতুলে মেঘের ফেনায়

তারপর গুমোট ঝরে

আতঃপর স্বস্তির বৃষ্টিতে

আমি তোমার নাম লেখি



আতশবাজির স্ফুলিঙ্গে

রঙিন ঘন্টায়

প্রকৃত সত্যের ভিতর

আমি তোমার নাম লেখি



হেটে চলা গ্রামের মেঠো পথে

ছুটে চলা সমান্তরাল রেল লাইনে

দামাল বাতাসে দুলে যাওয়া বর্গ ক্ষেত্র গুলোতে

আমি তোমার নাম লেখি



আলকিত কুপির আগুনে

নিভু নিভু কুপির সলতে-য়

আমাদের একত্রিত বাসা গুলতে

আমি তোমার নাম লেখি



একটি অর্ধেক কেটে রাখা ফলে

আমার ঘরের আয়নায়

আমার বিছানায় তক্তায়

আমি তোমার নাম লেখি



পোষা কুকুরের হিংস্রতার আদরে

কান খাড়া করে শুকে নেয়া প্রভুর ঘ্রান

বেছানো থাবায়

আমি তোমার নাম লেখি



আমার দরজার নাম ফলকে

এরকম আর পরিচিত সব আসবাবে

পবিত্র মোমের আলোয়

আমি তোমার নাম লেখি



সম্মতি ক্রমে রক্ত মাংসে গড়া প্রানীর শরিরে

ভয় পেয়ে মুখ লুকিয়ে রাখা প্রিয় বন্ধুর সামনে

সংসারের ঘানি টানা প্রতিটি হাতে

আমি তোমার নাম লেখি



জানালার চমকানো কাঁচে

প্রিয়তমার নিবির চুম্বনে

তার পর সেই নিরবতায়

আমি তোমার নাম লেখি



উদ্বাস্ত শিবিরের আঙ্গিনায়

দৃশ্যত কোন জায়গায়

বিষণ্ণ দেয়ালে দেয়ালে

আমি তোমার নাম লেখি



অনিচ্ছাকৃত অনুপুস্থিতিতে

নগ্ন নি:সঙ্গতায়

মৃত্যুর পথে হাটতে হাটতে

আমি তোমার নাম লেখি



ফিরে পাওয়া সুস্থতায়

ভুলে যাওয়া ক্ষতির ঝুকিতে

স্মৃতিহীন জীবন যাপনেও

আমি তোমার নাম লেখি



একটি শব্দের শক্তিতে

আমি আবার নতুন জীবন শুরু করি

আমি জন্মেছি

আমি জন্মেছি তোমাকে ডাকতে

স্বাধীনতা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.