![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের এই রকম একটা শিক্ষা নীতির দরকার।
ক) ৮ বছরে মাধ্যমিক সমাপ্ত করতে হবে।
খ) ইংরাজি শিক্ষার পাঠ দানের ধরন সম্পূর্ণ পরিবর্তন করে চতুর্থ শিক্ষা বর্ষ হতে ইংরাজি ভাষা শিক্ষা পাঠ দান করতে হবে। এই ইংরাজি ভাষা শিক্ষা পাঠ দান চারটি বিষয় পাঠ দানের মাধ্যমে হবে। ১) ইংরাজি পড়া ২) ইংরাজি লেখা ৩) ইংরাজি শোনা ৪) ইংরাজি বলা। এবং ৮ম বছরে মাধ্যমিক সমাপ্ত হবার সাথে সাথে সকলে-ই ইংরাজি ভাষা শিক্ষা পাঠ দানের ও সমাপ্তি হবে।
গ) মাধ্যমিকের পরে আর কোনো একত্রিত শিক্ষাক্রম থাকবে না। এর পর থেকে সব শিক্ষা ক্রম হবে বিষয় ভিত্তিক।
এই তিনটি বিষয় কে মূল ধরে কোনো শিক্ষানীতি কার্যকর করা গেলে কি কি লাভ হবে।
১) ১৮ থেকে ২০ বছর বয়সের মধ্যেই একজন মানুষ পুরোপুরি দক্ষ হয়ে যেতে পারবে।
২) মেধার অপচয় রোধ হবে এর ফলে মেধার প্রকৃত সৃজনশীলতা প্রকাশ পাবে। এর ফলে মেধাহীন শব্দ টি প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে।
৩) শিক্ষা ব্যয় ব্যাপক হারে কমে যাবে
৪) মাধ্যমিক পর্যায়ে যে ব্যাপক জনগোষ্ঠী শিক্ষাক্রম থেকে ঝড়ে যায় তা প্রায় শেষ হয়ে যাবে।
৫) সরকারের বিপুল পরিমান শিক্ষা ভর্তুকি কমে যাবে। যা দেশিয় অর্থনীতি দারুন ভাবে সমৃদ্ধ করতে সহায়ক হবে।
৬) ব্যাপক দক্ষ জনশক্তি উৎপাদনের কারনে প্রচুর জনশক্তি রফতানি সহজ হবে। এবং বিশাল দক্ষ জনশক্তি গড়ে উঠায় বিশ্ব ব্যাপি আমাদের জনশক্তির চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাবে। এর ফলে খুব দ্রুত-ই বিশাল অর্থনৈতিক সমৃদ্ধির দ্বার খুলে যাবে।
৭) উৎপাদনশীলতা ব্যাপক হারে বেড়ে যাবে এবং খুব স্বাভাবিক ভাবে-ই দুর্নীতি দারুন ভাবে হ্রাস পাবে।
সবাই একটু ভেবে দেখুন। গভীর ভাবে ভেবে দেখুন। কোনো নতুন চিন্তা মাথায় এলে কিংবা কোনো প্রশ্ন থাকলে বলুন ।। আসুন আমরা এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা করি।
Click This Link
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
বিচছু বলেছেন: ভাই এতো কিছু লাগবে না জাস্ট শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক করেন ৪ বছরের জায়গায় ৮ বছর লাগে