নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রি হোসাইন

কবিতা তার অগ্রজ কবিতার অনুকরন করে কথা বলা মাত্র ...... যারা নতুন কিছু বলে তারা কবি না যতক্ষন পর্যন্ত সেই নতুন কথার অনুকরন না করা হয়।

রি হোসাইন › বিস্তারিত পোস্টঃ

অনেকেই তত্ব না বুঝেই শুধু আবেগের বসে আওয়ামী বি এন পি ও জামাতের সমর্থক।

১৪ ই মে, ২০১৩ দুপুর ১:৪১

অনেকেই তত্ব না বুঝেই শুধু আবেগের বসে আওয়ামী বি এন পি ও জামাতের সমর্থক।



মতবভেদ থালেও তীব্র ডান ঘরনা থেকে বেড়িয়ে মধ্য ডানপন্থী বা উদার ডান পন্থী হিসেবে আওয়ামী লীগের উদ্ভব হয়। তীব্র ডান পন্থার সাথে তৎকালীন আওয়ামীলীগের পার্থক্য হলো শুধু মাত্র ধর্মনিরপেক্ষতা। কিন্তু বাম মতবাদের সাথে তৎকালীন আওয়ামীলীগের বিস্তর ব্যাবধান ছিলো। মূলত শ্রমিকদের নিয়ে কোনো সুস্পষ্ট মতবাদ আওয়ামী লীগে না থাকাটাই বাম মতবাদের সাথে আওয়ামী লিগের এই মুল পার্থক্য গড়ে দেয়। স্বাধিনতা পরবর্তী আওয়ামী লীগ সুযোগবঞ্চিত বাম দের দ্বারা প্রভাবিত হতে থাকে। তাছাড়া আওয়ামী লীগের প্রান পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাম মতবাদের প্রতি সুস্পষ্ট দুর্বলতা থাকায় তৎকালীন সময়ে বামেরা খুব সহজে আওয়ামীলীগ কে প্রভাবিত করতে সুযোগ পায়।



জামায়েতে ইসলামি তীব্র ডানপন্থী মতবাদে বিশ্বাসী। ধর্মীয় (ভ্রান্ত অভ্রান্ত যাই হোক) লেভাসে এরা মূলত তীব্র ডান পন্থারই ধারক। এরা এক ভারতে বিশ্বাসী ছিলো বা পাকিস্থান গঠনের বিপক্ষে ছিলো যেখানে তৎকালীন আরেক সহনশীল ডানপন্থী দল মুসলিম লীগ স্বাধীন পাকিস্থানের রুপকার ছিলো। বলা হয়ে থাকে তীব্র ডান পন্থার কারনে স্বাধীন পাকিস্থানের বিরোধিতা করা-ই এই দলটির বড় দল হয়ে উঠার প্রধান প্রতিবন্ধকতা। তীব্র ডান পন্থার কারনে অন্তর্জাতিক একটা পরিধি-ই এইদলটির মুল চালিকা শক্তি।



যদিও বি এন পি প্রতিষ্ঠিত হয় মূলত কোনো ধরনের দর্শন এর ধার না ধেরেই এবং প্রাথমিক পর্যায়ে তীব্র ডান পন্থীদের সাথে বাম পন্থীরাও এর সাথে যুক্ত হলেও আস্তে আস্তে এটা অপেক্ষাকৃত সহনশীল ডানপন্থী দলে রুপান্তরিত হয়েছে।



মূলত দুর্নীতির প্রকট আকার ধারন করায় এদেশের জনগন আবেগ ছাড়া আর কিছু-ই প্রাধান্য দিতে শেখেনি যেখানে ওপার বাংলার জনগন সুস্পষ্ট ভাবেই ডান বামে বিভক্ত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.